গ্রাম-বনবস্তি-চা বাগান মিলিয়ে প্রায় দু’কোটি ভোটার! প্রথম দফায় ‘নজরে জলপাইগুড়ি’

Lok Sabha Election 2024: মহিলা ও পুরুষ ভোটারের সংখ্যা প্রায় সমান এই লোকসভাতে! প্রথম দফায় ‘নজরে জলপাইগুড়ি’

জলপাইগুড়ি: বুধবার যখন বিভিন্ন রাজনৈতিক দল প্রচারের শেষ সময়টুকুকে সম্পূর্ণ ব্যবহার করতে ব্যস্ত, সেই সময় সাতটি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত জলপাইগুড়ি ৩ সংরক্ষিত লোকসভা আসনের ২০৩৩টি বুথে ভোটগ্রহণ প্রক্রিয়ার ফাইনাল টাচ দিতে তৎপর জেলা নির্বাচনী দফতর। এই কেন্দ্রে মোট ভোটার ১৮ লক্ষ ৮৪ হাজার ৬৩৭ জন। কেন্দ্রীয় বাহিনী রয়েছে ৭৫ কোম্পানি। ৮ হাজার ভোটকর্মী এই কেন্দ্রে থাকছেন।

LIVE | লোকসভা নির্বাচন ২০২৪ প্রথম দফার ভোট

এই লোকসভা আসনের অধীনে যে সাতটি বিধানসভা কেন্দ্র রয়েছে তার মধ্যে মেখলীগঞ্জ বিধানসভায় রয়েছে মোট ২ লক্ষ ৩৭ হাজার ৬ জন ভোটদাতা, যার মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ২৪ হাজার ৯৬ জন, মহিলা ভোটারের সংখ্যা ১ লক্ষ ১৫ হাজার ৫০৮, ট্রান্সজেন্ডার রয়েছেন ২ জন।

অপরদিকে ১৫ ধূপগুড়ি বিধানসভায় মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ৬৮ হাজার ৯৬২ জন, যার মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১ লক্ষ ৩৭ হাজার ৬৪৬ জন, মহিলা ভোটদাতা রয়েছেন ১ লক্ষ ৩১ হাজার ৩১৫ জন, ট্রান্সজেন্ডার ভোটার সংখ্যা ১।

তিস্তা পাড়ের ১৬ ময়নাগুড়ি বিধানসভা কেন্দ্র এই অঞ্চলে মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ৭১ হাজার ৭৯৭ জন, যার মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১ লক্ষ ৩৯ হাজার ৮৪১ জন, মহিলা ভোটার সংখ্যা ১ লক্ষ ৩১ হাজার ৯৫৬ জন।

জেলা শহর তথা জলপাইগুড়ি বিধানসভা এলাকায় মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ৬৮ হাজার,৩৬ জন, যার মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১ লক্ষ ৩৪ হাজার ৩৯৪ জন, মহিলা ভোটার সংখ্যা ১ লক্ষ ৩৩ হাজার ৬৪১ জন, ট্রান্সজেন্ডার ভোটার সংখ্যা ১।

আরও পড়ুন: চোখের সামনে ৮ মাসের মেয়ের মৃত্যু! ফের বাবা হবেন সারেগামাপা-র সেই কাবো, দ্বিতীয়বার সন্তানের আশা বিধ্বস্ত দম্পতির

কৃষি প্রধান অঞ্চল রাজগঞ্জ বিধানসভায় রয়েছে মোট ভোটার ২ লক্ষ ৫৪ হাজার ৮৯৬ জন, যার মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১ লক্ষ ৩০ হাজার ৬৯৫ জন, মহিলা ভোটার সংখ্যা ১ লক্ষ ২৪ হাজার ১৯৯ জন, ট্রান্সজেন্ডার ভোট দাতা ২ জন।

শিলিগুড়ি শহর লাগোয়া জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের অধীন রয়েছে ডাবগ্রাম ফুলবাড়ী বিধানসভা এই বিধানসভা এলাকায় মোট ভোটার সংখ্যা সব থেকে বেশি ৩ লক্ষ ২০ হাজার ৩৫৪ জন, যার মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১ লক্ষ ৬২ হাজার ৪৭০ জন, মহিলা ভোটার সংখ্যা ১ লক্ষ ৫৭ হাজার ৮৭৭ জন, ট্রান্সজেন্ডার ভোট দাতা ৭ জন।

জলপাইগুড়ি লোকসভা আসনের অধীন ওপর একটি গুরুত্বপুর্ণ বিধানসভা কেন্দ্র হল উপজাতি অধ্যুষিত মাল বিধানসভা কেন্দ্রটি এই বিধানসভার মধ্যেই একদিকে যেমন রয়েছে চা বাগান, পাশপাশি বিশাল বনাঞ্চল নিয়ে বহু বনবস্তি। এই বিধানসভা কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ৬৩ হাজার ৫৮৬ জন, যার মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১ লক্ষ ৩১ হাজার ২৯৩ জন, মহিলা ভোটার সংখ্যা ১ লক্ষ ৩২ হাজার ২৯৩ জন।

এই সাতটি বিধানসভা কেন্দ্র নিয়েই আগামী ১৯ এপ্রিল অনুষ্ঠিত হবে অষ্টাদশ লোকসভা নির্বাচনের প্রথম পর্যায়ের ভোট গ্রহণ। জেলা নির্বাচন অফিস সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, জলপাইগুড়ি লোকসভা আসনের ভোট গ্রহণ করা হবে মোট ২০৩৩টি বুথে। যার মধ্যে ৩০টি বুথ সম্পূর্ণ ভাবেই পরিচালিত হবে মহিলা ভোটকর্মী এবং কেন্দ্রিয় বাহিনী দ্বারা। এছাড়াও জলপাইগুড়ি লোকসভা নির্বাচনের জন্য নির্দিষ্ট কিছু বুথকে পরিবেশ সংরক্ষণ-সহ নানা থিমে সাজিয়ে তোলা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন সংক্রান্ত মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক তথা অতিরিক্ত জেলা শাসক।

LIVE | West Bengal Lok Sabha Election 2024 Phase one Voting in Cooch Behar, Alipurduar and Jalpaiguri

সুরজিৎ দে