ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন তমালের 

Madhyamik Result 2024: মাধ্যমিকে ভাল ফল করেও দুশ্চিন্তা! আর্থিক-অনটনই কি স্বপ্নে বাধা হয়ে দাঁড়াবে দিন মজুরের ছেলে তমালের?

জলপাইগুড়ি: দু-চোখে স্বপ্ন অনেক কিন্তু তা সত্ত্বেও পলকে তা ভেঙ্গে যাওয়ার ভয়! চিন্তা একটাই, অর্থাভাব যেন বইয়ের পাতায় ধুলো জমার কারণ না হয়ে দাঁড়ায়। লক্ষ্য স্থির থাকলে কোনও প্রতিবন্ধকতাই বাধা নয়। নজরকাড়া রেজাল্ট করে তাক লাগিয়ে দিয়েছে জলপাইগুড়ির দিন মজুরের ঘরের ছেলে তমাল দে।

সদ্য প্রকাশিত হয়েছে মাধ্যমিক পরীক্ষার ফল। জলপাইগুড়ি জেলার কোনও পড়ুয়াই প্রথম দশের তালিকায় নিজের জায়গা ছিনিয়ে নিতে পারেনি। স্বাভাবিকভাবেই হতাশ জলপাইগুড়িবাসী। কিন্তু, এই মন খারাপের পরিস্থিতিতে এক মুঠো আনন্দ ছড়িয়ে দিয়েছে জলপাইগুড়ির সোনাউল্লা স্কুলের মাধ্যমিক পরীক্ষার্থী তমাল দে। বহু বাঁধা বিপত্তি পেরিয়েও এই বিশেষ সাফল্যে খুশির আমেজ জেলা জুড়ে। বড় হয়ে ইঞ্জিনিয়ার হতে চায় তমাল। উচ্চমাধ্যমিকের পর ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা এগিয়ে নিয়ে গিয়ে প্রতিষ্ঠিত হতে যায়। কিন্তু অর্থাভাব যাতে স্বপ্নপূরণের পথে বাঁধা হয়ে না দাঁড়ায় এখন চিন্তা তারই। সংবাদমাদ্যমকে সামনে পেয়ে এই চিন্তার কথাই তুলে ধরলেন তমাল।

আরও পড়ুন-অসহ্য নরকযন্ত্রণা! বিছানা ছেড়ে উঠতেই পারতেন না…! দিনে ৩০টি করে ওষুধ খেতেন এই নায়িকা, মনে হয়েছিল জীবনটাই শেষ, তারপর…

তমালের প্রাপ্ত নম্বর ৬২৬। জলপাইগুড়ির পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের জালা পাড়া এলাকায় বাড়ি তমালের। ছোটো থেকেই জীবনটা বড্ড অভাবের। বাবা দিন মজুর, মা বাড়ি বাড়ি রান্নার কাজ করে যা আয় করেন তাতে কোনও ক্রমে চলে যায় সংসার। তবুও ছেলের শিক্ষায় কোনও খামতি রাখতে চায় নি তমালের পরিবার।

আরও পড়ুন-    শৈশবে চরম কষ্ট, বাবা দেননি মেয়ের মর্যাদা, পড়াশোনা ছেড়ে চলচ্চিত্রে এসেই বলিউডের এভারগ্রীন তিনি, বলুন তো মায়ের কোলে ‘এই’ শিশুটি কে?

ছেলেও পরিশ্রম অক্ষুণ্ণ রেখে লড়াই চালিয়ে গিয়েছে। ফলত, প্রথম দশে নাম না এলেও জলপাইগুড়ি সোনাউল্লা হাইস্কুলের দশম শ্রেণির এই তমালের হাত ধরেই এসেছে সাফল্য। মাধ্যমিকে ৬২৬ পেয়ে দিন মুজুরের পরিবারে এখন খুশির হাওয়া। তবুও আর্থিক অনটন উচ্চশিক্ষায় আরও বড় বাধা হয়ে দাঁড়াবে বলে আশঙ্কা করছেন তমালের মা।

সুরজিৎ দে