মনসা পূজো

Manasa Puja: দুর্গাপুজোকে ছাপিয়ে যায় এই জেলার মনসা পুজো! কী কী হয় জানুন

পুরুলিয়া: বাঙালির বারো মাসে তেরো পার্বণ। আর সেই তেরো পার্বণের মধ্যে অন্যতম পার্বণ হল মনসা পুজো। পুরুলিয়ায় মনসা পুজো বিশাল ধুমধামের সঙ্গে হয়। কোথাও কোথাও তো দুর্গাপুজোর উন্মাদনাকেও ছাপিয়ে যায় এই মনসা পুজোকে ঘিরে উন্মাদনা। পুরুলিয়া জেলাবাসীর কাছে এটি একটি বিরাট বড় পার্বণ। মনসা পুজো উপলক্ষে প্রায় একলক্ষ হাঁস বলি হয় জেলায়। সারাদিন উপোস থাকার পর গৃহস্থরা সন্ধের পর দেবীর পুজো করেন। বেশিরভাগ বাড়িতেই ঘট পুজো করে সর্প দেবীর আরাধনা করা হয়। কিছু কিছু বাড়িতে মূর্তি পুজোর চল রয়েছে।

পুরুলিয়া জেলার বেশিরভাগ বাড়িতেই এই সময় হাঁস বলি হয়ে থাকে। এই সময় মৃৎশিল্পীরা মূর্তি তৈরিতে ব্যাস্ত থাকেন। কারণ এই পুজো প্রায় ঘরে ঘরে হয়। তাই এই সময় মনসা ঠাকুরের যথেষ্ট চাহিদা থাকে। এই বিষয়ে মৃৎশিল্পীরা বলেন, বিগত বছরের থেকে এ বছর তাঁদের বরাত বেশ কিছুটা বেড়েছে।

আরও পড়ুন: কাঁচা বাঁশের এই জিনিস তৈরি করে দু’হাত ভরে রোজগার করুন

এই পুজো যেহেতু ঘরে ঘরে হয় তাই প্রতিমার দাম বাবদ খুব বেশি মূল্য পান না মৃত শিল্পীরা। গোটা বছর ধরে জেলাবাসী অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন এই পুজোর জন্য। যারা চাকরির সূত্রে সারা বছর বাইরে থাকেন এই মনসা পুজো উপলক্ষে তাঁরা বাড়ি ফিরে আসেন।

শর্মিষ্ঠা ব্যানার্জি