মেদিনীপুরের পথে হাঁটলেন মমতা

Lok Sabha Election 2024: মোদির সভার ২৪ ঘণ্টার মধ্যে মেদিনীপুরে রোড শো মমতার

পশ্চিম মেদিনীপুর: রবিবাসরীয় প্রচার সেরেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মেদিনীপুরের খড়্গপুরে তিনি সভা করেন। ঠিক তার ২৪ ঘন্টার মধ্যেই জেলার জেলা সদরে সুবিশাল রোড শো করলেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জুন মালিয়ার সমর্থনে তিনি মেদিনীপুর শহরে রোড শো করেন। হাইভোল্টেজ নেতা-নেত্রীদের প্রচার, পাল্টা প্রচারে সরগরম জেলার রাজনীতি। তবে, যে বেশ টাফ ফাইট হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না।

আরও পড়ুনঃ ভোটের আগে চমক, অধিকারী ‘গড়ে’ তিন পুলিশকর্তাকে সরিয়ে দিল কমিশন

সোমবার বিকেলে প্রার্থী জুন মালিয়াকে সঙ্গে নিয়ে মেদিনীপুর শহরের রাজপথে সুবিশাল সুসজ্জিত পদযাত্রা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত মেদিনীপুর লোকসভা আসনে বিজেপির বিরুদ্ধে প্রার্থী হয়েছেন তৃণমূলের জুন মালিয়া। তিনি মেদিনীপুরের বিধায়ক ছিলেন। এবারে লোকসভা নির্বাচনে তাঁকে প্রার্থী করেছে দল। নাম ঘোষণার পর থেকেই লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং জুন মালিয়া সমর্থনে অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা করেছেন একাধিকবার। তবে, এবার জুন মালিয়ার সমর্থনে মেদিনীপুরে পদযাত্রা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন মেদিনীপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারে আসার কথা থাকলেও আবহাওয়া খারাপ থাকায় তিনি সড়ক পথে আসেন। মেদিনীপুর শহরের গান্ধী মূর্তির পাদদেশ থেকে এই র‍্যালি শুরু হয় যা ওল্ড এলআইসি মোড়, কেরাণীতলা, বটতলা হয়ে গোলকুয়া চকে শেষ হয়। এই র‍্যালিতে পা মেলান দলীয় সমর্থকরা। হাতে সুবিশাল তিরঙ্গা পতাকা নিয়ে পদযাত্রায় হাঁটেন তৃণমূল কর্মী সমর্থকেরা।

হাতেগোনা কয়েকদিন পরেই নির্বাচন। মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকে কার জয় হয় তা বলবে সময়। তবে শেষ মুহূর্তে প্রচারে হেভিওয়েটরা।

রঞ্জন চন্দ