পুনর্বাসনের জন্য তৈরি আবাসন।

West Burdwan News : ঘরবাড়ি হারিয়েছিলেন ধসের প্রকোপে, পুনর্বাসনের জন্য বড় পরিকল্পনা! তৈরি ৬ হাজার ফ্ল্যাট

আসানসোল, পশ্চিম বর্ধমান : আসানসোল, অন্ডাল, পাণ্ডবেশ্বর, জামুরিয়া সহ খনি অঞ্চলের ধস একটি বড় সমস্যা। বিগত কয়েক বছরের একাধিক ছোট, বড় ধসের ঘটনা সামনে এসেছে। যার ফলে গৃহহীন হয়ে পড়েছেন বহু মানুষ। কখনও বাড়িতে দেখা গিয়েছে বড় বড় ফাটল। কখনও বাড়ির সামনে রাস্তায় তৈরি হয়েছে বড় গর্ত। তাই ওই সব এলাকার মানুষের পুনর্বাসনের দাবি দীর্ঘদিনের।

তবে পুনর্বাসনের সেই দাবি এবার হয়ত খুব শীঘ্রই মিটতে চলেছেন। কারণ পুনর্বাসনের জন্য করা হয়েছে বড় পদক্ষেপ। ধস কবলিত এলাকায় গৃহহীন মানুষদের হাতে বাড়ি তুলে দেওয়ার জন্য তৈরি করা হয়েছে বিশাল বিশাল আবাসন। পুনর্বাসনের জন্য প্রায় ছয় হাজার ফ্ল্যাট তৈরি করা হয়েছে। আবাসন তৈরির যে কাজ ইতিমধ্যেই শেষ। পুনর্বাসন দেওয়ার আগে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

আরও পড়ুন : আর গল্পে নয়, এবার বাস্তবেও উঠে পড়ল গরু! তবে, গাছে নয়, গ্যারাজের চালে! দুর্গাপুরে যা ঘটল…

ইতিমধ্যেই ৬ হাজার আবাসন তৈরির কাজ শেষ হয়েছে। কিন্তু সেখানে পুনর্বাসন দেওয়ার আগে সবাই যাতে সাধারণ সুবিধাগুলি পান, সেই সমস্ত বিষয়েগুলির কাজ চলছে। বিদ্যুৎ সংযোগ, জল সংযোগের মত গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। পাশাপাশি ওই আবাসনগুলিতে যারা বসবাস করবেন, তারা যাতে শিক্ষা পরিষেবা, স্বাস্থ্য পরিষেবা সময়মতপান, সেই বিষয়টির দিকেও নজর দেওয়া হয়েছে।

আরও পড়ুন : লাক্ষা-গালা ব্যবসার একদিনের মুনাফার টাকায় তৈরি হয়েছিল বিশাল পিতলের রথ, হয় বিশাল উৎসব

আবাসনগুলি মানুষের হাতে তুলে দেওয়ার আগে ইতিমধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের উদ্যোগে চলছে শেষ মুহূর্তের কাজ। অন্যদিকে আসানসোল দুর্গাপুর পরিষদের চেয়ারম্যান কবি দত্ত এই বিষয়ে ইতিমধ্যেই বেশ কয়েকটি বৈঠক সেরে ফেলেছেন। হাউজিং দফতরের সঙ্গে হয়েছে বৈঠক।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F 

যাতে করে পুনর্বাসনের দাবি খুব শীঘ্র মেটানো যায়, সেই বিষয়টি মাথায় রেখে চলছে কাজ। আশা করা হচ্ছে, খুব শীঘ্রই পূরণ হবে সেই পুনর্বাসনের দাবি।

নয়ন ঘোষ