প্রতীকী চিত্র

Murshidabad News: খবর এল পুলিশের কাছে, দুই ব্যক্তিকে দেখেই সন্দেহ পুলিশের, তারপরই যা বেরল, ভয়ঙ্কর কাণ্ড মুর্শিদাবাদে

মুর্শিদাবাদ: ফের মুর্শিদাবাদ জেলাতে উদ্ধার হল হেরোইন। রানিতলা থানার নাজিরপুর মোড়ে নাকা চেকিং এ উদ্ধার প্রায় ৪২৯ গ্রাম হেরোইন। পুলিশ সূত্রে জানা যায় গোপনে হেরোইন পাচারের খবর পেয়ে গতকাল রাতে রানিতলা থানার পুলিশ অভিযানে নামে। অভিযান শুরু করে নাজিরপুর মোড়ে দুই ব্যক্তিকে দেখে সন্দেহ হওয়ায় তাদের তল্লাশি চালাতেই উদ্ধার হয় এই হেরোইন। গ্রেফতার করা হয় কামাল হোসেন ও নূর সেলিম শেখকে। ধৃতরা দু’জনেই লালগোলার লতিবেরপাড়া এলাকার বাসিন্দা বলেই জানা গিয়েছে। উদ্ধার হওয়া হেরোইনের বাজার মূল্য প্রায় ৪০লক্ষ টাকা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তবর্তী এলাকায় এই মাদক দ্রব্য হেরোইন পাচার করা হয়ে থাকে। পুলিশ গোপন সুত্রে খবর পেয়ে এই অভিযান করছিল।

আরও পড়ুন: ইউরোপিয়ান সাহেবদের এই রেল স্টেশন আজও রয়েছে বাংলায়! দেখলে চমকে যাবেন! জানেন কোথায়?

এদিন অভিযানে ছিলেন ভগবানগোলা এসডিপিও উত্তম গড়াই, ভগবানগোলা সার্কেল ইন্সপেক্টর মানস দাস, রানিতলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক খোরশেদ আলম সহ রানিতলা থানার পুলিশ কর্মীরা। পুলিশের দাবি এই হেরোইন বাংলাদেশে পাচারের ছক ছিল। ধৃতদের সাত দিনের পুলিশ হেফাজত চেয়ে লালবাগ মহকুমা আদালতে পাঠায় পুলিশ।

মুর্শিদাবাদ জেলাতে এর আগেও লালগোলা ও ভগবানগোলা সহ বিভিন্ন এলাকাতে মাদক দ্রব্য হেরোইন পাচার রুখেছিল পুলিশ। পুলিশের জালে ধরা পড়েছিল অনেক মাদকদ্রব্য চোরা চালানকারী। তবে রানীতলাতে পুলিশ ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করবে বলেই পুলিশ সূত্রে জানা গিয়েছে।

কৌশিক অধিকারী