নির্দল প্রার্থী কাকলি ঘোষের মনোনয়ন

Lok Sabha Election 2024: বারাসত লোকসভার প্রার্থী কাকলিকে অপহরণ? ভোটের আগে মারাত্মক কাণ্ড, কী হবে এবার?

উত্তর ২৪ পরগনা: বারাসত লোকসভা কেন্দ্রের প্রার্থী কাকলিকে করা হল অপহরণ! ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। জানা যায়, রাত দুটো নাগাদ ১০-১৫ জনের বাইক বাহিনী-সহ একটি চার চাকা গাড়ি করে দুষ্কৃতীরা এসে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে অপহরণ করে বারাসত লোকসভা কেন্দ্রের প্রার্থী কাকলি ঘোষকে।

এদিনই তিনি নির্দল প্রার্থী হিসেবে নমিনেশন জমা করেছিলেন জেলাশাসকের দফতরে। বছর ৩৫-এর কাকলি ঘোষের ইচ্ছা ছিল নির্বাচনী লড়াই করার, সেই জায়গা থেকেই লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়ন জমা দেন হাবরা থানা এলাকার বামিহাটি ছাতিমতলার বাসিন্দা কাকলি ঘোষ। তারপর থেকেই নানা জায়গা থেকে হুমকির ফোন আসতে থাকে নির্দল এই প্রার্থীর কাছে।

আরও পড়ুন: চামড়া বুড়িয়ে যাচ্ছে? রাতে শোওয়ার আগে ‘এই’ এক কাজে চকচক করবে মুখ! রইল সিক্রেট টিপস

অপহরণ করা হয় প্রার্থীর স্বামী বছর ৪০-এর সঞ্জীব ঘোষকেও। প্রার্থীকে খুঁজে না পেয়ে, এদিন হাবরা থানায় প্রার্থী অপহরণের লিখিত অভিযোগ জানায় কাকলি দেবীর নির্বাচনী এজেন্ট দিলীপ দাস। তাঁর দাবি, ‘বারাসত লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার-এর নামের সঙ্গে মিল থাকার কারণেই ভোট কাটাকাটির ভয়ে নির্দল প্রার্থী কাকলি ঘোষকে অপহরণ করা হয়েছে তৃণমূলের তরফে’।

আরও পড়ুন: আকাশ থেকে উড়ে পড়ল ওটা কী? চুঁচুড়ায় মারাত্মক কাণ্ড! আতঙ্ক-শোরগোল

গতকাল জেলাশাসকের দফতরে নমিনেশন জমা দেন কাকলি। প্রার্থীর নির্বাচনী এজেন্ট জানান, সম্ভবত তাঁদের চিহ্ন হতে পারে টর্চ। এমনকী তিনি অভিযোগ করেন, অপহরণের ঘটনার পর থেকেই তৃণমূলের তরফে রীতিমতো প্রার্থীর বাড়ি পাহারাও দেওয়া হচ্ছে। ফোনের সুইচ অফ থাকায় প্রার্থীর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না কোনও ভাবেই।

নির্দল প্রার্থী কাকলি দেবীর দুই ছেলে, স্বামী ও বৃদ্ধ বাবা মা নিয়ে সংসার। নির্বাচনী এজেন্ট দিলীপ দাস এদিন প্রার্থী অপহরণের এই ঘটনায় কাকলি ঘোষের প্রাণ সংশয়েরও আশঙ্কা করছেন। গোটা ঘটনার লিখিত আকারে অভিযোগ জানানো হয়েছে হাবরা থানায়। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। তবে প্রার্থী অপহরণের ঘটনায় এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য।

Rudra Narayan Roy