বিজেপিকে নিশানা মমতার

Mamata: ‘আশা করছে ৩০ সিট, তবে…’ বাংলায় BJP-র আসন সংখ্যা আগাম ‘জানিয়ে’ দিলেন মমতা!

কলকাতা: এসএসসি মামলায় সোমবার বেনজির রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট৷ ২০১৬ সালের সম্পূর্ণ প্যানেল বাতিল করার নির্দেশ দিয়েছে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ৷ শুধু তাই নয়, ১,১১৩ জনকে এক মাসের মধ্যে ২০১৬ সালের নিয়োগের পর থেকে পাওয়া সম্পূর্ণ বেতন ফেরত দিতে হবে৷ তা-ও আবার সুদ সমেত৷ সোমবার এমনই রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট৷

তারপরেই রাজ্য সরকারি স্তরে এ নিয়ে শুরু হয়ে গিয়েছে শোরগোল৷ সূত্রের খবর, এসএসসি রায় নিয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে রাজ্য। এদিন সেই সম্ভাবনায় শিলমোহর দিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়েছেন, এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়া হবে। একই সঙ্গে মমতার কটাক্ষ, ”এটা ওই বিজেপির হাতে দাঁড়ানো জজের কীর্তি।”

আরও পড়ুন: SSC-তে চাকরি গেল ২৫ হাজার ৭৫৩ জনের, কিন্তু বেতন ফেরত দিতে হবে কত জনকে? জানুন আসল তথ্য

এবারের লোকসভা নির্বাচনে বাংলা থেকে অন্তত পক্ষে ৩০ আসন জেতার দাবি করছেন বিজেপির শীর্ষ নেতারা। সোমবার রায়গঞ্জের চাকুলিয়া থেকে সেই বিষয়েও কটাক্ষ করেন তৃণমূল নেত্রী। মমতা বলেন, ”৩০টা সিট পাওয়ার আশা করছে। আগে দশটা সিট পেয়ে দেখাক। আমরা তোমাদের চোখ রাঙানিকে ভয় পেলে তৃণমূল ছেড়ে দিতাম। আমরাই একমাত্র বিজেপিকে সরাতে পারি।”

যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফ কথা, ”ইন্ডিয়া জোট জিতলে দিল্লিতে সমর্থন করব। বাংলায় কোনও জোট হবে না।” এদিন অবশ্য এসএসসি-তে চাকরি যাওয়া প্রসঙ্গ তীব্র প্রতিক্রিয়া ব্যক্তি করেছেন মমতা। বলেন, ”সম্পূর্ণ রায়কে আমি চ্যালেঞ্জ করছি। আমি বিচারক নিয়ে বলছি না। আমি রায় নিয়ে বলছি। এই অর্ডার বেআইনি অর্ডার। আমরা এটা নিয়ে উচ্চ আদালতে যাচ্ছি। যখন বিপদে পড়বেন, তখন আর কেউ না থাকলে আমি থাকব, পাশে আছি। বিজেপি জনস্বার্থ করলে জেল। আমি কারও পাশ থেকে সরে দাঁড়াব না।”