অলিম্পিক্সে এবার বাংলা থেকে মাত্র তিনজন! কারা তাঁরা, চিনে নিন

প্যারিস: প্রহর গোনা শুরু হয়ে গেছে বিশ্ব জুড়ে। জুলাইয়ের শেষ সপ্তাহ থেকেই শুরু হতে চলেছে প্যারিসে আয়োজিত হতে চলেছে বিশ্বের সবচেয়ে বড় প্রতিযোগিতা প্যারিস অলিম্পিক্স। প্রতিবারের মতো এবারেও ভারতের বিভিন্ন রাজ্য থেকে প্রতিযোগীরা প্যারিসে রওনা হয়েছেন। লক্ষ্য একটাই ‘ভারত’-কে জগত সভায় শ্রেষ্ঠ আসনে উন্নীত করা।

আরও পড়ুন: বয়সে ছোট তো কী হয়েছে? নিউ ব্যারাকপুরের ‘পাওয়ার গার্ল’ কাজাকস্তানে জিতলেন সোনা

প্রতিবারের মতন এবারেও, দেশের মধ্যে সবথেকে বেশি রয়েছেন হরিয়ানার প্রতিযোগীরা। এই রাজ্য থেকে মোট ২৪ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছেন। প্রতিযোগীদের মধ্যে রয়েছেন গত অলিম্পিক্সে সোনার পদক জিতে ফেরা নীরজ চোপড়া। এছাড়াও সেই দলে রয়েছেন বক্সিং-এর অমিত পাঙ্ঘাল, শুটিংয়ে মানু ভাকের, কুস্তিতে অন্তিম পাঙ্ঘাল, ভিনেশ ফোগাট, আমন শেহরাওয়াতের মতো চমকপ্রদ তারকা।

হরিয়ানার পরেই আছে পঞ্জাব। সেখানে রয়েছেন মোট ১৯ জন প্রতিযোগী। ভারতের পুরুষ হকি দলের প্রায় সব সদস্যই এই রাজ্য থেকে রয়েছেন। পঞ্জাবের পরেই রয়েছে তামিলনাড়ু। মোট ১৩ জন প্রতিযোগী রয়েছেন এই রাজ্য থেকে। টেবিল টেনিসের শরথ কমল এবং পি ভি সিন্ধুর হাতে থাকছে এবারে অলিম্পিক্সে ভারতের পতাকা। সিন্ধুর রাজ্য তেলেঙ্গানা থেকে রয়েছেন নিখাত জারিন, সৃজা আকুলার-সহ মোট ৪ জন প্রতিযোগী।

এবারে বাংলা থেকে রয়েছেন মোট ৩ জন প্রতিযোগী। প্রথমে ৪ জন প্রতিযোগী হলেও শেষ মুহূর্তে বাদ পড়েছেন বাংলার আভা খাটুয়া।

বাংলার প্রতিযোগীদের মধ্যে প্রথম নাম, বালিগঞ্জের আনুশ আগারওয়াল ইকুয়েস্ট্রিয়ানে ভারতের একমাত্র প্রতিনিধি। টেবিল টেনিসের রিজার্ভ দলে রয়েছেন বাংলার মেয়ে ঐহিকা মুখোপাধ্যায়। এর সঙ্গেই তিরন্দাজিতে রয়েছেন অঙ্কিতা ভকত। প্যারিসে এসে এর আগেও তিনবার বিভিন্ন প্রতিযোগিতায় পদক জিতেছেন তিনি। এবারও পদকের জেতার দৌড়ে নামবেন অঙ্কিতা। আশা একটাই “সোনার মেয়ে” হয়ে ফেরা।

অলিম্পিকে রাজ্যভিত্তিক প্রতিযোগীর তালিকা-
হরিয়ানা- ২৪, পঞ্জাব- ১৯, তামিলনাড়ু- ১৩, উত্তরপ্রদেশ- ৭, কর্ণাটক- ৭, কেরালা- ৬, মহারাষ্ট্র- ৫, তেলেঙ্গানা- ৪, উত্তরাখণ্ড- ৪, দিল্লি- ৪, পশ্চিমবঙ্গ- ৩, ওড়িশা- ২, মণিপুর- ২, গুজরাত- ২, মধ্যপ্রদেশ- ২, চণ্ডীগড়- ২, অসম- ১, বিহার- ১, গোয়া- ১, ঝাড়খণ্ড- ১