বাঁকুড়ায় মুখ্যমন্ত্রী 

‘পিন্দারে পলাশের বন, পালাব পালাব মন…’ মাদলের বোলে, গানের তালে মুখ্যমন্ত্রী! বাঁকুড়ার রাইপুরে অন্য মেজাজে মমতা, দেখুন…

বাঁকুড়া: ভোটপ্রচারের মধ্যেও নিজের চেনা ছন্দে বারবারই ধরা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গ সফরশেষে দক্ষিণবঙ্গে প্রচারের ঝড় শুরু। এরইমধ্যে অন্য মেজাজে পাওয়া গেল মুখ্যমন্ত্রীকে। “পিন্দারে পলাশের বন/ পালাব পালাব মন” বাঁকুড়ায় সভায় এই জনপ্রিয় গানের তালে তালে নাচলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সোমবার রাইপুরের সবুজ সংঘ মাঠে ভোটের আগের জনসভায় এই দৃশ্যের সাক্ষী থাকল রাইপুরের মানুষ। শুধু তাই নয়, সোমবার গানের তালে তালে মাদলও বাজিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী হেলিকপ্টার থেকে নামার পরই মানুষের মধ্যে তাঁকে দেখার ঢল ছিল চোখে পড়ার মতো।

আরও পড়ুন: আগামী ৪৮ ঘণ্টা ঝড়-জল-বাজ কাঁপাবে ৫ জেলা…! উত্তরে আবহাওয়ার তোলপাড়! কেমন থাকবে দক্ষিণবঙ্গ? জানিয়ে দিল আলিপুর

হেঁটে বাঁকুড়া লোকসভার তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী এবং খাদ্য সরবরাহ দফতরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডির সঙ্গে মঞ্চে ওঠেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চে গানের তালে প্রথমে মাদল বাজিয়ে পরে নাচতে দেখা গেল তাঁকে।

বিশেষ উৎসাহ দিতে দেখা গেল খাদ্য সরবরাহ দফতরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডিকে। মঞ্চে বেশ খোশ মেজাজে নাচতে দেখা গেল জ্যোৎস্না মান্ডিকে।মঞ্চে বক্তৃতা দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “প্রচুর স্বেচ্ছাসেবক দেওয়া হয়েছে। বাঁকুড়ার মধ্যে পড়ছে রঘুনাথপুর বিধানসভা। আদিবাসী সম্প্রদায়ের জমির জন্য আমরা আইন করেছি।”

একই সঙ্গে মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে হাত ধরে গানের তালেও নাচলেন তিনি। ভয়ানক গরম পড়লেও এদিন সকাল থেকেই আকাশ ছিল মেঘলা। তারই মধ্যে হল জনসভা। লোকসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রীর বাঁকুড়ার জঙ্গলমহল রাইপুরে এই জনসভার বিশেষ গুরুত্ব রয়েছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়