সাইকেলে ভারত ভ্রমণে রাজীব কুমার মাহাতো 

West Medinipur News: সাইকেলে সারা ভারত ভ্রমণ! যুবকের উদ্দেশ্য জানলে অবাক হবেন

পশ্চিম মেদিনীপুর: বাড়ি ঝাড়খন্ড রাজ্যের প্রত্যন্ত এক গ্রামে। স্নাতক পর্যন্ত পড়াশোনা করেও এই যুবক ভেবেছেন সমাজের কথা। নিজের উন্নতির কথা পিছনে ফেলে ভেবেছে সমাজ উন্নতির কথা। বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে মানুষের মধ্যে মানবিক মূল্যবোধ, মানবতা সঞ্চয় এবং বর্তমান চ্যালেঞ্জিং পরিস্থিতিতে জল বাঁচানোর আহ্বান জানিয়ে সারা ভারত সাইকেলে ভ্রমণ করছেন এক যুবক। বিভিন্ন রাজ্যের মানুষের কাছে পৌঁছে তাদেরকে জল বাঁচানো ও জলের গুরুত্ব সম্পর্কে সচেতন করছেন। শুধু তাই নয়, সাবধানে গাড়ি চালানোর বার্তা দিচ্ছেন তিনি।

ঝাড়খণ্ডের জামতাড়া জেলার বাসিন্দা আর.জে মাহাতো, যার পুরো নাম রাজীব কুমার মাহাতো। ছোট থেকেই সমাজের জন্য কাজ করার ইচ্ছে তার। মানুষের মধ্যে মানবিকতার বোধ জাগানোর ইচ্ছে নিয়ে এবং বর্তমান এই পরিস্থিতিতে জল বাঁচানো ও সেফড্রাইভ এর বার্তা দিতে সাইকেলে চেপে সারা ভারত ভ্রমনের পরিকল্পনার ভাবনা তার। ইতিমধ্যেই প্রায় 400 দিন অতিক্রম করে তিনি পৌঁছেছেন পশ্চিমবাংলায়। ওড়িশা হয়ে তিনি প্রবেশ করেন পশ্চিম মেদিনীপুরে।

আরও পড়ুন : ভেঙে পড়া পাথরের গায়ে ইতিহাস, সংরক্ষণের দাবি স্থানীয়দের

প্রসঙ্গত, দিল্লি থেকে শুরু করেছেন তার সাইকেল যাত্রা। ইতিমধ্যেই ২২ টি রাজ্য অতিক্রম করে পৌঁছেছেন বাংলায়। এরপর কলকাতা হয়ে তিনি যাবেন উত্তরের রাজ্যের দিকে। পারিবারিক সদিচ্ছার কারণে এবং নিজের মানসিক জেদে তিনি সাধারণ মানুষকে সবক শেখাতে এই সাইকেল যাত্রা করছেন। নিজের সামান্য কষ্টার্জিত অর্থে এবং সাধারণ মানুষের সহযোগিতায় তিনি সারা ভারত যাত্রা করছেন।

আরও পড়ুন : পড়াশোনার অবসরে যা করেন এই কলেজ ছাত্র, জানলে অবাক হবেন

মানুষকে নানা বিষয়ে সচেতন করা এবং মানুষের মধ্যে মানবিক মূল্যবোধ জাগানোর দায়িত্ব নিয়েছেন তিনি, ভবিষ্যতে চালিয়ে যাবেন তারই সচেতনতার কাজ।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

এই যুবককে এমন ভাবনাকে সাধুবাদ জানিয়েছেন সমাজের সর্বস্তরের মানুষ।

রঞ্জন চন্দ