বাংলা ওড়িশা সীমান্ত 

Lok Sabha Election 2024: হাসপাতাল থেকে রাস্তাঘাট উন্নয়ন, আর কী কী দাবি বাংলা-ওড়িশা সীমান্তবাসীদের?

পশ্চিম মেদিনীপুর: পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য ওড়িশা। বাংলা ওড়িশার সীমান্তবর্তী এলাকা পশ্চিম মেদিনীপুরের দাঁতন। দাঁতনের সীমান্ত সংলগ্ন এলাকায় রয়েছে সোনাকোনিয়া, বাইপাটনা, সোলপাট্টা-সহ একাধিক গ্রাম। সকাল থেকে সন্ধ্যা নানাবিধ কাজের জন্য ভরসা করতে হয় একে অপরের উপর।

LIVE | লোকসভা নির্বাচন ২০২৪ প্রথম দফার ভোট

ওপ্রান্তের মানুষ এপ্রান্তে এসে ব্যবসা-বাণিজ্য করে। আবার কখনও এ প্রান্তের মানুষকে চিকিৎসা বা অন্যান্য কোনও কারণে যেতে হয় ওই প্রান্তে। স্বাভাবিকভাবে দুই রাজ্যের মেলবন্ধন এই সীমান্ত সংলগ্ন এলাকায় স্পষ্ট।। তবে সামনেই নির্বাচন, কী কী দাবি রয়েছে আন্তঃ রাজ্য সীমান্তের মানুষের।

সামনেই লোকসভা নির্বাচন। পশ্চিম মেদিনীপুর জেলাতেও নির্বাচনের প্রহর গোনা শুরু করেছে সব রাজনৈতিক দলের সদস্যরা। দাঁতন মূল শহর থেকে সীমান্তের দূরত্ব প্রায় ১৫ কিলোমিটার। লোকসভা নির্বাচনের উৎসবে মেতে উঠবেন আন্তঃ রাজ্য সীমান্তের মানুষ।

আরও পড়ুন: এই বছরই প্রথম ভোট? কীভাবে দিতে হয়? সহজে শিখে নিন মুঠোফোনেই, চালু বিশেষ অ‍্যাপ

কিন্তু কী কী দাবি রয়েছে তাদের?  লোকসভা নির্বাচনের দিন ও প্রার্থীপদ ঘোষণার পর বিভিন্ন জায়গায় রাজনৈতিক প্রচার সভা-সমাবেশের পাশাপাশি বাংলা ওড়িশা সীমান্ত এলাকায়ও প্রচার শুরু করছে সব রাজনৈতিক দল।

এই এলাকায় গড়ে উঠুক হাসপাতাল। যার ফলে ১৫ কিলোমিটার দূরে গিয়ে রাত বিরেতে ডাক্তার দেখানো থেকে রেহাই পাবেন সাধারণ মানুষ, দাবি স্থানীয়দের। দুই রাজ্যের সংযোগস্থলে থাকার কারণে দুই রাজ্যের উন্নতি, অনুন্নয়ন সবই স্বচক্ষে দেখতে পান তারা।

স্বাভাবিকভাবেই বিভিন্ন ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হয়। স্থানীয় এলাকায় কর্মসংস্থান, বিদ্যালয় থেকে রাস্তাঘাটের উন্নতি চাইছেন সীমান্তের মানুষ। উন্নততর চিকিৎসার জন্য মেদিনীপুর যাওয়া দুঃসাধ্য তাই তারা ভরসা করেন ওড়িশার উপর। স্থানীয় এলাকায় উন্নত হাসপাতাল নির্মাণের দাবি জানিয়েছেন তারা।

বাংলা ওড়িশা সীমান্ত এলাকায় রয়েছে ইটের ভাটা, তবে স্থানীয় এলাকায় শিল্পের উন্নতি এবং কর্মসংস্থানের দাবি জানিয়েছে শিক্ষিত যুব প্রজন্ম। সীমান্ত এলাকা থেকে জেলা সদরের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা ও এতটা উন্নত নয়। যোগাযোগের মাধ্যম স্বাভাবিক করার দাবি জানিয়েছেন সাধারণ মানুষ।

রঞ্জন চন্দ