শুধু দক্ষিণবঙ্গই নয় পুজোর আগের সপ্তাহে উত্তরবঙ্গের প্রতিটা জেলায় মাঝারি বৃষ্টিপাত হবে৷ কখনও কখনও হবে বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টিপাতও৷

District Durga Puja 2024: দেবীর আগমনে আশার আলো দেখছেন জেলার পদ্ম চাষীরা

উত্তর ২৪ পরগনা: দোরগোড়ায় বাঙালির শ্রেষ্ঠ শারদ উৎসব। দেবীর আগমনে তাই খরা কাটিয়ে আশার আলো দেখছেন জেলার পদ্ম চাষীরা।

পদ্ম চাষিরা জানাচ্ছেন, চলতি বছরে পদ্মফুলের চাহিদা একেবারে ঠেকেছিল তলানিতে। পদ্ম চাষ করে তাই মাথায় হাত দেওয়ার জোগাড় হয়েছিল জেলার চাষীদের। লক্ষ্মীবারের পুজো ছাড়া একেবারেই চাহিদা ছিল না পদ্ম ফুলের। ফলে পদ্মফুল তুললেও, বিক্রি না হয়েই পড়ে থেকে নষ্ট হয়েছে অনেক ফুল।

আরও পড়ুন: মেডিকেল রিপ্রেজেন্টেটিভের হাতে তৈরি মিনিয়েচার দুর্গা পাড়ি দিচ্ছে দেশ বিদেশ

পাঁচঘরিয়া নাংলার বিল এলাকায় প্রায় ৬০ বিঘা জমিতে পদ্ম চাষ করেছেন পদ্ম চাষী পরিমল মন্ডল। এখান থেকেই সারা বছর পদ্মফুল ঠাকুরনগর বাজার হয়ে রাজ্যের নানা প্রান্তে পৌঁছয়। কোল স্টোরেজে রাখার ক্ষেত্রেও বেড়েছে ব্যয়ভার। সেই জায়গায় দাঁড়িয়ে লাভের মুখ না দেখলেও, এখন অন্তত খরচটুকু তোলার আশাতেই দুর্গাপুজোর দিকে তাকিয়ে পদ্ম চাষীরা। দেবীর আরাধনায় প্রয়োজন পড়ে পদ্মের। সেই জায়গায় দাঁড়িয়ে বারোয়ারি হোক বা বনেদি বাড়ি, বাড়বে পদ্মের চাহিদা বলেই আশা। ইতিমধ্যেই এই বিঘের পর বিঘে জমিতে ফোটা পদ্ম দেখতে দূর-দূরান্ত থেকে মানুষজন ভিড় জমাচ্ছেন। এখন দেখার আরজি কর আবহে এবারের দুর্গাপুজো কতটা সুবিধা করে পদ্ম চাষীদের।

রুদ্র নারায়ন রায়