প্রতীকী চিত্র

Elections: বাংলার মধ্যেই এ এক অদ্ভূত জায়গা! মানুষজনের কথা শুনলে অবাক হয়ে যাবেন

কোচবিহার: উত্তরবঙ্গের প্রান্তিক জেলা কোচবিহার। আর এই জেলার দিনহাটা মহকুমা এলাকার বেশ অনেকটা অংশ রয়েছে ভারত-বাংলাদেশ সীমান্ত। আর পাঁচটা এলাকার মতএই এলাকার পরিস্থিতি একই রকম হয় না। সীমান্ত এলাকাগুলিতে থাকে বিএসএফের কড়া নজরদারি। এছাড়াও পুলিশ প্রশাসনের থাকে বাড়তি সক্রিয়তা। তবুও নির্বাচন আসলেই গোটা এলাকায় একটা উৎসবের আমেজ চোখে পড়ে। নির্বাচনের দিনে স্বতঃস্ফূর্তভাবে সাধারণ মানুষ ভোট দান প্রক্রিয়ায় অংশগ্রহণ করেন। তবে বিগত বছরগুলিতে কিছু উন্নয়ন কী হয়েছে এলাকায়? কি বলছেন সাধারণ মানুষ? এই বিষয়গুলি জানতেই আমরা কথা বলেছি এলাকার বেশ কিছু সাধারণ মানুষের সঙ্গে।

সীমান্ত এলাকার বাসিন্দা সিন্টু বর্মন জানান, সাধারণভাবে এলাকায় খুব একটা সমস্যা দেখতে পাওয়া যায় না। তবে উন্নয়ন বলতে এলাকায় রাস্তাঘাট কিংবা জলের সমস্যার সমাধান কিছুই হয়নি। ভোট প্রচারে এলাকায় প্রার্থীরা আসলেও। এলাকার উন্নয়নের বিষয়ে কোনো রকম কথাবার্তা বলছেন না। এছাড়া সীমান্তের বেশ কিছু সমস্যা তো রয়ে গিয়েছে। এই বিষয়গুলি আদতে কবে সমাধান হবে তা জানা নেই কারও।” সীমান্ত এলাকার আরেক বাসিন্দা দিলীপ বর্মন জানান, “এলাকায় উন্নয়ন হয়েছে। তবে তা শুধুই রাস্তা। পানীয় জল কিংবা সীমান্তের সমস্যা সমাধানে প্রশাসনের উদ্যোগ দেখা যায়নি। দীর্ঘ সময় পরেও সমস্যা সমস্যায় রয়ে গিয়েছে। তবে বিএসএফ সাধারণ মানুষের জন্য সমস্যা নয়। যারা সমাজ বিরোধী কিংবা চোরাচালানকারী তাদের জন্যই বিএসএফ চিন্তার কারণ।”

আরও পড়ুন: আসানসোলে প্রার্থী বদলে দিল বিজেপি, ভরসা সেই পুরনো মুখেই! শত্রুঘ্নর বিরুদ্ধে কে?

সীমান্ত এলাকার এক মহিলা ভোটার পম্পা বর্মন জানান, “যে কোনও ভোটের সময় এই এলাকায় অবাধ এবং শান্তিপূর্ণ ভোট হয়। সকাল থেকেই পুলিশ এবং বিএসএফের নজরদারি থাকে এলাকায়। সাধারণ মানুষ শান্তিপূর্ণভাবেই ভোট দিয়ে থাকেন ভোটগ্রহণ কেন্দ্রে গিয়ে। তবে উন্নয়নের বিষয়ে কিছুটা হলেও সমস্যা রয়েছে এলাকায়। রাস্তার সমস্যা কিছুটা সমাধান করা হলেও। পানীয় জলের সমস্যা রয়েই গিয়েছে এলাকায়। আদতে কবে এই সমস্যাগুলি সমাধান করা সম্ভব হবে সেই কথা কিন্তু বলছেন না কোন প্রার্থী বা দল।”

সব মিলিয়ে লোকসভা নির্বাচনের আগে এলাকায় সাধারণ মানুষের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এখন দেখার বিষয়, লোকসভা নির্বাচনের দিনে কতটা শান্তিপূর্ণ ভোট জেলার এই সীমান্ত এলাকায়।

—– Sarthak Pandit