Money Making Tips: গরমে শুরু করুন এই ব্যবসা, লাভ হবে দ্বিগুণ! করতে হবে না টাকার চিন্তা

কোচবিহার: চাষ আবাদের মাধ্যমে যে কোনও কৃষক অধিক আর্থিক লাভবান হতে পারবেন। তবে গরমের চাষ করতে কিছুটা সমস্যার সম্মুখীন হতে হয় অধিকাংশ কৃষককে। তবে এই মরশুমে এই বিশেষ ধরনের ফুল চাষ করে অধিক মুনাফা পাওয়া সম্ভব।

এই চাষ করতে খুব একটা বেশি সময় এবং খুব একটা বেশি জায়গার প্রয়োজন হয় না। তবে সঠিক পদ্ধতি ও সঠিক উপায় অবলম্বন করে এই চাষ করতে হবে। তবে যে কোনও কৃষক লাভের মুখ দেখতে পারবেন খুব সহজেই।

আরও পড়ুন: পাইপ লাইনে বাড়ি বাড়ি পৌঁছবে রান্নার গ্যাস! লাগবে না সিলিন্ডার!

এই ফুলের চাহিদা বছরের সব সময় দেখতে পাওয়া যায়। তাই এই ফুল গাছের চাষ করে সারাটা বছর অর্থ উপার্জন করা সম্ভব। কোচবিহারের এক কৃষক এই চাষ করে আর্থিক ভাবে লাভবান হচ্ছেন দীর্ঘ সময় ধরে।

ফুল চাষি দুলাল সরকার জানান, “এই ফুল গাছের খুব একটা বেশি রোগের সংক্রমণ দেখতে পাওয়া যায় না। এবং এই ফুলের প্রচুর ভিন্নতা রয়েছে। তাই সব ধরনের ফুল মিশিয়ে চাষ করলে অনেকটাই বেশি লাভ করা সম্ভব। এই ফুল খুব সহজেই চাষ করা যায়। এছাড়া কোন মানুষ যদি স্বল্প জায়গায় চাষ করতে চায় তবে এই ফুল গাছ খুব ভাল। বছরের সব সময় এই ফুল গাছ চাষ করা সম্ভব। এবং এই ফুল গাছ সারা বছর ফুল দিতেই থাকে। তাই ফুল বিক্রি নিয়ে খুব একটা বেশি সমস্যায় পড়তে হয় না। কৃষক থেকে শুরু করে যেকোন মানুষ এই চাষ করতে পারবেন খুব সহজেই। এছাড়া এই ফুল গাছের চারা বিক্রি করেও লাভের মুখ দেখা সম্ভব।”

আরও পড়ুন: বছরে খরচ ৩৯৬ টাকা, পাওয়া যাবে ১০ লক্ষ টাকা; Post Office-এর এই বিমা পলিসির কথা জানেন?

তিনি আরো জানান, “এক একটি গাছের চারা ৫০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত দামে বিক্রি করা হয়ে থেকে বাজারে। এছাড়াও জবা ফুল গাছের অন্যান্য অনেক গুণাবলী রয়েছে। তবে যে কেউ স্বল্প সময়েই এই ফুল চাষ করে আর্থিকভাবে স্বনির্ভর হয়ে উঠতে পারবে। তবে এই জবা ফুল গাছের চাষে শুধুই জৈব সারই প্রয়োগ করতে হয়। রাসায়নিক সার প্রয়োগ করলে এই গাছ খুব তাড়াতাড়ি মরে যাওয়ার সম্ভবনা থাকে। এই জবা ফুলের চারা ও ফুলের দারুণ চাহিদা থাকে বাজারে।” তাই গরমের মরশুমে এই চাষ করে যেকোন কৃষক অধিক লাভবান হতে পারবেন সহজেই।

Sarthak Pandit