কে পি পি সদস্যদের সঙ্গে গোপাল লামা

Lok Sabha Election 2024: লোকসভা ভোটে  দার্জিলিং জেলার তৃণমূল প্রার্থী গোপাল লামার সমর্থনে এবার কেপিপি

শিলিগুড়ি : এবারের লোকসভা ভোটে উত্তরবঙ্গের দার্জিলিং জেলায় তৃণমূল কংগ্রেসকে সমর্থনের কথা ঘোষণা করে দিল কামতাপুর প্রগ্রেসিভ পার্টি (কেপিপি)। শুধু দার্জিলিং নয় বাকি জেলাগুলিতেও কেপিপির সমর্থন থাকবে। শিলিগুড়িতে কামতাপুর প্রগ্রেসিভ পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের এক বৈঠকের পর তৃণমূলকে এই সমর্থনের কথা ঘোষণা করেন কেপিপি’র কেন্দ্রীয় কমিটির সভাপতি অমিত রায়। তিনি কামতাপুরী ভাষা অ্যাকাডেমির চেয়ারম্যান ও কেপিপি’র প্রাক্তন সুপ্রিমো প্রয়াত অতুল রায়ের ছেলে। শুধু সমর্থনই নয়, সংগঠনের এদিনের বৈঠক থেকে দার্জিলিংয়ের তৃণমূল প্রার্থী গোপাল লামার সমর্থনে কেপিপি কর্মী-সমর্থকরা প্রচারও শুরু করে দিয়েছেন। এই সমর্থনকে স্বাগত জানিয়েছে তৃণমূল।

লোকসভা নির্বাচন ২০২৪ | Lok Sabha Election 2024 West Bengal

কেপিপি’র এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী পাপিয়া ঘোষ, লোকসভা ভোটে দার্জিলিং জেলার তৃণমূল প্রার্থী গোপাল লামা-সহ দলের কার্যকর্তারা।বৈঠকের পর তৃণমূল নেতৃত্বকে সঙ্গে নিয়ে কেপিপি মুখপাত্র চন্দন সিং বলেন, “আসন্ন লোকসভা ভোটে আমরা তৃণমূলকে সমর্থন করছি। শিলিগুড়িতে আজ আমাদের কেন্দ্রীয় কার্যালয়ে এ নিয়েই বৈঠক হয়েছে। আসন্ন লোকসভা ভোটে তৃণমূলের সমর্থনে আমাদের কি কি পদক্ষেপ নেওয়া হবে সে বিষয়ে আলোচনা হয়েছে। উত্তরবঙ্গের আটটি জেলাতেই আমরা তৃণমূল প্রার্থীদের সমর্থন করছি।

আরও পড়ুন: কোটি কোটি মহিলার জন্য সুখবর! লক্ষ্মীর ভাণ্ডারের ‘বেশি’ টাকা পাচ্ছেন কারা? বড় খবর দিলেন মমতা! আবেদনের খুঁটিনাটি জানুন দ্রুত

এবারের লোকসভা ভোটে তৃণমূলকে সমর্থন করার প্রসঙ্গে অমিত রায় বলেন, ২০০৯ সাল থেকে বিজেপি আমাদের নানা প্রতিশ্রুতি দিয়েও কিছু করেনি। পৃথক রাজ্য সহ কামতাপুরী জনগোষ্ঠীর মানুষের উন্নয়নে তারা কোনও কাজ করেনি। অন্যদিকে, কামতাপুরী ভাষা অ্যাকাডেমি, কামতাপুরী ভাষার স্বীকৃতি ও স্কুল সহ রাজ্য সরকার আমাদের অনেক দাবিদাওয়া পূরণ করেছে। তাই আমরা এবারের লোকসভা ভোটে তৃণমূলকে সমর্থন করছি।

কেপিপির মুখপাত্র চন্দন সিং জানিয়েছে, তৃণমূলের সমর্থনে দার্জিলিং জেলা তো বটেই উত্তরের বাকি জেলাগুলিতে বাড়ি বাড়ি ছাড়াও সোশ্যাল মিডিয়াতে প্রচার চালাবে তাদের কর্মী-সমর্থকরা। যৌথ প্রচারের জন্য আট জেলায় তৃণমূল প্রার্থীদের আমন্ত্রণও জানানো হবে সংগঠনের তরফ থেকে।কেপিপির এই সমর্থনকে স্বাগত জানিয়েছে তৃণমূল নেতৃত্বও।

দার্জিলিং জেলা তৃণমূল প্রার্থী গোপাল লামা বলেন, লোকসভা ভোটে কেপিপি’র এই সমর্থন আমাদের দলের কাছে ভালো বার্তা। শুধু আমাকে নয় কেপিপি সমর্থন করায় উত্তরবঙ্গের আটটি লোকসভা কেন্দ্রেই আমাদের দলের জয় সুনিশ্চিত। আমাদের দল কেপিপি’র এই সমর্থনকে স্বাগত জানাচ্ছে। এখন দেখার উত্তরবঙ্গে রাজবংশী ভোট এবং পাহাড়বাসীর ভোট তৃণমূল কংগ্রেসের ভাগ্য ফেরাতে পারে কিনা?

অনির্বাণ রায়