Tag Archives: Voter

Lok Sabha Election 2024: ১৫ বছর বাদে ভোট দিলেন শতায়ু! বাড়িতে বসেই বাজিমাত করলেন বৃদ্ধা

হুগলি: ১৫ বছর পর নিজের বাড়িতে বসেই ভোট দিলেন শতায়ু বৃদ্ধা। ২০০৯ সালে শেষবার ভোট কেন্দ্র গিয়ে ভোট দিয়েছিলেন। তার পর থেকে শারীরিক অবস্থার অবনতির কারণে যেতে পারেননি ভোট দিতে। টানা ভোট না দেওয়ায় নাম বাদ পড়েছিল ভোটার তালিকা থেকে। পরে আবার পরিবারের সদস্যরা ভোটার তালিকায় নাম তোলার ব্যবস্থা করে দেন। ফলে দীর্ঘ দেড় দশক পর ভোট দিলেন ১০১ বছরের বৃদ্ধা প্রিয়বালা কুন্ডু।

লোকসভা নির্বাচন ২০২৪ পঞ্চম দফার ভোট লাইভ

চুঁচুড়া কপিডাঙার বাসিন্দা এই বৃদ্ধা। ২০০৯ সালে লোকসভা ভোটে শেষবার তিনি ভোট দিয়েছিলেন। তার পর অজ্ঞাত কারণে ভোটার তালিকা থেকে তাঁর নাম বাদ পড়ে। ভোটার কার্ড থাকলেও তালিকায় নাম না থাকায় ভোট দিতে পারতেন না। ভোটার তালিকায় নাম তোলার জন্য অনেক চেষ্টা করেন বৃদ্ধার নাতিরা। কিন্তু কোনও কাজ হয়নি। অবশেষে গত ২৫ জানুয়ারী জাতীয় ভোটার দিবসের দিন বিষয়টি জানতে পারেন সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা। তিনি বৃদ্ধার বাড়িতে সরকারি আধিকারীকদের পাঠিয়ে ভোটার তালিকায় নাম তোলার ব্যবস্থা করেন। নতুন এপিক কার্ড হাতে পান বৃদ্ধা প্রিয়বালা কুন্ডু।

আরও পড়ুন: লোকসভা নির্বাচনের মধ্যেই চলছে ২৪ ঘণ্টার বনধ! পড়ল ব্যাপক প্রভাব

৮০ বছরের উর্ধ্বে বয়স এবং শারীরিকভাবে অক্ষম ভোটারদের বাড়িতে গিয়ে ভোট নেওয়ার ব্যবস্থা করেছে। সেইমত আজ বাড়িতে বসেই ভোট দিলেন এই শতায়ু। কেন্দ্রীয় বাহিনী সঙ্গে নিয়ে ভোট কর্মীরা বৃদ্ধার বাড়ি গিয়ে তাঁর ভোট গ্রহণ করেন। দীর্ঘদিন পর ভোট দিতে পেরে যারপরনাই খুশি বৃদ্ধা। এখন কানে একটু কম শোনেন, ভাল হাঁটাচলাও করতে পারেন না। তবে তাঁর ইচ্ছা ছিল শেষ বয়সে একবার ভোট দেবেন। সেই ইচ্ছা পূরণ হল।

বৃদ্ধার নাতি সঞ্জয় কুন্ডু বলেন, ঠাকুমা ভোট দিতে পারতেন না। তালিকায় নাম তুলতে অনেক চেষ্টা করেছি। অবশেষে ঠাকুমা ভোট দিতে পারলেন।ঠাকুমার রেশনও বন্ধ হয়ে গেছে। প্রশাসন ভেবেছিল হয়ত ঠাকুমা মারা গেছেন। উনি যে বে়ঁচে আছেন তা আজ ভোট দিয়ে প্রমাণ করলেন।

রাহী হালদার

Lok Sabha Election 2024: ৯৬ বছরের বৃদ্ধার ইচ্ছেপূরণ ছেলের, সঙ্গী হল নির্বাচন কমিশন

হাওড়া: জীবনের শেষ বয়সে মায়ের ইচ্ছে পুরণ করলেন ছেলে। তাও যে সে ইচ্ছে নয়, তা ছিল বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ হওয়ার বাসনা। বাড়িতে বসেই সেই ইচ্ছে পূরণ হল হাওড়ার ৯৬ বছর বয়সী বৃদ্ধা ভগবতী দেবী শর্মার।

বয়সের ভারে নুয়ে পড়া শরীর। পরের লোকসভা নির্বাচন যখন হবে বেঁচে থাকলে বয়স শতকের গণ্ডি পেরিয়ে যাবে। কিন্তু সেই আশায় না থেকে শেষ নির্বাচন ধরে নিয়ে এবারই ভোট দেওয়ার জন্য উদগ্রীব ছিলেন বৃদ্ধা ভগবতী দেবী। তবে শরীরের যা অবস্থা তাতে ভোটকেন্দ্র পর্যন্ত যাওয়াটা অসম্ভব ছিল তাঁর পক্ষে। এই পরিস্থিতিতে শতবর্ষ ছুঁই ছুঁই মায়ের ইচ্ছে পূরণে এগিয়ে আসেন ছেলে। নির্বাচন কমিশনের কাছে বাড়িতে ভোট দেওয়ার ব্যবস্থা করার জন্য আবেদন জানান।

আরও পড়ুন: সহজে দেখা মেলে না এই পাখির, সন্ধান পেতেই বর্ধমানের গ্রামে ছুটে আসছে সবাই

সেই মত নিয়ম অনুযায়ী নির্বাচন কমিশন ৯৬ বছরের বৃদ্ধার ভোটগ্রহণ করল তাঁর বাড়িতে গিয়ে। এদিন নির্বাচন কমিশনের কর্মীরা হাওড়ার গোপালচন্দ্র মুখার্জী লেনে ওই বৃদ্ধার বাড়িতে হাজির হন। এরপর নির্বাচন কমিশনের দেওয়া পোস্টাল ব্যালটে রায়দান করেন তিনি। এই প্রসঙ্গে বৃদ্ধার ছেলে অশোক শর্মা বলেন, মায়ের বয়স হয়েছে। তাঁর ইচ্ছা ছিল এই নির্বাচনে ভোট দেওয়ার। মায়ের এই ইচ্ছা পূরণ করতেই নির্বাচন কমিশনের কাছে আবেদন করা হয়। আবেদনের ভিত্তিতেই নির্বাচন কমিশন থেকে কেন্দ্রীয় বাহিনী সহ ছ’ জনের একটি দল এসে মায়ের ভোট নিয়েছে। মায়ের শেষ বয়সে ভোট দেওয়ার ইচ্ছে পূরণ হওয়ায় খুশি সকলে।

রাকেশ মাইতি

Lok Sabha Election 2024: প্রথমবারেই দেশের প্রধানমন্ত্রী নির্বাচনে রায়দান, উৎসাহ তুঙ্গে নতুন ভোটারদের

হাওড়া: প্রথমবার ভোট দিচ্ছেন, আর তাতেই কে হবে দেশের প্রধানমন্ত্রী, কারা পাঁচ বছরের জন্য দেশের দায়িত্ব সামলাবে তা নির্ধারণে অংশগ্রহণের সুযোগ এসে গিয়েছে। ফলে সেটা নিয়ে বেশ উৎসাহিত নতুন ভোটাররা।

দেশের সুরক্ষা, উন্নয়ন ও প্রগতির দায়িত্ব কাদের হাতে থাকবে তা ঠিক করে আমজনতা। গণতান্ত্রিক এ দেশে সাধারণ মানুষ ভোট দানের মাধ্যমে তাঁদের মতামত পোষণ করেন। এভাবেই পঞ্চায়েত পুরসভার স্তর থেকে রাজ্য পেরিয়ে দেশের প্রধানমন্ত্রী নির্বাচনে অংশ নেয় সাধারণ মানুষ। জীবনে প্রথমবার ভোট দিতে যাবার আগে দারুন উৎসাহিত নতুন ভোটাররা। দেশের নাগরিক হিসাবে ভোটদানের অধিকার পেতে যেকোনও ব্যাক্তির প্রাপ্তবয়স্ক অর্থাৎ ১৮ বছর হওয়া প্রয়োজন। ভোট গ্রহণ কেন্দ্রে দেখা যায় বড়দের হাত ধরে খুদেরাও ভোটগ্রহণ কেন্দ্রে হাজির হন। এভাবেই শৈশব থেকে দীর্ঘ সময় ধরে ভোটের অভিজ্ঞতা সঞ্চয় হয়। তারপর ১৮ বছর বয়স হলে সেই অভিজ্ঞতার ভিত্তিতে নিজেদের মতদান করে থাকেন।

আরও পড়ুন: জীবনের কথা বলবে নাচ, সারহুল উৎসবে মেতেছে ডুয়ার্স

মাঝে তরুণ প্রজন্ম কিছুটা হলেও রাজনীতি বিমুখ হয়ে উঠেছিল। অষ্টাদশ লোকসভা নির্বাচনে ভোটদান নিয়ে এবার ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গিয়েছে নতুন ভোটারদের মধ্যে। প্রথমবার ভোট দিতে যাওয়া, ইভিএম মেশিনের সঙ্গে প্রথম সাক্ষাৎ এগুলো নিয়ে তারা বেশ উত্তেজিত। পাশাপাশি যে কটা দফার ভোট হয়ে গেছে তাতে দেখা গিয়েছে দেশ গড়ার আলোচনায় মশগুল তরুণ প্রজন্ম। যে তিন দফার নির্বাচন বাকি আছে সেখানকার ভোটাররাও কাকে ভোট দিলে দেশের মঙ্গল হবে সেই নিয়ে প্রতিনিয়ত আলাপ-আলোচনা করছেন। সেই তালিকায় আছে হাওড়াও

রাকেশ মাইতি

Lok Sabha Election 2024: দল বেঁধে বিশেষ চাহিদা সম্পন্নদের ভোট, অধীর ‘তালুকে’ নজির

বহরমপুর লোকসভার অন্তর্গত কান্দি পুরসভার ৯ নম্বর ওয়ার্ডে অবস্থিত অলকেন্দু বোধ নিকেতন। এখানে থাকেন বিশেষ চাহিদা সম্পন্ন ৩৬ জন আবাসিক। তাঁদের মধ্যে অনেকেই মানসিক প্রতিবন্ধী।
বহরমপুর লোকসভার অন্তর্গত কান্দি পুরসভার ৯ নম্বর ওয়ার্ডে অবস্থিত অলকেন্দু বোধ নিকেতন। এখানে থাকেন বিশেষ চাহিদা সম্পন্ন ৩৬ জন আবাসিক। তাঁদের মধ্যে অনেকেই মানসিক প্রতিবন্ধী।
এই আবাসিকরা বিশেষ চাহিদা সম্পন্ন হলেও গণতান্ত্রিক অধিকার প্রয়োগের বিষয়ে তাদের উৎসাহ যথেষ্ট। সোমবার নিয়ম মেনে সেই গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন তারা।
এই আবাসিকরা বিশেষ চাহিদা সম্পন্ন হলেও গণতান্ত্রিক অধিকার প্রয়োগের বিষয়ে তাদের উৎসাহ যথেষ্ট। সোমবার নিয়ম মেনে সেই গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন তারা।
নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসন বিশেষ উদ্যোগ গ্রহণ করে এবছর। বিশেষ চাহিদা সম্পন্ন আবাসিকদের আগেই ভোটার কার্ড দেওয়া হয়েছে। সোমবার ১৬জন বিশেষ চাহিদা সম্পন্ন গনতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন। নিজেদের গনতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পেরে খুশি প্রকাশ করেছেন।
নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসন বিশেষ উদ্যোগ গ্রহণ করে এবছর। বিশেষ চাহিদা সম্পন্ন আবাসিকদের আগেই ভোটার কার্ড দেওয়া হয়েছে। সোমবার ১৬জন বিশেষ চাহিদা সম্পন্ন গনতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন। নিজেদের গনতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পেরে খুশি প্রকাশ করেছেন।
সোমবার রাজ্যের ৮ টি লোকসভা আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়, তার মধ্যে অন্যতম বহরমপুর।
সোমবার রাজ্যের ৮ টি লোকসভা আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়, তার মধ্যে অন্যতম বহরমপুর।
নিশ্চিদ্র নিরাপত্তা মধ্যে দিয়ে নির্বাচন হলেও, এই বিশেষ চাহিদা সম্পন্ন ব্যাক্তিদের গনতান্ত্রিক অধিকার প্রয়োগ এক দৃষ্টান্ত স্থাপন করেছে।
নিশ্চিদ্র নিরাপত্তা মধ্যে দিয়ে নির্বাচন হলেও, এই বিশেষ চাহিদা সম্পন্ন ব্যাক্তিদের গনতান্ত্রিক অধিকার প্রয়োগ এক দৃষ্টান্ত স্থাপন করেছে।

Lok Sabha Election 2024: ব্যাপক উৎসাহ নতুন ভোটারদের, সোশ্যাল মিডিয়া ভরল প্রথমবার ভোট দানের ছবিতে

পশ্চিম বর্ধমান: সোমবার ছিল চতুর্থ দফার ভোটগ্রহণ। এদিন সকাল থেকেই ভোটারদের লাইন দেখা গিয়েছে আসানসোলের বিভিন্ন বুথে। ভোটদানের হারও বেশ ভাল বলে প্রশাসন সূত্রে খবর। দু-একটি বিক্ষিপ্ত ঘটনা বাদ দিলে আসানসোলে নির্বাচন মোটের উপর শান্তিপূর্ণভাবেই হয়েছে। যদিও আসানসোল লোকসভার অন্তর্গত পাণ্ডবেশ্বর বিধানসভা এলাকায় বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে ঘিরে উত্তেজনা ছড়ায় তবে সবচেয়ে লক্ষণীয় ছিল নতুন ভোটারদের। তবে সবচেয়ে লক্ষ্যনীয় ছিল নতুন ভোটারদের প্রথমবারের ভোটদানের উৎসাহ।

এদিন সকাল থেকেই প্রথমবারের ভোটারদের ভিড় নজরে পড়েছে বিভিন্ন বুথে। এতদিন তারা ভোট সম্পর্কে শুনেছেন। কিন্তু এ বছর তারা প্রথমবার ভোট দিয়েছেন। ভোট দেওয়ার আগে কিছুটা ভয় ছিল, ভীতি ছিল, সেই সঙ্গে ছিল প্রবল কৌতুহল। তবে ভোটদান শেষে ব্যাপক উৎসাহ নিয়ে তারা বুথ থেকে বেরিয়ে এসেছে। নতুন ভোটারদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ভোট কর্মী থেকে শুরু করে রাজনৈতিক দলের পোলিং এজেন্ট, এমনকি ভিন রাজ্য থেকে আসা নিরাপত্তারক্ষীরাও।

আরও পড়ুন: বীরভূমের বুথে শিশুর মাতৃদুগ্ধ পানের পৃথক ব্যবস্থা, ভোটে সাবালক হল প্রশাসন

এই সহযোগিতার ফলে প্রথমবারের ভোটাররা নির্বিঘ্নে নিজেদের ভোট দিতে পেরেছেন। উল্লেখ্য, এবারে পশ্চিম বর্ধমান জেলায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে নতুন ভোটের সংখ্যা। আর সেই ভোটারদের মধ্যেই নির্বাচনকে কেন্দ্র করে অন্য ছবি ধরা পড়ল। ভোট দানের পর প্রথমবারের বহু ভোটারকে আঙুলে কালি লাগানো ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে দেখা যায়।

নয়ন ঘোষ

Lok Sabha Election 2024: এই গ্রামে জীবনের ঝুঁকি নিয়ে ভোট দিতে যেতে হয়

পূর্ব বর্ধমান: এই বাংলায় ভোটকে উৎসবের সঙ্গে তুলনা করা হয়। নির্বাচনের দিন আর পাঁচটা জায়গার থেকে সম্পূর্ণ আলাদা ছবি থাকে বাংলায়। সর্বত্র যেন সাজো সাজো রব। কিন্তু পূর্ব বর্ধমানের চরবিষ্ণুপুর গ্রামের বাসিন্দাদের কাছে বিষয়টা সম্পূর্ণ অন্যরকম। বরং প্রাণের ঝুঁকি নিয়ে প্রতিটা নির্বাচনেই ভোট দিতে চান তাঁরা।

বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে এই চরবিষ্ণুপুর। কাটোয়া-২ ব্লকের এটি একটি গ্রাম। তবে এই গ্রামটির একটি বিশেষ বৈশিষ্ট্য আছে। এই গ্রামের মাঝ দিয়ে বয়ে গেছে ভাগীরথী নদী। ফলে দুই ভাগে ভাগ হয়ে গেছে গ্রামটি। ভাগীরথী নদীর দুই পাড়ে একই গ্রাম অবস্থিত। ফলে চরবিষ্ণুপুর গ্রামের ভাগীরথীর এক পাড়ের বাসিন্দাদের ভোটের দিন জীবনের ঝুঁকি নিয়ে নদী পেরিয়ে অন্য পাড়ে গিয়ে ভোট দিতে হয়।

আরও পড়ুন: সাত সকালেই স্বস্তির নিঃশ্বাস, ঘুম থেকে উঠেই খুশির খবর

সোমবার এই কেন্দ্রে ভোট গ্রহণ হচ্ছে। ফলে যথারীতি এদিন সকাল থেকে নৌকা করে ভোট দিতে যাচ্ছে চরবিষ্ণুপুরের মানুষ। তবে শুধু চরবিষ্ণুপুর নয়, কালিকাপুর গ্রামের বেশ কিছু বাসিন্দাদেরও নদীর ওপারে ভোট দিতে যেতে হয়। গত কয়েক বছর ধরে এভাবেই ভোট দিয়ে আসছে কাটোয়া-২ ব্লকের চরবিষ্ণুপুর , কালিকাপুর গ্রামের বাসিন্দারা। এই বিষয়ে চরবিষ্ণুপুর এবং কালিকাপুর গ্রামের সুতপা সরকার, শঙ্কর চৌধুরীরা বলেন, নদী ভাঙনের কারণে গ্রাম বিভক্ত হওয়ার পর থেকে এভাবেই চলে আসছে। ফলে ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয় ভোট দিতে যাওয়ার জন্য সেই ঝুঁকি নিতে হয় গ্রামের মানুষকে।

বনোয়ারীলাল চৌধুরী

Lok Sabha Election 2024: কোনও বুথে শুধুই গোলাপি রঙের ছড়াছড়ি, কোনও বুথে সবুজের থিম! দুর্গাপুরে ভোট যেন উৎসব

আজ চতুর্থ দফার নির্বাচন। ভোট হচ্ছে রাজ্যের ৮ টি কেন্দ্রে। যার মধ্যে রয়েছে আসানসোল এবং বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্র দুটি।
আজ চতুর্থ দফার নির্বাচন। ভোট হচ্ছে রাজ্যের ৮ টি কেন্দ্রে। যার মধ্যে রয়েছে আসানসোল এবং বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্র দুটি।
ভোটপর্বকে কেন্দ্র করে উৎসবের মেজাজে গোটা পশ্চিম বর্ধমান জেলা। ভোটগ্রহণ কেন্দ্র অর্থাৎ বুথগুলিকে সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে।
ভোটপর্বকে কেন্দ্র করে উৎসবের মেজাজে গোটা পশ্চিম বর্ধমান জেলা। ভোটগ্রহণ কেন্দ্র অর্থাৎ বুথগুলিকে সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে।
বর্ধমান-দুর্গাপুর লোকসভার অন্তর্গত দুর্গাপুরে রয়েছে ৯ টি মহিলা পরিচালিত বুথ। এই বুথগুলোর যাবতীয় দায়িত্বে আছেন মহিলা ভোট কর্মীরা। মহিলা পরিচালিত বুথগুলিকে সাজিয়ে তোলা হয়েছে গোলাপি রঙে।
বর্ধমান-দুর্গাপুর লোকসভার অন্তর্গত দুর্গাপুরে রয়েছে ৯ টি মহিলা পরিচালিত বুথ। এই বুথগুলোর যাবতীয় দায়িত্বে আছেন মহিলা ভোট কর্মীরা। মহিলা পরিচালিত বুথগুলিকে সাজিয়ে তোলা হয়েছে গোলাপি রঙে।
আবার, দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয় অথবা নবদিগন্ত কমিউনিটি হলের মত ভোটগ্রহণ কেন্দ্রগুলিকে সাজিয়ে তোলা হয়েছে অন্যভাবে। সবলিমিয়ে নির্বাচনকে কেন্দ্র করে উৎসবের মত সেজে উঠেছে জেলা।
আবার, দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয় অথবা নবদিগন্ত কমিউনিটি হলের মত ভোটগ্রহণ কেন্দ্রগুলিকে সাজিয়ে তোলা হয়েছে অন্যভাবে। সবলিমিয়ে নির্বাচনকে কেন্দ্র করে উৎসবের মত সেজে উঠেছে জেলা।
এছাড়াও দুর্গাপুর গার্লস হাইস্কুল অর্থাৎ ২৪৯, ২৫০,২৫১ নম্বর বুথ সাজানো হয়েছে অন্য ভাবনায়। এই বুথ সাজানোর ক্ষেত্রে রয়েছে সবুজের ছোঁয়া।
এছাড়াও দুর্গাপুর গার্লস হাইস্কুল অর্থাৎ ২৪৯, ২৫০,২৫১ নম্বর বুথ সাজানো হয়েছে অন্য ভাবনায়। এই বুথ সাজানোর ক্ষেত্রে রয়েছে সবুজের ছোঁয়া।

Lok Sabha Election 2024: যোগ্যতা অনুযায়ী চাই কর্মসংস্থান! আর কী কী দাবি নতুন ভোটারদের?

পশ্চিম মেদিনীপুর: হাতেগোনা কয়েকদিন পরেই লোকসভা নির্বাচন। পক্ষ-প্রতিপক্ষ, প্রচার-পাল্টা প্রচার মিলিয়ে বেশ জমজমাট রাজ্য-রাজনীতি। সাধারণ মানুষের ভোটে জিতে কোনও একটি রাজনৈতিক দলের প্রতিনিধি সংসদে গিয়ে মানুষের হয়ে সাওয়াল করবেন। তুলে ধরবেন তার লোকসভা এলাকার নানান সমস্যার কথা। তবে নির্বাচনে ভোটার তালিকায় রয়েছে যুবরাও। যারা প্রায় ছাত্র এবং নতুন ভোটার।

স্বাভাবিকভাবে লোকসভা নির্বাচনের আগে শিক্ষাক্ষেত্রে উন্নতির দাবি জানিয়েছেন সকলে। ১৮ বছর অতিক্রম হলেই বেশিরভাগ ছেলেমেয়ে কলেজে ভর্তি হয়। সেক্ষেত্রে তাদের উপর চাপে সাংসারিক দায়বদ্ধতা এবং নিজের পড়াশোনার উন্নতি। স্বাভাবিকভাবে লোকসভা নির্বাচনের আগে যুব প্রজন্মের দাবি, পড়াশোনা চালিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন পর্যাপ্ত বৃত্তি, যাতে পড়াশোনাটা স্বপ্ন না হয়ে বাস্তব রূপ পায়।

আরও পড়ুন-  অসহ্য নরকযন্ত্রণা! বিছানা ছেড়ে উঠতেই পারতেন না…! দিনে ৩০টি করে ওষুধ খেতেন এই নায়িকা, মনে হয়েছিল জীবনটাই শেষ, তারপর…

এছাড়াও বর্তমান দিনে প্রতিটি ব্লকে রয়েছে একটি করে কলেজ এবং গ্রাম কিংবা শহরে রয়েছে বিদ্যালয়ও। প্রাথমিকভাবে পড়াশোনার পরিকাঠামো থাকলেও বিভিন্ন বৃত্তিমূলক পড়াশোনাবা উচ্চতর পড়াশোনার ক্ষেত্রে যাতায়াত ব্যবস্থা সুগমের দাবি জানিয়েছেন সকলে। কেউ দ্বিতীয়বার, কেউ আবার প্রথমবার ভোট দেবে। স্বাভাবিকভাবে ভোটের নানা গল্প শুনেছে তারা কিন্তু বাস্তবে তাদের কাছে বেশ রোমাঞ্চকর ভোট দান।

আরও পড়ুন-     শৈশবে চরম কষ্ট, বাবা দেননি মেয়ের মর্যাদা, পড়াশোনা ছেড়ে চলচ্চিত্রে এসেই বলিউডের এভারগ্রীন তিনি, বলুন তো মায়ের কোলে ‘এই’ শিশুটি কে?

তবে ভোট দেওয়ার পরে প্রতিটি মানুষেরই দাবি থাকে। নতুন ভোটার বা যুব প্রজন্মের মূল দাবি শিক্ষা ক্ষেত্রে উন্নতি এবং কর্মসংস্থান। ছাত্রী তথা নতুন ভোটার ভাস্বতি সাহু, তপতী শী রা বলেন, নতুন ভোটার যারা হয় তারা মূলত হয় শিক্ষার্থী তাই শিক্ষা ক্ষেত্রে উন্নতি এবং কর্মসংস্থান প্রয়োজন। তবে এই দাবি কতটা সফল হয় তার আশায় সকলে।

রঞ্জন চন্দ

Lok Sabha Election 2024: ভোট দিতে এসে বুথের এখানে ভিড় করছে সবাই, সেলফি তোলার হিড়িক

ভোট দিতে এসে সেলফিতে মেতে উঠলেন নতুন ভোটাররা
ভোট দিতে এসে সেলফিতে মেতে উঠলেন নতুন ভোটাররা
নির্বাচন কমিশনের তরফে নতুন ভোটারদের উৎসাহ দিতে সেলফি পয়েন্ট
নির্বাচন কমিশনের তরফে নতুন ভোটারদের উৎসাহ দিতে সেলফি পয়েন্ট
শিলিগুড়িতে বয়েজ হাইস্কুলে মডেল পিঙ্ক বুথ তৈরি হয়েছে
শিলিগুড়িতে বয়েজ হাইস্কুলে মডেল পিঙ্ক বুথ তৈরি হয়েছে
ভোট কেন্দ্রের গেটটি সাজিয়ে তোলা হয়েছিল বেলুন দিয়ে
ভোট কেন্দ্রের গেটটি সাজিয়ে তোলা হয়েছিল বেলুন দিয়ে
ভোট দেওয়ার পর কমবয়সীরা এই সেলফি পয়েন্টে এসে সেলফি নিচ্ছে
ভোট দেওয়ার পর কম বয়সীরা এই সেলফি পয়েন্টে এসে সেলফি নিচ্ছে

Lok Sabha Election 2024: নতুন ভোটারদের বুথমুখী করতে কমিশনের উদ্যোগ

দক্ষিণ দিনাজপুর: জেলার নতুন ভোটারদের উৎসাহিত করতে বিশেষ উদ্যোগ নির্বাচন কমিশনের। অষ্টাদশ লোকসভা ভোট উপলক্ষে দক্ষিণ দিনাজপুর জেলাজুড়ে ইলেক্টোরাল লিটারেসি ক্লাব ও জেলা প্রশাসনের এই যৌথ উদ্যোগে সামিল হয়েছে কলেজ পড়ুয়ারাও।

জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ দিনাজপুর জেলায় মোট নতুন ভোটারের সংখ্যা ২৩ হাজার ৭৯০ জন। সকলের বয়সই ১৮-১৯ বছরের মধ্যে। ফলে এই বিপুল পরিমাণ যুব ভোটারদের কাছে টানতে মরিয়া সব রাজনৈতিক দল। এদিকে গণতান্ত্রিক অধিকার ভোটদান প্রক্রিয়া থেকে এই নতুন ভোটাররা যাতে বিরত না থাকে তার জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন ভোটারদের কেন ভোটদান করা উচিত, কিংবা ভোটদান কীভাবে করতে হয় এই সমস্ত বিষয়গুলো তুলে ধরা হচ্ছে নতুন ভোটারদের সামনে।

আর‌ও পড়ুন: মা-ঠাকুমাকে ফেলে বাড়ি বিক্রি গুণধর নাতির, পাঁচিল টপকে যাতায়াত তিন বৃদ্ধার

পাশাপাশি নতুন ভোটাররা শুধুমাত্র নিজের ভোটদান নয়, পরিবার সহ বাড়ির আশপাশের প্রতিবেশীদেরও যাতে ভোটদানের বিষয়ে উৎসাহিত করে সেই দিকেও আলোকপাত করা হয়েছে। ভোটদান সংক্রান্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলাশাসক বিজিন কৃষ্ণা। তাঁর সঙ্গে হাজির ছিলেন অতিরিক্ত জেলাশাসক হার্স রশিদ, বালুরঘাটের বিডিও, বালুরঘাট মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ বিমান চক্রবর্তী সহ অন্যান্য আধিকারিকরা। জেলাশাসক তাঁর বক্তব্যে বলেন, ভোটার লিস্টের নাম তোলা থেকে শুরু করে অন্যান্য পরিবর্তন বা সংযোজনের জন্য এখন থেকে মোবাইল অ্যাপ ব্যবহার করেই যে কোন‌ও ভোটার তাঁর প্রয়োজনীয় কাজ সেরে নিতে পারবেন। জেলা নির্বাচন দফতর সূত্রে জানা গিয়েছে, এবারের লোকসভা ভোটে জেলায় মোট ভোটারের সংখ্যা ১৫ লক্ষ ৬১ হাজার ৯৬৬ জন।

সুস্মিতা গোস্বামী