Money Making Tips: লক্ষ্মী আসবে ঘরে বিপুল পরিমাণে, শুরু করতে হবে এই কাজ

 প্রথাগত চাষে লাভের পরিমাণ কম এবং সময় লাগে অনেকটাই বেশি। এমন অভিযোগ প্রায়ই করে থাকেন চাষিরা। তাই অনেকেই করেন বিকল্প চাষের সন্ধান। ঐতিহ্যগত চাষাবাদ বাদ দিয়ে যদি অন্য কিছু করতে চান, তাহলে কলা চাষ খুবই ভাল বিকল্প হতে পারে।
প্রথাগত চাষে লাভের পরিমাণ কম এবং সময় লাগে অনেকটাই বেশি। এমন অভিযোগ প্রায়ই করে থাকেন চাষিরা। তাই অনেকেই করেন বিকল্প চাষের সন্ধান। ঐতিহ্যগত চাষাবাদ বাদ দিয়ে যদি অন্য কিছু করতে চান, তাহলে কলা চাষ খুবই ভাল বিকল্প হতে পারে।
যে কোনও চাষির জন্য এই কলা চাষ করে অনায়াসে লক্ষ লক্ষ টাকা লাভ করা সম্ভব। কলা চাষ করতে খুব একটা বেশি জায়গা কিংবা সময়ের প্রয়োজন হয় না। প্রয়োজন হয় সঠিক পদ্ধতি এবং সঠিক সময়ের।
যে কোনও চাষির জন্য এই কলা চাষ করে অনায়াসে লক্ষ লক্ষ টাকা লাভ করা সম্ভব। কলা চাষ করতে খুব একটা বেশি জায়গা কিংবা সময়ের প্রয়োজন হয় না। প্রয়োজন হয় সঠিক পদ্ধতি এবং সঠিক সময়ের।
কোচবিহার জেলার বহু কৃষক কলা চাষের মাধ্যমে আর্থিক লাভবান হচ্ছেন। কোচবিহার জেলার এক চাষী ফজর আলি জানান, "তিনি দীর্ঘ পাঁচ বছর ধরে কলা চাষ করে লাভের মুখ দেখছেন। আগে প্রথাগত চাষাবাদ করেই দিন যাপন করতেন তিনি। তবে এ বছর পাঁচেক আগে করাচার শুরু করেন। এখন বর্তমানে কলা চাষ করে অন্যান্য চাষের চাইতে অনেক বেশি লাভ পাচ্ছেন। সময় লাগছে অনেকটাই কম, এবং খাটনিও হচ্ছে কম। তবে লাভের মাত্র থাকছে অনেকটাই বেশি। বিভিন্ন ধরনের কলা চাষ করা সম্ভব। তবে জাহাজী মালভোগ কলা এবং মনুয়া কলা চাষ করে লাভ বেশি পাওয়া যায়। এবং সহজেই করা যায় এই দুই কলা চাষ।"
কোচবিহার জেলার বহু কৃষক কলা চাষের মাধ্যমে আর্থিক লাভবান হচ্ছেন। কোচবিহার জেলার এক চাষী ফজর আলি জানান, “তিনি দীর্ঘ পাঁচ বছর ধরে কলা চাষ করে লাভের মুখ দেখছেন। আগে প্রথাগত চাষাবাদ করেই দিন যাপন করতেন তিনি। তবে এ বছর পাঁচেক আগে করাচার শুরু করেন। এখন বর্তমানে কলা চাষ করে অন্যান্য চাষের চাইতে অনেক বেশি লাভ পাচ্ছেন। সময় লাগছে অনেকটাই কম, এবং খাটনিও হচ্ছে কম। তবে লাভের মাত্র থাকছে অনেকটাই বেশি। বিভিন্ন ধরনের কলা চাষ করা সম্ভব। তবে জাহাজী মালভোগ কলা এবং মনুয়া কলা চাষ করে লাভ বেশি পাওয়া যায়। এবং সহজেই করা যায় এই দুই কলা চাষ।”
তিনি আরও জানান, "কৃষকরা প্রতি একরে ৮০ হাজার থেকে এক লক্ষ টাকা পর্যন্ত লাভ করতে পারেন কলা চাষ করে। সনাতন পদ্ধতিতে ধান, গম, ভুট্টা ইত্যাদি চাষে খরচ বেশি এবং ফলন অনুযায়ী লাভও কম। কিন্তু কলা চাষ করলে কম খরচে বেশি লাভ করা যায়। তাই বেশিরভাগ কৃষকের অন্যান্য ও চাষাবাদের পাশেই কলা চাষ করা উচিত।"
তিনি আরও জানান, “কৃষকরা প্রতি একরে ৮০ হাজার থেকে এক লক্ষ টাকা পর্যন্ত লাভ করতে পারেন কলা চাষ করে। সনাতন পদ্ধতিতে ধান, গম, ভুট্টা ইত্যাদি চাষে খরচ বেশি এবং ফলন অনুযায়ী লাভও কম। কিন্তু কলা চাষ করলে কম খরচে বেশি লাভ করা যায়। তাই বেশিরভাগ কৃষকের অন্যান্য ও চাষাবাদের পাশেই কলা চাষ করা উচিত।”
বর্তমানে জেলার কৃষকদের মধ্যে কলা চাষ বৃদ্ধি পাওয়ার কারণে আর্থিক লাভের পরিমাণ বেড়েছে কৃষকদের। ভবিষ্যতে জেলায় আরও কলা চাষ বৃদ্ধি পাবে বলে মনে করছেন কৃষি বিশেষজ্ঞরা। তবে উঁচু জমিতে কলা চাষ করা অনেকটাই বেশি লাভের মাত্রা দিতে পারে। সঠিক সময়ে সঠিক সার কীটনাশক প্রয়োগ করলে কড়াই ক্ষতি হওয়া সম্ভাবনা থাকে না।
বর্তমানে জেলার কৃষকদের মধ্যে কলা চাষ বৃদ্ধি পাওয়ার কারণে আর্থিক লাভের পরিমাণ বেড়েছে কৃষকদের। ভবিষ্যতে জেলায় আরও কলা চাষ বৃদ্ধি পাবে বলে মনে করছেন কৃষি বিশেষজ্ঞরা। তবে উঁচু জমিতে কলা চাষ করা অনেকটাই বেশি লাভের মাত্রা দিতে পারে। সঠিক সময়ে সঠিক সার কীটনাশক প্রয়োগ করলে কড়াই ক্ষতি হওয়া সম্ভাবনা থাকে না।