নানুরের গোপডিহিতে চলছে প্রতীকী ভোটদান

Lok Sabha Election 2024: ওদের জন্য এবার আদিবাসীরাও ভোট দেবে

বীরভূম: ঠিক যেন আস্ত একটি ভোটকেন্দ্র। লাইনে দাঁড়িয়ে নকল ইভিএমে ভোট দেওয়া থেকে শুরু করে হুইলচেয়ারে বসে থাকা, বিশেষভাবে সক্ষম ভোটারদের ভোটকেন্দ্রে পৌঁছে দেওয়ার জন্য যাবতীয় ব্যবস্থা তৈরি। এমনকি ব্রেইল পদ্ধতিতে দৃষ্টিহীনরাও নিজের ভোট নিজে দিতে পারবেন। নানুরের নুতনগ্রাম হাইস্কুলের ছাত্রছাত্রীদের সৌজন্যে এমনই এক প্রতীকী ভোটচিত্রের সাক্ষী থাকলেন গোপডিহি আদিবাসীপাড়ার বাসিন্দারা।

আরও পড়ুন: ট্যাঙ্ক ভরে গেলেই নিজে থেকে বন্ধ হয়ে যাবে জলের পাম্প! বাঁকুড়ার দম্পতির দুর্দান্ত আবিষ্কার

নির্বাচন কমিশনের পরিচালনায় গ্রামের মাধ্যমিক শিক্ষাকেন্দ্রে ওই প্রতীকী ভোটকেন্দ্রের আয়োজন করেন নুতনগ্রাম হাইস্কুলের ছাত্রছাত্রী এবং শিক্ষক-শিক্ষিকরা।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

শিক্ষা দফতর ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভোটার তালিকায় নাম নথিভুক্তিকরণ, ভোটদান প্রক্রিয়ায় অংশগ্রহণ সম্পর্কে ছাত্রছাত্রী তথা সার্বিক সচেতনতা বাড়ানোর উদ্দেশ্যে নির্বাচন কমিশনের নির্দেশে প্রতিটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের স্কুলের নবম, দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণির ১২ জন ছাত্রছাত্রীকে নিয়ে নির্বাচনী সাক্ষরতা ক্লাব গঠিত হয়েছে। অন্য ছাত্রছাত্রীদের মধ্যে সমন্বয় সাধনের জন্য ওই ১২ জনের মধ্যে দু’জনকে ‘ক্যাম্পাস অ্যাম্বাস্যাডর’ নির্বাচিত করা হয়েছে। সূত্রের খবর, ছাত্রছাত্রীদের দিয়ে কীভাবে সচেতনতা বৃদ্ধির কাজ করা হবে সে বিষয়ে ওই স্কুলের দু’জন শিক্ষক-শিক্ষিকাকে ব্লক কার্যালয়ে এক দিনের প্রশিক্ষণও দেওয়া হয়। সেই মত তাঁরা সাক্ষরতা ক্লাবের ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ দেন। এবারই প্রথম ভোট দেবেন ওই গ্রামের মলিনা কিস্কু, সনৎ মুর্মুরা। তাঁদের কথায়, ভোট দেওয়া নিয়ে একটা ধোঁয়াশা ছিল। ছাত্রছাত্রীদের সৌজন্যে সেটা কেটে গিয়েছে।

সৌভিক রায়