দেওয়াল লিখন মুছছে বাম কর্মীরা

Jalpaiguri News: দৃশ্য দূষণ রোধে বড় উদ্যোগ বামেদের! ভোট মিটতেই দেওয়াল লিখন মুছতে ময়দানে কর্মীরা

জলপাইগুড়ি: সদ্য লোকসভার প্রথম দফার ভোট সম্পন্ন হয়েছে উত্তরের জলপাইগুড়িতে। জলপাইগুড়িতে নির্বাচন শেষ হয়েছে গত শুক্রবার। আগামী কাল রয়েছে দ্বিতীয় দফার ভোট গ্রহণ অন্যান্য জেলায়, অন্যান্য কেন্দ্রে। ভোট যুদ্ধে জয় পরাজয় যেটাই হোক, দৃশ্য দূষণ প্রতিরোধ লড়াইয়ে এগিয়ে সিপিআইএম। অন্য রাজনৈতিক দলের আগেভাগেই দেওয়াল লিখনমোছার কাজ শুরু করেছে বাম।

শহরের মধ্যভাগে রয়েছে ৬ নম্বর ওয়ার্ড। ৬ নম্বর ওয়ার্ড জুড়ে রয়েছে সিপিআইএম সদর পূর্ব এরিয়া কমিটির দফতর, জেলা দফতর, ডিভিসি রোড, বেগুনটারী, কামারপাড়া, কদমতলার একাংশ এলাকা। জাতীয় কংগ্রেস সমর্থিত বাম প্রার্থী দেবরাজ বর্মনের উদ্যোগে দেওয়াল মোছার কাজ শুরু হল ইতিমধ্যেই।

আরও পড়ুন-    শৈশবে চরম কষ্ট, বাবা দেননি মেয়ের মর্যাদা, পড়াশোনা ছেড়ে চলচ্চিত্রে এসেই বলিউডের এভারগ্রীন তিনি, বলুন তো মায়ের কোলে ‘এই’ শিশুটি কে?

জলপাইগুড়ি শহরের ৬ নম্বর ওয়ার্ডের অন্তর্গত বিভিন্ন এলাকায় বাম প্রার্থীর প্রচারে লেখা দেওয়াল মোছার কাজ শুরু করে ইতিমধ্যেই প্রার্থীর সমর্থনে লেখা ২৫টি দেওয়াল লিখন মোছা হল বাম কর্মীদের উদ্যোগে। তার সঙ্গে প্রার্থীর সমর্থনে এলাকায় সমস্ত ফ্ল্যাগ, ফেস্টুনও খুলে ফেলা হয়েছে। দ্রুত উদ্যোগ নিয়ে দেওয়াল মোছার এই কর্মসূচীর নেতৃত্বে ছিলেন শুভেন্দু সাহা, শান্তশ্রী রায়, মহম্মদ মালেক ও ছাত্র-যুব কর্মীবৃন্দ।

যদিও এখনও শহরের অনেক জায়গায় অন্যান্য রাজনৈতিক দলের প্রচার রয়ে গিয়েছে একই ভাবে।দৃশ্য দূষণ সম্পর্কে সচেতন থেকে ভোট শেষ হওয়া মাত্রই এত দ্রুত দেওয়াল লেখনী মোছা এবং শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার এমন উদ্যোগে খুশি জলপাইগুড়ির সাধারণ মানুষ। ভোট শেষ হয়েছে প্রায় এক সপ্তাহ, তারপরেও যেভাবে দেওয়াল লেখনী, পতাকা, ফেস্টুন… শহরের নানা জায়গা জুড়ে করে রয়েছে তা আসলেই দৃশ্য দূষণ ঘটায়। বাম সদস্যদের এমন উদ্যোগকে প্রশংসা করেছে অনেকেই। বাকি রাজনৈতিক দলের হুঁশ কবে ফেরে সেটাই এখন দেখার।

সুরজিৎ দে