Tag Archives: Ganesh Chathurthi

Ganesh Chaturthi 2024: ১০০ বছর পর গণেশ চতুর্থীতে বিরল যোগ! ৩ রাশির কপাল খুলবে, টাকার বৃষ্টি

৭ সেপ্টেম্বর শনিবার গণেশ চতুর্থী। আজ থেকেই গোটা দেশজুড়ে মহাসমারোহে পালন করা হবে এই উত্‍সব। গণেশ চতুর্থীতে শুরু হচ্ছে ৪ টি শুভ যোগ। এই শুভ যোগের শুভ প্রভাব পড়তে চলেছে কোন কোন রাশির জাতক জাতিকাদের উপর, জেনে নিন।
৭ সেপ্টেম্বর শনিবার গণেশ চতুর্থী। আজ থেকেই গোটা দেশজুড়ে মহাসমারোহে পালন করা হবে এই উত্‍সব। গণেশ চতুর্থীতে শুরু হচ্ছে ৪ টি শুভ যোগ। এই শুভ যোগের শুভ প্রভাব পড়তে চলেছে কোন কোন রাশির জাতক জাতিকাদের উপর, জেনে নিন।
ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে পালন করা হয় গণেশ চতুর্থী। ১০ দিন ধরে ধুমধাম করে পালন করা হবে গণেশ চতুর্থী উত্‍সবের। জ‍্যোতিষশাস্ত্র অনুযায়ীও এইদিনটির বিশেষ গুরুত্ব রয়েছে।
ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে পালন করা হয় গণেশ চতুর্থী। ১০ দিন ধরে ধুমধাম করে পালন করা হবে গণেশ চতুর্থী উত্‍সবের। জ‍্যোতিষশাস্ত্র অনুযায়ীও এইদিনটির বিশেষ গুরুত্ব রয়েছে।
বিশেষত, এই বছর গণেশ চতুর্থীর দিনে তৈরি হয়েছে বিরল কাকতালীয় যোগ।  প্রায় ১০০ বছর পর গণেশ চতুর্থীতে একটি বিরল কাকতালীয় ঘটনা ঘটতে চলেছে। গণেশ চতুর্থীতে ব্রহ্ম যোগ, রবি যোগ, ইন্দ্র যোগ এবং সর্বার্থ সিদ্ধি যোগ গঠিত হচ্ছে। এ ছাড়া থাকবে স্বাতী ও চিত্রা নক্ষত্র।
বিশেষত, এই বছর গণেশ চতুর্থীর দিনে তৈরি হয়েছে বিরল কাকতালীয় যোগ। প্রায় ১০০ বছর পর গণেশ চতুর্থীতে একটি বিরল কাকতালীয় ঘটনা ঘটতে চলেছে। গণেশ চতুর্থীতে ব্রহ্ম যোগ, রবি যোগ, ইন্দ্র যোগ এবং সর্বার্থ সিদ্ধি যোগ গঠিত হচ্ছে। এ ছাড়া থাকবে স্বাতী ও চিত্রা নক্ষত্র।
একাধিক শুভ যোগের বিশেষ প্রভাব পড়তে চলেছে ৩ রাশির জাতক জাতিকার উপরে। জ‍্যোতিষশাস্ত্র অনুযায়ী, ভাল সময় আনবে এই শুভ যোগ।
একাধিক শুভ যোগের বিশেষ প্রভাব পড়তে চলেছে ৩ রাশির জাতক জাতিকার উপরে। জ‍্যোতিষশাস্ত্র অনুযায়ী, ভাল সময় আনবে এই শুভ যোগ।
বৃষ রাশি: বৃষ রাশির জাতক জাতিকাদের জন‍্য গণেশ চতুর্থী খুবই শুভ হতে চলেছে। ব‍্যবসায়ীরা লাভের মুখ দেখার সম্ভাবনা। নতুন কাজ শুরু করার এটাই উপযুক্ত সময়। সম্পদ বৃদ্ধি পাবে। জীবনে সুখ থাকবে।
বৃষ রাশি: বৃষ রাশির জাতক জাতিকাদের জন‍্য গণেশ চতুর্থী খুবই শুভ হতে চলেছে। ব‍্যবসায়ীরা লাভের মুখ দেখার সম্ভাবনা। নতুন কাজ শুরু করার এটাই উপযুক্ত সময়। সম্পদ বৃদ্ধি পাবে। জীবনে সুখ থাকবে।
কর্কট রাশি: গণেশ চতুর্থী কর্কট রাশির জাতক জাতিকাদের জন‍্য ইতিবাচক প্রমাণিত হতে চলেছে। প্রচুর সম্পদ লাভের সম্ভাবনা। কাজ খুব ভাল হবে। সমাজে সম্মান ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে।
কর্কট রাশি: গণেশ চতুর্থী কর্কট রাশির জাতক জাতিকাদের জন‍্য ইতিবাচক প্রমাণিত হতে চলেছে। প্রচুর সম্পদ লাভের সম্ভাবনা। কাজ খুব ভাল হবে। সমাজে সম্মান ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে।
কন‍্যা রাশি: কন্যা রাশির জাতক জাতিকাদের জন‍্য শুভ ফলদায়ক হতে চলেছে গণেশ চতুর্থী। ধন-সম্পদ ও সমৃদ্ধি বৃদ্ধির সম্ভাবনা। কেরিয়ারে অগ্রগতির সুযোগ। বিনিয়োগের জন্য সময় ভাল। একাধিক উৎস থেকে টাকা আসতে পারে।
কন‍্যা রাশি: কন্যা রাশির জাতক জাতিকাদের জন‍্য শুভ ফলদায়ক হতে চলেছে গণেশ চতুর্থী। ধন-সম্পদ ও সমৃদ্ধি বৃদ্ধির সম্ভাবনা। কেরিয়ারে অগ্রগতির সুযোগ। বিনিয়োগের জন্য সময় ভাল। একাধিক উৎস থেকে টাকা আসতে পারে।(দাবিত্যাগ: রাশিচক্র, ধর্ম ও শাস্ত্রের ভিত্তিতে জ্যোতিষী ও আচার্যদের সঙ্গে কথা বলে এই সংবাদে দেওয়া তথ্য লেখা হয়েছে। কোনও ঘটনা, দুর্ঘটনা বা লাভ-ক্ষতি নিছকই কাকতালীয়। জ্যোতিষীদের কাছ থেকে তথ্য নিয়ে সবার স্বার্থে লেখা হয়েছে। নিউজ-18 এই সমস্ত তথ্যের সত্যতা নিশ্চিত করে না।)

Bangla Video: সামনেই গণেশ পুজো! আবহাওয়ার খামখেয়ালিপনায় চিন্তায় মৃৎশিল্পীরা

শিলিগুড়ি: মৃৎশিল্পীদের এখন শ্বাস নেবার জো নেই। প্রতিটি শিল্পীর কারখানায় এখন দিনরাত চলছে গণেশ প্রতিমা তৈরির কাজ। কিন্তু এরই মধ্যে বাদ সাধছে বৃষ্টি। মাঝেমাঝেই বৃষ্টি হওয়ায় মাথায় হাত পড়েছে মৃৎশিল্পীদের। কুমোরটুলি ও আশপাশ এলাকার বেশ কিছু অঞ্চলে রীতিমতো জল জমতে শুরু করেছে । এর ফলে প্রতিমাশিল্পীদের অনেককেই প্রতিমা টেনে কারখানার ভিতরে ঢোকাতে হয়। এর মধ্যে অধিকাংশ শিল্পীরই কারখানার মধ্যে জায়গা ভীষণ ছোট। তাই বেশির ভাগ শিল্পীদের খোলা আকাশের নীচেই প্রতিমা গড়তে হয়। কিন্তু এই আচমকা বৃষ্টিতে তাঁদের তৈরি প্রতিমা ভিজে যাচ্ছে। সেগুলি শুকোতে ব্যস্ত হয়ে পড়ছে শিল্পীরা। অনেকেই ব্লোয়ার এবং পেডেস্টাল ফ্যান – ভাড়া করেছেন তাতে বাড়তি খরচও হচ্ছে।

প্রসঙ্গত, পুজোর মরশুমে কুমোরটুলি জুড়ে বিরাট কর্মকাণ্ড চলে। শহরের শ’পাঁচেক প্রতিমাশিল্পী রয়েছে। তারপরে বাইরে থেকে প্রচুর কর্মচারী শিলিগুড়িতে আসে মূর্তি তৈরি করতে। বৃষ্টির মরশুমে প্রতিমা বাঁচাতে তাঁরা কোনওমতে প্লাস্টিকের চাদরে প্রতিমা ঢেকে রাখেন।

আরও পড়ুন: এবার পুজোয় ১৫০ টাকায় জামা কাপড়, ব্যাপক ভিড় ক্রেতাদের! কোথায় জনুন

এইসময় শিলিগুড়ির মৃৎশিল্পী পাপাই পাল জানালেন, বৃষ্টি চিরকালই আমাদের শত্রু রয়েছে। বৃষ্টি  হওয়াতে আমরা অনেক পিছিয়ে যাচ্ছি। পুজো তো আর পেছাবে না কিন্তু আমরা পিছিয়ে যাচ্ছি। ব্লোয়ার আর ফ্যান দিয়ে মূর্তি শুকোনোর কাজ চলছে। এগুলি ভাড়া করতে আমাদের বহু টাকা খরচ হয়। কিন্তু সময়ে কাজ শেষ করতে গেলে ব্লোয়ার ও ফ্যান ভাড়া নেওয়া ছাড়া কোনও উপায় নেই। এভাবে প্রতিমার দামও বেড়ে যাচ্ছে। কিন্তু আমাদের কিছুই করার নেই।

অনির্বাণ রায়

Ganesh Chathurthi: বাংলায় তৈরি গণেশ পাড়ি দিচ্ছে মহারাষ্ট্রে!

দক্ষিণ দিনাজপুর: হাতে গোনা আর মাত্র কয়েক দিন, তারপরই গণেশ চতুর্থী। সিদ্ধিদাতা গণেশের বন্দনায় গোটা দেশ মেতে উঠবে। বিশেষ করে মহারাষ্ট্র, ওড়িশা, গোয়া সহ ভারতের দক্ষিণের রাজ্যগুলিতে জনপ্রিয় গণপতির পুজো। ৭ সেপ্টেম্বর প্রতি ঘরে ঘরে পূজিত হবেন গণপতি বাপ্পা। এছাড়াও দক্ষিণের রাজ্যগুলিতেও বিশাল আকারে ১০ দিন ধরে গণেশ পুজো চলে, যা বিশাল উৎসবের চেহারা নেয়। সেই গণেশ পুজো উপলক্ষে বুনিয়াদপুর কুমারটুলিতে এবার হই হই কাণ্ড।

দক্ষিণ দিনাজপুরের এই কুমোরটুলিতে তৈরি ছাঁচের গণেশ এই প্রথম পাড়ি দিচ্ছে মহারাষ্ট্র ও ওড়িশায়। সেই কারণে বিগত তিন মাস ধরে চরম ব্যস্ততার মধ্যে রয়েছে বুনিয়াদপুর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের কোইল পালপাড়ার রীতা শিল্পালয়।

আরও পড়ুন: কবে আবার স্থায়ী উপাচার্য পাবে বিশ্বভারতী? উত্তর অজানা

তিন মাস আগে ওড়িশার কটকের সম্বল পাল বুনিয়াদপুরে এসে রীতা শিল্পালয়ে বরাত দিয়েছিলেন। বিভিন্ন সাইজের ৬০০০ গণেশ মূর্তি চেয়েছিলেন। সময় কম হওয়ায় প্রথম বার ৪০০০ বিভিন্ন সাইজের গণেশ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কাজে নেমে পড়েন সংস্থার কর্ণধার তাপস পাল। এই প্রথম তাঁদের তৈরি ছাঁচের গণেশ যাবে ওড়িশা ও দক্ষিণ ভারতের বাজারে। জানা গেছে, তাপস পালকে সহযোগিতা করছেন তাঁর মতন নিপুণ কিছু দক্ষ শিল্পীরা।

রীতা শিল্পালয়ের কর্ণধার তাপস পাল জানিয়েছেন, দক্ষিণ ভারত থেকে এবার প্রথম বরাত পেয়ে খুশি হয়েছেন। বুনিয়াদপুরের মত ছোট্ট একটা জায়গা থেকে এই মূর্তিগুলো গণেশ চতুর্থী উপলক্ষে এতটা দূরে যাচ্ছে। এই মাটির মূর্তি তৈরি করতে লেবার, মাটি, রঙের জন্য প্রচুর টাকা লাগে। তবে, সরকারি দিক থেকে আর্থিক সাহায্য পেলে আগামী বছরে আগে থেকে আরও বেশি করে গণেশ বানিয়ে মহারাষ্ট্রে পাঠাতে পারবেন এবং এতে এলাকার দক্ষ শিল্পীদের কাজে লাগিয়ে কর্মসংস্থানের সুযোগ করা যাবে বলে জানিয়েছেন তিনি।

সুস্মিতা গোস্বামী

মেয়ের সঙ্গে অল্লু অর্জুন! হায়দ্রাবাদে তাঁদের গণেশ বিসর্জনের ছবি ঝড় তুলল সোশ্য়াল মিডিয়ায়

#দিল্লি: অল্লু অর্জুন সোমবার গণেশ চতুর্থী উদযাপনের জন্য তাঁর ব্যস্ত সময় থেকে কিছুটা সময় বের করেছেন। সোমবার সন্ধ্যায় ‘পুষ্পা’ অভিনেতা তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে গণপতি বিসর্জনের একটি ভিডিও শেয়ার করেছেন। সুপারস্টারের সঙ্গে ছিলেন তাঁর ৫ বছরের মেয়ে আরহা। ভিডিওর একটি অংশে অভিনেতাকে মেয়ে আরহার সঙ্গে মারধর করতে দেখা যায়। অল্লু অর্জুন পোস্টটির ক্যাপশন দিয়েছেন: “গণপতি বাপ্পা মোরিয়া।” অভিনেতার বেশ কয়েকটি ফ্যান পেজ সোশ্যাল মিডিয়ায় পিতা-কন্যা জুটির ছবিগুলিও শেয়ার করেছে, যা কিছুক্ষণের মধ্যেই ভাইরাল হয়ে গেছে।

 

View this post on Instagram

 

A post shared by Allu Arjun (@alluarjunonline)

এখানে অল্লু অর্জুনের উৎসবের একটি ছবি, একটি ফ্যান ক্লাব শেয়ার করেছে৷

আরও পড়ুন: ভয়ঙ্কর বন্য়ার কবলে পাকিস্তান! ৫ কোটি টাকা দান করে বিপাকে অনিল কাপুর

 

View this post on Instagram

 

A post shared by Only.alluarjun? (@only.alluarjun)

অল্লু অর্জুন এবং স্নেহা ২০১১-এ বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাঁর দুই সন্তানের জন্ম দিয়েছিলেন অয়ন এবং আরহা। শেষ সপ্তাহে স্নেহা তাঁদের বাড়ির গণেশ পুজোর ছবি শেয়ার করেছেন সোশ্য়াল মিডিয়ায়। অল্লু অর্জুনের একাধিক ফ্য়ান পেজ ছবিটি পোস্ট করেছেন।

আরও পড়ুন: ভাবতে পারছেন পঙ্কজ ত্রিপাঠির বছরে দু’দিন জন্মদিন! গোপন কথা ফাঁস করলেন নিজেই

আরও এক পিকচার পার্ফেক্ট ছবি পাওয়া গেছে এই স্টুডিওতে।

শ্রেয়ার সুরে গণেশ বন্দনা যেন ম্যাজিকের মতো! বুদাপেস্টে বেজে উঠল ‘জয়দেব জয়দেব’

#মুম্বই: গণেশ চতুর্থী এলেই মন বলে পুজো প্রায় এসে গেছে৷ বুধবার গণপতির আরাধনায় রত সবাই৷ সৌভাগ্যের দেবতা গণেশের আরাধনায় জীবনে সুখ-সমৃদ্ধি আসে৷ তাই প্যান্ডেল হোক বা বাড়ি সুন্দর করে সাজিয়ে সিদ্ধিদাতার আরাধনায় মগ্ন সকলে। এরই মধ্যে সঙ্গীত শিল্পী শ্রেয়া ঘোষালের সোশ্যাল মিডিয়া পোস্টে গণেশ ভক্তি অন্য মাত্রা পেয়েছে।

 

View this post on Instagram

 

A post shared by shreyaghoshal (@shreyaghoshal)

সোশ্যাল মিডিয়া পোস্ট করে গায়িকা তাঁর ‘জয়দেব জয়দেব’ গানের ঝলক শেয়ার করেছেন। সম্প্রতি বিশ্বব্যাপী স্বীকৃত বুদাপেস্টের এক সিম্ফনি অর্কেস্ট্রা ট্র্যাকের সঙ্গে তাঁর গলায় গণেশ বন্দনা জাদু তৈরি করেছে। গানের সঙ্গে সঙ্গেই বালি দিয়ে আঁকা হচ্ছে সিদ্ধিদাতাকে। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই মানুষ পছন্দ করছেন। জয়দেব জয়দেব আরতির এই সংস্করণটি গুলরাজ সিং প্রযোজনা করেছেন। গেয়েছেন শ্রেয়া ঘোষাল। আজ ইউটিউবে গানটি মুক্তি পেল।

আরও পড়ুন: সামনেই বিয়ে? ঋতুস্রাব স্থগিত করার ঘরোয়া উপায় জেনে নিন…

গায়িকা সোশ্যাল মিডিয়ায় তার কিছুটা অংশ পোস্ট করেছেন। তার ক্যাপশনে লিখেছেন, “জয়দেব জয়দেব???? #গণেশচতুর্থীর অনেক শুভেচ্ছা সবাইকে। বুদাপেস্ট অর্কেস্ট্রার সঙ্গে @gulraj_singh পরিচালিত খুব সুন্দরভাবে সাজানো এই দিব্য আরতিটি গেয়েছেন।”

আরও পড়ুন: সম্পর্কে গালিগালাজ কি স্বাস্থের পক্ষে ভাল? কী বলছে গবেষণা…

প্রসঙ্গত, শ্রেয়া ঘোষাল- এই মুহূর্তের সর্বশ্রেষ্ঠ হিসেবে তিনিই পরিচিত। আন্তর্জাতিক স্তরেও তিনি খ্যাতনামা। গান ছাড়া সিনেমা কল্পনাই করতে পারে না বলিউড প্রেমীরা। চিত্রনাট্যেও গানের ভূমিকা থাকে বড়। কয়েকটি ছবি আবার তার গানের জন্যই মানুষের মনে থেকে যায়। প্রতি গানের জন্য ২০-২৫ লক্ষ লক্ষ টাকা পারিশ্রমিক নেন শ্রেয়া।