প্যান্ডেলের সামনেই ছয়লাপ মন্ডপ সজ্জা কর্মীর ফটো

Nadia News: কালী পুজোর প্যান্ডেলের মধ্যেই ছয়লাপ মন্ডপ সজ্জা কর্মীর ফটো, জানুন আসল কারণ!

রানাঘাট: বর্তমানে থিমের পুজোর চল দেদার বেড়েই চলেছে। কলকাতা শহরতলীতে আগে দুর্গাপুজোর সময় থিমের বাড়ন্ত দেখা যেত। এরপর কলকাতা ছাড়িয়ে, তা জেলায় প্রভাব বিস্তার করল। তবে এখন এই থিমের প্যান্ডেল শুধু দুর্গা পুজোতেই সীমিত নেই। কালী পুজোতেও পড়েছে থিমের ছোঁয়া। একাধিক মন্ডপ শিল্পীদের বেশ কয়েক মাস আগে থেকেই বায়না করতে হয় থিমের মন্ডপ সজ্জার জন্য। আর তারাই তাদের শিল্পকলার বলে ফুটিয়ে তোলেন সেই মন্ডপ, যা দেখতে ভিড় করেন আপামর দর্শনার্থীরা।

তবে এবার এক পুজো কমিটির সঙ্গে কয়েক লক্ষ টাকার থিমের মন্ডপের বায়না নিয়ে যোগাযোগ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠল এক মন্ডপ সজ্জা ব্যবসায়ীর বিরুদ্ধে। সূত্রের খবর নদিয়ার রানাঘাটের নেতাজি স্পোর্টিং ক্লাবের সদস্যরা পূর্ব মেদিনীপুরের এক প্যান্ডেল ব্যবসায়ীকে ধাপে ধাপে প্রায় দু লক্ষ টাকা অগ্রিম দেন থিমের প্যান্ডেল বানানোর জন্য। এরপর সেই টাকা আত্মসাৎ করে গা ঢাকা দেয় রাজ পান্ডা নামে ওই প্যান্ডেল ব্যবসায়ী এমনটাই অভিযোগ করছেন পুজোর উদ্যোক্তারা।

জানা যায় নদিয়ার রানাঘাট নেতাজি স্পোর্টিং ক্লাবের সদস্যদের এ বছর কালীপুজোর থিম ছিল কৃষক বন্ধু। তবে প্যান্ডেল কর্মীর টাকা আত্মসাৎ করার ফলে সাধারণ প্যান্ডেল তৈরি করেই কোনরকমে পুজো সারছেন তারা। তবে ইতিমধ্যেই সেই মন্ডপসজ্জা ব্যবসায়ীর ছবি ও নামসহ সমস্ত বিস্তারিত তথ্য এবং তাকে দেওয়া মন্ডপের বায়নার তথ্য সমেত বড় বড় পোস্টার ছাপিয়ে এখন ছয়লাপ ওই পুজো মন্ডপে র চারপাশে।

আরও পড়ুনঃ KKR News: কেকেআর ৩ জনকে কিনবে আরটিএম কার্ড ব্যবহার করে! তালিকায় চমকে দেওয়া সব নাম

রীতিমতো তারা ওই প্যান্ডেল ব্যবসায়ীর ছবি এবং তার কন্টাক্ট পেপার সমেত ক্লাব চত্বরে লাগানো হয়েছে ব্যানার। শুধু তাই নয় সেই প্যান্ডেল ব্যবসায়ীকে ধরিয়ে দিতে পারলে বিশেষ পুরস্কার ঘোষণা ক্লাব কর্তৃপক্ষের।

Mainak Debnath