মুকুটমণিপুর

Mukutmanipur Tourism: পর্যটকহীন মুকুটমণিপুর, করুণ অবস্থা ব্যবসায়ীদের! কিন্তু কেন জানেন? কষ্ট হবে জানলে

বাঁকুড়া: তীব্র দাবদাহের জেরে পর্যটক শূন্য মুকুটমণিপুর। এই পরিস্থিতিতে ব্যবসায় ভাটা, ফলে ধুঁকছেন এখানকার ব্যবসায়ীরা। পর্যটনের মরসুম ছাড়াও বছরের বিভিন্ন সময় পর্যটকদের আনাগোনা থাকলেও চলতি মরশুমে পর্যটকহীন বাঁকুড়ার রানি মুকুটমণিপুর। যার জেরে সমস্যায় পড়েছেন এখানকার হোটেল ব্যবসায়ী, নৌকা চালক থেকে পর্যটন কেন্দ্রের সঙ্গে জড়িয়ে থাকা ছোটো বড় বহু ব্যবসায়ী।

পর্যটকের আনাগোনা না থাকায় উপার্জন বন্ধ-সহ ব্যবসায় ক্ষতির মুখে মাথায় হাত পর্যটন কেন্দ্রের ব্যবসায়ীদের। এক ব্যবসায়ী জানান, “সম্ভবত সবে ভোট হয়েছে বলে কেউ আসতে চাইছেন না। আমরা অপেক্ষায় রয়েছি কখন পর্যটকরা আসবেন। অন্যান্য বছর এই সময় পর্যটকেরা থাকেন। এবছর কেউ নেই।”

মুকুটমণিপুরে পর্যটক নেই
মুকুটমণিপুরে পর্যটক নেই

আরও পড়ুন: জিম সেরে বাড়ি ফেরার পথে গঙ্গায় স্নান তরুণ বডি বিল্ডারের! নদী থেকে আর উঠে এল না ত্রৌনক, মর্মান্তিক

নদী, টিলা, সবুজে ঘেরা অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ভরা বাঁকুড়ার রানি মুকুটমণিপুর রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র। একদিকে সবুজে ঘেরা টিলা, অন্যদিকে, কাঁসাই ও কুমারী নদীর মিলন স্থলে তৈরি এশিয়ার বৃহত্তম মাটির বাঁধ কংসাবতী জলাধার। জলাধারকে ঘিরে প্রাকৃতিক সৌন্দর্যে ভরা পর্যটন কেন্দ্র মুকুটমনিপুর। বহু পর্যটকের আনাগোনা থাকে এখানে, যেমন হেঁটে পর্যটন কেন্দ্রের বিভিন্ন জায়গার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন অনেকেই, ঠিক তেমনি এই কংসাবতী জলাধারে নৌকা বিহার পর্যটকদের আলাদা আনন্দ দেয়।

আরও পড়ুন: দিঘায় এবার নয়া আকর্ষণ! ৮০ আসনের ক্রুজে প্রমোদভ্রমণ-খানাপিনা! কবে থেকে বুকিং শুরু? জানুন

বছরভর রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার পর্যটকেরা এই মুকুটমণিপুর পর্যটক কেন্দ্রে ছুটে আসেন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে। তাই এই পর্যটন কেন্দ্রকে ঘিরে তৈরি হয়েছে বহু হোটেল-সহ বিভিন্ন ধরনের ছোট-বড় খাবারের দোকান, বিভিন্ন ক্ষুদ্র ব্যবসায়ের দোকান। মুকুটমণিপুরে ঘুরতে আসা পর্যটক অভিনেত্রী দীপান্বিতা সেনগুপ্ত বলেন, “দেখে খুবই খারাপ লাগছে। পর্যটকের ভিড় নেই। ব্যবসায়ীদের ব্যবসাতে মন্দা। তবে আমার মুকুটমণিপুর ঘুরতে বেশ মজা লাগছে।”

পর্যটকদের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়ে যাওয়ার জন্য অটো ও ইঞ্জিন ভ্যান চালিয়ে অনেকেই রোজগার করেন। কিন্তু বর্তমানে পর্যটন শূন্য পরিস্থিতিতে মাথায় হাত এখানকার নৌকা চালক থেকে ব্যবসায়ী সকলের। ব্যবসায় লাভ তো দূরস্ত, আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে তাদের, এমনটাই জানাচ্ছেন তারা। কবে গরম কমবে, কবে পুরনো ছন্দে ফিরবে আবার, সকলের চেনা মুকুটমণিপুর, সেদিকেই তাকিয়ে এখানকার নৌকা চালক, হোটেল মালিক, থেকে ক্ষুদ্র ব্যবসায়ীরা।

নীলাঞ্জন ব্যানার্জী