গরম উপেক্ষা করে সায়ানের প্রচার

Lok Sabha Election 2024: তীব্র দাবদাহকে ‘ডোন্ট কেয়ার’, প্রচারে তমলুক চষে ফেলছেন সিপিআইএম প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায়

তমলুক: তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়েছে। গ্রীষ্মের তীব্র দাবদাহে প্রাণ ওষ্ঠাগত। সবকিছু উপেক্ষা করে ভোটের প্রচারে বিন্দুমাত্র খামতি রাখছেন না বিভিন্ন দলের লোকসভা নির্বাচনের প্রার্থীরা। দক্ষিণবঙ্গ জুড়ে তীব্র তাপপ্রবাহ। পূর্ব মেদিনীপুর জেলায় তাপপ্রবাহের লাল সতর্কতা জারি হয়েছে। সব উপেক্ষা করে টোটো করে প্রচারে জোর দিয়েছেন সিপিআইএমের তমলুক লোকসভা কেন্দ্রের প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায়। ২৫ এপ্রিল বৃহস্পতিবার তমলুক ব্লকের নীলকুন্ঠা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় টোটো নিয়ে প্রচার চালান সায়ন বন্দ্যোপাধ্যায়।

পশ্চিমবঙ্গ লোকসভা নির্বাচন ২০২৪

২৫ মে পঞ্চম দফায় তমলুক লোকসভা কেন্দ্রের ভোটগ্রহণ। ফলে দিন যত এগিয়ে আসছে ততই বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী থেকে নেতাকর্মীদের ব্যস্ততা চোখে পড়ার মত। তীব্র গরমকে উপেক্ষা করেও প্রচারপর্ব জারি রেখেছে প্রার্থীরা। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক লোকসভা কেন্দ্রের এবার রাজ্য রাজনীতিতে হাইপ্রোফাইল লোকসভা কেন্দ্র হয়ে উঠেছে। এই কেন্দ্রে বাম বিজেপি ও শাসক দল তৃণমূল কংগ্রেসের তিন পরিচিত মুখের লড়াই দেখতে মুখিয়ে রয়েছে রাজ্যবাসী। রাজ্যের শাসক দল ও রাজ্যের প্রধান বিরোধী দলের পাশাপাশি এই কেন্দ্রে বাড়তি গুরুত্ব দিয়েছে সিপিআইএম।

এবার লোকসভা নির্বাচনে তমলুক কেন্দ্রের প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকেই তমলুকের মাটি কামড়ে পড়ে রয়েছেন। তমলুক লোকসভা কেন্দ্রের প্রতিটি প্রান্তে প্রচারে জোর দিয়েছেন তিনি। আর তাঁর প্রচারে যুব সমাজের ভালোই সাড়া মিলছে। ভোটের প্রচারে একাধিক পন্থা অবলম্বন করেছেন সায়ন। কোথাও নিজের শ্লোগান তৈরি করা। কোথাও শরীরচর্চায় মন দেওয়ার পাশাপাশি সকাল-সকাল জনসংযোগ। কোথাও আবার ক্রিকেট খেলা কোনও কিছুই বাদ পড়েনি প্রচারে। এবার বামেদের প্রচারে টোটো বাড়তি গুরুত্ব পাচ্ছে গ্রামেগঞ্জে। গ্রাম্য এলাকায় তীব্র দাবদাহ উপেক্ষা করে টোটো করে প্রচার সারছেন সায়ন।

আরও পড়ুনঃ Indian Cricketers Salary: ভারতীয় ক্রিকেটারদের জন্য বড় সুখবর! থাকবে না আইপিএল না খেলার আক্ষেপ, জেনে নিন বিস্তারিত

প্রসঙ্গত তমলুক লোকসভা কেন্দ্রটি এবার লোকসভা নির্বাচনে বাড়তি গুরুত্ব দিয়েছে বামেরা। বর্তমান প্রজন্মের তরুণ মুখের ওপর ভরসা রেখেছে বাম নেতৃত্বরা। ভোটের ফলাফল যাই হোক না কেন, প্রচারে খামতি রাখছে না তমলুক লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী। লোকসভা কেন্দ্রের একাধিক এলাকা চষে বাড়ানোর পাশাপাশি বিভিন্ন উপায়ে তিনি জনসংযোগ ও প্রচার চালাচ্ছেন। শেষ পর্যন্ত ভোটবাক্সে এর কতটা সুফল পায় বামেরা তার জন্য অপেক্ষা করতে হবে ৪ জুন পর্যন্ত।

সৈকত শী