প্রতীকী ছবি

Dengue: ডেঙ্গিতে মৃত‍্যু জেলায়! লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ‍্যা, উদ্বিগ্ন স্বাস্থ্য বিভাগ

পশ্চিম মেদিনীপুর:  ক্রমশ মাথাচাড়া দিয়ে উঠছে ডেঙ্গি, মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে স্বাস্থ্য দফতরের কাছে। শুধু তাই নয়, লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। অগাস্টের প্রথম সপ্তাহ পেরোতেই সেই গ্রাফ ক্রমশ উর্ধ্বমুখী হচ্ছে। শুধু তাই নয় জেলায় এই প্রথম ডেঙ্গিতে মৃত্যু হয়েছে একজনের।

ঘাটালের বাসিন্দার ডেঙ্গিতে মৃত্যু হয়েছে বলে জেলা স্বাস্থ্য দফতর সূত্রে খবর। ইতিমধ্যেই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের জন্য জেলা মুখ্য স্বাস্থ্য অধিকর্তার নির্দেশে বিশেষ টিম গঠন করে তদন্ত শুরু হয়েছে। কার গাফিলতি রয়েছে, খতিয়ে দেখছে জেলা স্বাস্থ্য বিভাগ। শুধু তাই নয়, এলাকায় পাঠানো হয়েছে মেডিকেল টিম। সচেতন করা হয়েছে ব্লক স্বাস্থ্য অধিকর্তাদের।

আরও পড়ুন: সন্দীপের কীর্তি ফাঁস! পড়ুয়াদের পাশ করানো থেকে হাসপাতালের জিনিসপত্র কেনা, লক্ষ লক্ষ টাকার কমিশন নেওয়ার গুরুতর অভিযোগ

গত প্রায় দু সপ্তাহ ধরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়েবাড়ছে। গত জুলাই মাসে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ১% ছিল কিন্তু চলতি মাসের সেই গ্রাফ উর্ধ্বমুখী হয়ে ৭% ঠেকেছে। গত বছরের মত সমান হারে আক্রান্তের সংখ্যা বাড়ছে। ইতিমধ্যে জেলায় ১২০ জনেরও বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

রবিবার ঘাটালের সুলতানপুরে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয় এক ব্যক্তির। প্রথমে ঘাটাল হাসপাতাল, পরে একাধিক হাসপাতাল এবং মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে তার মৃত্যু হয়। তড়িঘড়ি ডেঙ্গি পরিস্থিতি নিয়ে বারংবার আলোচনা চালিয়ে যাচ্ছে জেলা স্বাস্থ্য দফতর। শুধু তাই নয় জেলা স্বাস্থ্য ভবনে বিভিন্ন ব্লকের অধিকর্তা, মেডিকেল অফিসারদের নিয়ে বিশেষ বৈঠক করেন জেলা মুখ্য স্বাস্থ্য অধিকর্তা সৌম্য শংকর ষড়ঙ্গী।

আরও পড়ুন: হোটেলে থাকছেন? বিছানার নীচে জলের বোতল ফেলতে ভুলবেন না! ৯৯% শতাংশ লোকজনই জানেন না কারণ

এক ব্যক্তির মৃত্যুর পর, সিএমওএইচ এর নির্দেশে গঠন করা হয়েছে বিশেষ টিম। কীভাবে মৃত্যু হল ওই ব্যক্তির? কার গাফিলতিতেই বা মৃত্যু? তার পূর্ণাঙ্গ তদন্তের জন্য গঠন করা হয়েছে বিশেষ টিম। এলাকার অন্যান্য ব্যক্তিদের স্বাস্থ্য পরিস্থিতি এবং ডেঙ্গি আক্রান্তদের চিকিৎসা বিষয়ে বিশেষ নজরদারি যারে রাখা হয়েছে। শুধু তাই নয়, এলাকায় রয়েছে মেডিকেল টিম।

আরও পড়ুন: আরজি কর কাণ্ডে নয়া মোড়! তদন্তে ‘অনাস্থা’, বিস্ফোরক দাবি নিহত চিকিত্‍সকের বাবা-মা, আইনজীবীর

স্বাভাবিকভাবে বর্তমানে ডেঙ্গি পরিস্থিতি নিয়ে ক্রমশ আতঙ্কের সৃষ্টি হচ্ছে। বেশকিছু জায়গায় মানুষের অসাবধানতার কারণে অপ্রীতিকর ঘটনা ঘটছে। সকলকে সচেতন থাকার পরামর্শ দিচ্ছে জেলা স্বাস্থ্য বিভাগ। তবে ডেঙ্গি পরিস্থিতির উপর বাড়তি নজরদারি রেখেছে জেলা স্বাস্থ্য ভবন।

রঞ্জন চন্দ