Tag Archives: ok Sabha elections 2024

Post Poll Violence: ভোটের পরের দিনই রণক্ষেত্র মুর্শিদাবাদ, ছররা গুলিতে বিদ্ধ হল চার শিশু

মুর্শিদাবাদ: মঙ্গলবার ছিল মুর্শিদাবাদ ও জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন। পাশাপাশি ছিল ভগবানগোলা বিধানসভার উপ নির্বাচন। কিন্তু এই নির্বাচনে কোনও রক্ত না ছড়িয়ে অবাধ ও শান্তিপূর্ণ ভাবেই নির্বাচন সম্পন্ন হয় কোথাও কিছু বিক্ষিপ্ত অশান্তি ছাড়াই। তবে ভোট মিটতেই উত্তপ্ত মুর্শিদাবাদ। আর গুলিবিদ্ধ হল চারজন শিশু। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ভগবানগোলা থানার হোসেনাবাদ গ্রামে।

জানা গিয়েছে, তৃণমূল কংগ্রেস ও জোট প্রার্থীর কর্মীদের সঙ্গে বিবাদ শুরু হয় সকালবেলায়। ছররা গুলিতে চারজন গুলিবিদ্ধ হয়। প্রত্যেকের বয়স বয়স ছয় থেকে আট বছর। ভগবানগোলা দু’নম্বর ব্লকের হোসেনাবাদ গ্রামে দুই পক্ষের মারপিটে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আহত অবস্থায় প্রত্যেককেই মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। পুলিশি তৎপরতায় সংঘর্ষ থামলেও এখনও উত্তেজনা রয়েছে গ্রামে।

আরও পড়ুন: ভাইপো আনন্দকে হঠাৎ দলীয় পদ থেকে সরিয়ে দিলেন, ভোটের মধ্যেই মায়াবতীর সিদ্ধান্তে জোর জল্পনা

স্হানীয় বাসিন্দারা জানান, মুর্শিদাবাদ জেলার ভগবানগোলার হোসেনাবাদে ধুন্ধুমার সংঘর্ষ বাঁধে গ্রাম্য বিবাদ কে কেন্দ্র করে বুধবার সকালে। আর সেই সংঘর্ষের মাঝে পড়ে আহত হন ৪জন শিশু। আর ভোট পরবর্তী হিংসাতে উত্তপ্ত হয়ে উঠল এলাকা। মূলত ছররা গুলি চালায় দুস্কৃতীরা। আর সেই গুলিতেই গুলিবিদ্ধ হন চারজন শিশু।

পুলিশ জানিয়েছে, পরিস্থিতির নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। ঘটনাস্থলে পৌঁছয় রানিতলা থানার পুলিশ। পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে। কারও পেটে ও হাতে লেগেছে বলে জানা গিয়েছে। তবে চিকিৎসকেরা জানিয়েছেন আহতদের চিকিৎসা শুরু হয়েছে।

কৌশিক অধিকারী

Mamata Banerjee: ‘৪৪০ ভোল্টের ঝটকা লাগবে!’ উত্তরের দুই কেন্দ্র নিয়ে বিরাট হুঁশিয়ারি মমতার

কোচবিহার: বাংলায় ‘৪৪০ ভোল্টের ঝটকা’ খেতে চলেছে বিজেপি৷ উত্তরবঙ্গে প্রথম দফার নির্বাচনের আগে শেষ মুহূর্তের প্রচার সেরে মানুষের সাড়ায় আত্মবিশ্বাসী হয়ে এমনই দাবি করলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আলিপুরদুয়ার এবং কোচবিহারে সভায় সাধারণ মানুষের উৎসাহ এবং ভিড় দেখে মুখ্যমন্ত্রীর দাবি, দুই কেন্দ্রেই বিপুল ব্যবধানে জয়ী হবেন তৃণমূল প্রার্থীরা৷

আগামী শুক্রবার শুরু হচ্ছে প্রথম দফার লোকসভা নির্বাচন৷ প্রথম দফায় উত্তরবঙ্গের তিন কেন্দ্র জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে ভোটগ্রহণ হবে৷ তার আগে এ দিন আলিপুরদুয়ার এবং কোচবিহারে জনসভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বর্তমানে ওই দুটি কেন্দ্রই রয়েছে বিজেপি-র দখলে৷

আরও পড়ুন: এজেন্সির ভয় দেখিয়ে নির্বাচনী বন্ডের টাকা বিজেপি-র ঘরে? জবাব দিলেন মোদি

সেই জনসভা সেরেই এক্স হ্যান্ডেলে তৃণমূলনেত্রী লেখেন, ‘কোচবিহার এবং আলিপুরদুয়ারের মানুষ আমাকে আজ যে ভালবাসা দিয়েছেন, তার জন্য আমি চিরকৃতজ্ঞ থাকব৷ বিজেপি মানুষের আশা আকাঙ্খা নিয়ে খেলা করছে৷ মানুষকে তাঁদের অধিকার থেকে বঞ্চিত করছে, প্রতি মুহূর্তে বিশ্বাসঘাতকতা করছে৷ কিন্তু মানুষ অনেক সহ্য করেছে৷ মানুষের আশীর্বাদ নিয়ে এবার আমাদের দুই প্রার্থী জগদীশচন্দ্র বসুনিয়া এবং প্রকাশ চিক বরাইক বিপুল ভোটে জয়ী হবেন৷ যাঁরা ঝুলিয়ে দেওয়ার মতো অসংসদীয় শব্দ ব্যবহার করছেন, তারা আমাদের জনগণের থেকে ৪৪০ ভোল্টের ঝটকা খাবেন৷’

প্রসঙ্গত উল্লেখ্য, কয়েকদিন আগেই রাজ্যে প্রচারে এসে বালুরঘাটের সভা থেকে ‘উল্টো করে ঝুলিয়ে দেওয়ার’ হুঁশিয়ারি দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷ নাম না করে মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকেই জবাব দিলেন, তা বলার অপেক্ষা রাখে না৷

বাংলায় এবার কাঙ্খিত লক্ষ্যে পৌঁছতে বিজেপির বড় ভরসা বরাবরের শক্ত ঘাঁটি উত্তরবঙ্গ৷ আবার বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গে অনেকটাই ঘুরে দাঁড়ানোর পর এবার লোকসভা নির্বাচনেও উত্তরবঙ্গে নিজেদের হারানো জমি ফিরে পেতে মরিয়া তৃণমূল৷ রাজনৈতিক বিশেষজ্ঞদেরও ধারণা, উত্তরবঙ্গের সব কেন্দ্রেই এবার হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে৷