প্রতিকী সন্দেশ

LokSabha Election 2024: ঘাসফুল, পদ্মফুল, কাস্তে হাতুড়ি…মিষ্টির দোকান তৈরি প্রতীক স্পেশাল সন্দেশ নিয়ে

রাত পোহালেই, মঙ্গলবার লোকসভা নির্বাচনের ভোট গণনা। ইতিমধ্যেই গণনাকেন্দ্রগুলিতে প্রস্তুতি তুঙ্গে। তবে এরই মাঝে লোকসভা ভোটের বাজার মাতাতে এবার হাজির প্রতীক সন্দেশ। ( প্রতিবেদন: রুদ্রনারায়ণ রায়)
রাত পোহালেই, মঙ্গলবার লোকসভা নির্বাচনের ভোট গণনা। ইতিমধ্যেই গণনাকেন্দ্রগুলিতে প্রস্তুতি তুঙ্গে। তবে এরই মাঝে লোকসভা ভোটের বাজার মাতাতে এবার হাজির প্রতীক সন্দেশ। ( প্রতিবেদন: রুদ্রনারায়ণ রায়)

 

নির্বাচনের ফল ঘোষণা হওয়ার আগেই তাই দোকানে দোকানে জোরকদমে তৈরি হচ্ছে বিশেষ এই সন্দেশ। জোড়া ফুল, কাস্তে হাতুড়ি তারা, হাত অথবা পদ্ম এই সব সন্দেশের মেনুতে এবার ভোটের ফল ঘোষণা হতেই, মেতে উঠবে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী সমর্থকরা।
নির্বাচনের ফল ঘোষণা হওয়ার আগেই তাই দোকানে দোকানে জোরকদমে তৈরি হচ্ছে বিশেষ এই সন্দেশ। জোড়া ফুল, কাস্তে হাতুড়ি তারা, হাত অথবা পদ্ম এই সব সন্দেশের মেনুতে এবার ভোটের ফল ঘোষণা হতেই, মেতে উঠবে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী সমর্থকরা।

 

অশোকনগরের একটি অভিজাত মিষ্টান্ন প্রতিষ্ঠান এ বছর লোকসভা ভোটের ফলাফলকে সামনে রেখে এমনই অভিনব মিষ্টি বানিয়েছে। মানুষকে আকর্ষণ করতে বিশেষ দিনগুলিতে নতুন নতুন মিষ্টান্ন তৈরির চিন্তাভাবনা করেন দোকানমালিক।
অশোকনগরের একটি অভিজাত মিষ্টান্ন প্রতিষ্ঠান এ বছর লোকসভা ভোটের ফলাফলকে সামনে রেখে এমনই অভিনব মিষ্টি বানিয়েছে। মানুষকে আকর্ষণ করতে বিশেষ দিনগুলিতে নতুন নতুন মিষ্টান্ন তৈরির চিন্তাভাবনা করেন দোকানমালিক।

 

নির্বাচনের ফল ঘোষণার আগে এই প্রতীক সন্দেশ মিষ্টি বেশ জনপ্রিয়তা লাভ করেছে। ইতিমধ্যেই বিভিন্ন দলের তরফ থেকে আসছে মিষ্টি অর্ডার। রেডিমেড প্রতীকী মিষ্টিও তৈরি করে রাখা হয়েছে দোকানে। পিস হিসেবেও কিনতে পারছেন ক্রেতারা।
নির্বাচনের ফল ঘোষণার আগে এই প্রতীক সন্দেশ মিষ্টি বেশ জনপ্রিয়তা লাভ করেছে। ইতিমধ্যেই বিভিন্ন দলের তরফ থেকে আসছে মিষ্টি অর্ডার। রেডিমেড প্রতীকী মিষ্টিও তৈরি করে রাখা হয়েছে দোকানে। পিস হিসেবেও কিনতে পারছেন ক্রেতারা।

 

লোকসভা নির্বাচনের ফল ঘোষণার আগে বিজেপির তরফ থেকেও পদ্ম ফুলের প্রতীক চিহ্ন দেওয়া মিষ্টির বেশ কিছু অর্ডার মিলেছে বলেই জানালেন এই মিষ্টি ব্যবসায়ী।
লোকসভা নির্বাচনের ফল ঘোষণার আগে বিজেপির তরফ থেকেও পদ্ম ফুলের প্রতীক চিহ্ন দেওয়া মিষ্টির বেশ কিছু অর্ডার মিলেছে বলেই জানালেন এই মিষ্টি ব্যবসায়ী।

 

ভোটের বাজার ধরতে তাই ২০ টাকার বিশেষ এই ক্ষীর সন্দেশের প্রতীক চিহ্নের মিষ্টি নিয়ে এসেছে অশোকনগরের শ্রীকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডার।
ভোটের বাজার ধরতে তাই ২০ টাকার বিশেষ এই ক্ষীর সন্দেশের প্রতীক চিহ্নের মিষ্টি নিয়ে এসেছে অশোকনগরের শ্রীকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডার।

 

তৃণমূলের তরফ থেকেও বড় প্রতীক চিহ্নের মিষ্টি তৈরির বরাত মিলেছে। দুধ দিয়ে ক্ষীর তৈরি করে বিশেষ প্রক্রিয়ায় তৈরি করা হচ্ছে এই সন্দেশ।
তৃণমূলের তরফ থেকেও বড় প্রতীক চিহ্নের মিষ্টি তৈরির বরাত মিলেছে। দুধ দিয়ে ক্ষীর তৈরি করে বিশেষ প্রক্রিয়ায় তৈরি করা হচ্ছে এই সন্দেশ।

 

লোকসভা নির্বাচনের ফল ঘোষণা হতেই নেতাকর্মীদের মুখে উঠতে একেবারে প্রস্তুত রাজনৈতিক দলের প্রতীক চিহ্নের এই ক্ষীরের সন্দেশ। আর এই মিষ্টিমুখ যে বাড়তি উন্মাদনা জাগাবে রাজনৈতিক দলগুলির জয়ের উল্লাসে, তা বলাই যায়।
লোকসভা নির্বাচনের ফল ঘোষণা হতেই নেতাকর্মীদের মুখে উঠতে একেবারে প্রস্তুত রাজনৈতিক দলের প্রতীক চিহ্নের এই ক্ষীরের সন্দেশ। আর এই মিষ্টিমুখ যে বাড়তি উন্মাদনা জাগাবে রাজনৈতিক দলগুলির জয়ের উল্লাসে, তা বলাই যায়।