Tag Archives: westbengal

বনাঞ্চলে আগুন নিয়ন্ত্রণ করাকে কেন্দ্র করে বিধানসভায় প্রশ্নের মুখে বনমন্ত্রী, পাল্টা দুষলেন বিধায়কদের

কলকাতা: আজ, বুধবার বনাঞ্চলের আগুন নিয়ন্ত্রণ করাকে কেন্দ্র করে প্রশ্নের মুখে পড়লেন বনমন্ত্রী বীরবাহা হাসদা৷ সম্প্রতি, ঝাড়গ্রাম, জঙ্গল মহল-সহ একাধিক বনাঞ্চলে আগুন লাগার ঘটনা ঘটেছে৷ এই প্রেক্ষিতে বনমন্ত্রীকে প্রশ্ন করেন ভারতীয় জনতা পার্টির বাঁকুড়া জেলার শালতোড়ার বিধায়ক চন্দনা বাউড়ি, ‘‘শালতোড়ার জঙ্গলে প্রতিবার আগুন লাগে। এই আগুন নিয়ন্ত্রণের জন্য বন দফতর কী ব্যবস্থা নিচ্ছে?’’

বিজেপি বিধায়কের প্রশ্নের মুখে বনমন্ত্রী কার্যত বিধায়কদেরই প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে৷ তিনি প্রশ্নের জবাব দিতে উঠে বলেন, ‘‘গত বছর প্রত্যেক বিধায়ককে ১০০০টা চারা দেওয়ার কথা ছিল। কিন্তু গুটিকয়েক বিধায়ক ছাড়া কেউই গাছ নিয়ে যাননি। বিধায়করা কি গাছ লাগাতে আদৌ সচেতন? অনেক বিধায়কের মধ্যেই গা ছাড়া মনোভাব রয়েছে৷’’

আরও পড়ুন:বান্ধবীর দিকে রেনকোট ছুঁড়লেন যুবক, ব্যাহত মুম্বইয়ের রেল পরিষেবা! কারণ জানলে চমকে উঠবেন

বিধায়ক চন্দনা বাউরির প্রশ্নের উত্তরে বীরবাহা স্থানীয় জনগণ ও পঞ্চায়েতর উপরই কার্যত সেই দায় ঠেলে দেন৷

বনমন্ত্রী বক্তব্যের শেষে বলেন, ‘‘আগুন লাগানোর ঘটনা নিয়ন্ত্রণে আনার জন্য প্রশাসনের সঙ্গে স্থানীয় জনগণ ও পঞ্চায়েতকেও হাত মেলাতে হবে৷ বন দফতরের তরফ থেকে আগুন নিয়ন্ত্রণের জন্য যথেষ্ট চেষ্টা চলে। কিন্তু এলাকার জন প্রতিনিধিরা যদি নিজেদের মতো করে আগুন লাগার বিষয়টা নিয়ন্ত্রণ করেন, পঞ্চায়েত সদস্যদের সঙ্গে কথা বলেন, তাহলে প্রশাসনের সুবিধা হয়।’’

আরও পড়ুন:বাংলাকে বঞ্চনা, ভোটের ময়দানে জবাব! কেন্দ্রীয় বাজেটের তীব্র সমালোচনা মমতার

কয়েকদিন আগেই হলং বনবাংলোতে অগ্নিকাণ্ডকে কেন্দ্র করে রহস্য দানা বেঁধেছিল বিভিন্ন মহলে৷ ঘটনাটি নিছক দুর্ঘটনা না কী অন্তর্ঘাত, সেই নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহল থেকেই৷

ইতিমধ্যেই এই ঘটনার তদন্তের জন্য, কমিটি গঠন করেছেন বীরবাহা হাঁসদা৷ এবার বনাঞ্চলে আগুন লাগার ঘটনায় কার্যত এলাকার বিধায়কদেরই কাঠগড়ায় দাঁড় করালেন তিনি৷

অলিম্পিক্সে এবার বাংলা থেকে মাত্র তিনজন! কারা তাঁরা, চিনে নিন

প্যারিস: প্রহর গোনা শুরু হয়ে গেছে বিশ্ব জুড়ে। জুলাইয়ের শেষ সপ্তাহ থেকেই শুরু হতে চলেছে প্যারিসে আয়োজিত হতে চলেছে বিশ্বের সবচেয়ে বড় প্রতিযোগিতা প্যারিস অলিম্পিক্স। প্রতিবারের মতো এবারেও ভারতের বিভিন্ন রাজ্য থেকে প্রতিযোগীরা প্যারিসে রওনা হয়েছেন। লক্ষ্য একটাই ‘ভারত’-কে জগত সভায় শ্রেষ্ঠ আসনে উন্নীত করা।

আরও পড়ুন: বয়সে ছোট তো কী হয়েছে? নিউ ব্যারাকপুরের ‘পাওয়ার গার্ল’ কাজাকস্তানে জিতলেন সোনা

প্রতিবারের মতন এবারেও, দেশের মধ্যে সবথেকে বেশি রয়েছেন হরিয়ানার প্রতিযোগীরা। এই রাজ্য থেকে মোট ২৪ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছেন। প্রতিযোগীদের মধ্যে রয়েছেন গত অলিম্পিক্সে সোনার পদক জিতে ফেরা নীরজ চোপড়া। এছাড়াও সেই দলে রয়েছেন বক্সিং-এর অমিত পাঙ্ঘাল, শুটিংয়ে মানু ভাকের, কুস্তিতে অন্তিম পাঙ্ঘাল, ভিনেশ ফোগাট, আমন শেহরাওয়াতের মতো চমকপ্রদ তারকা।

হরিয়ানার পরেই আছে পঞ্জাব। সেখানে রয়েছেন মোট ১৯ জন প্রতিযোগী। ভারতের পুরুষ হকি দলের প্রায় সব সদস্যই এই রাজ্য থেকে রয়েছেন। পঞ্জাবের পরেই রয়েছে তামিলনাড়ু। মোট ১৩ জন প্রতিযোগী রয়েছেন এই রাজ্য থেকে। টেবিল টেনিসের শরথ কমল এবং পি ভি সিন্ধুর হাতে থাকছে এবারে অলিম্পিক্সে ভারতের পতাকা। সিন্ধুর রাজ্য তেলেঙ্গানা থেকে রয়েছেন নিখাত জারিন, সৃজা আকুলার-সহ মোট ৪ জন প্রতিযোগী।

এবারে বাংলা থেকে রয়েছেন মোট ৩ জন প্রতিযোগী। প্রথমে ৪ জন প্রতিযোগী হলেও শেষ মুহূর্তে বাদ পড়েছেন বাংলার আভা খাটুয়া।

বাংলার প্রতিযোগীদের মধ্যে প্রথম নাম, বালিগঞ্জের আনুশ আগারওয়াল ইকুয়েস্ট্রিয়ানে ভারতের একমাত্র প্রতিনিধি। টেবিল টেনিসের রিজার্ভ দলে রয়েছেন বাংলার মেয়ে ঐহিকা মুখোপাধ্যায়। এর সঙ্গেই তিরন্দাজিতে রয়েছেন অঙ্কিতা ভকত। প্যারিসে এসে এর আগেও তিনবার বিভিন্ন প্রতিযোগিতায় পদক জিতেছেন তিনি। এবারও পদকের জেতার দৌড়ে নামবেন অঙ্কিতা। আশা একটাই “সোনার মেয়ে” হয়ে ফেরা।

অলিম্পিকে রাজ্যভিত্তিক প্রতিযোগীর তালিকা-
হরিয়ানা- ২৪, পঞ্জাব- ১৯, তামিলনাড়ু- ১৩, উত্তরপ্রদেশ- ৭, কর্ণাটক- ৭, কেরালা- ৬, মহারাষ্ট্র- ৫, তেলেঙ্গানা- ৪, উত্তরাখণ্ড- ৪, দিল্লি- ৪, পশ্চিমবঙ্গ- ৩, ওড়িশা- ২, মণিপুর- ২, গুজরাত- ২, মধ্যপ্রদেশ- ২, চণ্ডীগড়- ২, অসম- ১, বিহার- ১, গোয়া- ১, ঝাড়খণ্ড- ১

Bhartiya Nyaya Samhita: কেন্দ্রের ন্যায় সংহিতা আইন নিয়ে পর্যালোচনা করার জন্য রাজ্যের রিভিউ কমিটির গঠন

কলকাতা: কেন্দ্রের ন্যায় সংহিতা আইন নিয়ে পর্যালোচনার জন্য রাজ্য সরকার তৈরি করল রিভিউ কমিটি। সাত সদস্যের রিভিউ কমিটি তৈরি করল রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর। এই কমিটির মাথায় রয়েছেন প্রাক্তন বিচারপতি।

প্রসঙ্গত, কেন্দ্র সরকার ইতিমধ্যে নতুন আইন চালু করেছে। শুক্রবার বাদল অধিবেশনের শেষ দিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লোকসভায় তিনটি বিল পেশ করেন।

সেখানে তিনি দাবি করেন, ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং সাক্ষ্য অধিনিয়ম শীর্ষক এই তিনটি বিল কার্যকর হলে আইন থেকে ঔপনিবেশিক ব্রিটিশ জমানার প্রভাব এবং দাসত্বের মানসিকতা দূর হবে৷’

আরও পড়ুন: শারদোৎসব উপলক্ষে আগামী মঙ্গলে পুজো কমিটি ও পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

এই তিনটে বিলের রিভিউ করার জন্যই এই কমিটি তৈরি হয়েছে। মূলত কেন্দ্রের ন্যায় সংহিতা আইন রাজ্য নিজের প্রয়োজন মতো সংশোধন করতে পারে নাকি? সেই সংক্রান্ত বিষয়টি খুটিয়ে দেখায় জন্যই এই রিভিউ কমিটির গঠন৷

আরও পড়ুন: মজার প্র্যাঙ্ক বদলে গেল দুর্ঘটনায়, ছাদ থেকে পড়ে মৃত্যু ১ মহিলার

স্বরাষ্ট্র দফতর এর নির্দেশিকায় উল্লেখ রয়েছে, রাজ্য এই নিয়ে কেন্দ্রকে কিছু প্রস্তাব দিয়েছিল৷ কিন্তু রাজ্যের দেওয়া এই প্রস্তাব কেন্দ্র মানেনি। তাই জন্যই এই রিভিউ কমিটির গঠন।

ফৌজদরি আইনে সংশোধন আনা যায় কি না সেই নিয়ে পর্যালোচনা হওয়ার কথা এই কমিটিতে। সমস্ত দিক পর্যালোচনা করে তিন মাসের মধ্যেই রিপোর্ট দেবে এই কমিটি। প্রাক্তন বিচারপতি অসীম কুমার রায়ের নেতৃত্বেই এই কমিটি তৈরি করা হয়েছে।