ভগ্নপ্রায় অঙ্গনওয়াড়ি কেন্দ্র

ICDS Centre: প্রাণ হাতে নিয়ে চলা! এই ‘ভয়াবহ’ অঙ্গনওয়াড়ি কেন্দ্র নিয়ে ভীত অভিভাবকরা

পুরুলিয়া: ছোট ছোট শিশু ও প্রসূতি মায়েদের জন্য তৈরি করা হয় অঙ্গনওয়াড়ি কেন্দ্র। এই কেন্দ্রে প্রাথমিক শিক্ষাদানের পাশাপাশি পুষ্টিকর খাবার দেওয়া হয় ছোট ছোট শিশুদের। কিন্তু এই অঙ্গন‌ওয়াড়ি কেন্দ্রের ভয়াবহ অবস্থা ভয় ধরিয়েছে অভিভাবকদের মনে। পুরুলিয়ার বান্দোয়ানের কুমড়া পঞ্চায়েত এলাকার জঙ্গলের মাঝে এক পরিত্যক্ত বাড়িতে চলে গ্রামের অঙ্গনওয়াড়ি কেন্দ্রেটি। দীর্ঘ ১৫ বছর ধরে এখানেই চলছে সেটি। কিন্তু ছাউনি না থাকায় রোদ, জল, ঝড়, বৃষ্টির মধ্যেই বারান্দায় চলছে শিশু ও গর্ভবতী মায়েদের পুষ্টিকর খাবার বন্টনের কাজ।

ওই কেন্দ্রে প্রবেশ করলেই দেখা যায় মাথার উপর খোলা আকাশ। দেওয়ালে ধরেছে ফাটল, মুহুর্তেই ঘটে যেতে পারে দুর্ঘটনা। ঝোপে ঝাড়ে ভর্তি, মাঝে মধ্যেই সাপ ও বিভিন্ন বিশাক্ত পোকামাকড় ঢুকে পড়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। মাথার উপর টিনের আচ্ছাদনটুকুও নেই। জীবনের ঝুঁকি নিয়েই সরকারি পরিষেবা দিচ্ছেন অঙ্গনওয়াড়ি কর্মীরা। যে কোনও সময় ঘটতে পারে বড়সড় দুর্ঘটনা। আতঙ্কে রয়েছেন অভিভাবকেরা।

আর‌ও পড়ুন: ফুঁসতে থাকা অজয়ের জন্য কয়েক হাজার মানুষের জীবিকা সঙ্কটের মুখে!

এই বিষয়ে অভিভাবকেরা বলেন, তাঊরা অনেকটাই আতঙ্কের মধ্যে বাচ্চাদের এই আইসিডিএস সেন্টারে পাঠাচ্ছেন। যে কোনও সময় বিপদ ঘটতে পারে। এই বিষয়ে পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাত বলেন, যে সমস্ত আইসিডিএস সেন্টারগুলি ভগ্নদশা হয়ে রয়েছে সেগুলির একটি তালিকা প্রস্তুত করার জন্য বিডিওদের বলা হয়েছে। সে তালিকা হাতে পাওয়ার পর আমরা খুব শীঘ্রই এই আইসিডিএস সেন্টারগুলিকে মেরামত করার উদ্যোগ নেব।

শর্মিষ্ঠা ব্যানার্জি