প্ল্যাটফর্মে ব্যাগ হাতে দাঁড়িয়েছিল ২ যুবক, তল্লাশি করতেই চক্ষু চড়কগাছ জিআরপির (Representative Image)

প্ল্যাটফর্মে ব্যাগ হাতে দাঁড়িয়েছিল ২ যুবক, তল্লাশি করতেই চক্ষু চড়কগাছ জিআরপির

প্রয়াগরাজ, উত্তরপ্রদেশ: প্রয়াগরাজ স্টেশনের ৪ নম্বর প্ল্যাটফর্ম থেকে ১০টি কচ্ছপ উদ্ধার করল রেল পুলিশ। কচ্ছপ পাচারের অভিযোগে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। এই খবর জানিয়েছেন জিআরপি-এর এসপি অভিষেক যাদব। ধৃত ২ যুবককে ফরেস্ট ইনস্পেক্টর শিবদত্ত কপিলদেবের হাতে তুলে দেওয়া হয়েছে।

জিআরপি-এর একটি দল প্রয়াগরাজ স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মে টহল দিচ্ছিল। সেই সময় দুই যুবককে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখেন তাঁরা। কাছে যেতেই আঁতকে ওঠে দুই যুবক। তাড়াতাড়ি ট্রেন ধরতে হবে বলে পালানোর চেষ্টা করে। কিন্তু লাভ হয়নি কোনও।

আরও পড়ুন– রাশিফল ২৯ সেপ্টেম্বর: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

দুই যুবককে জিজ্ঞাসাবাদ শুরু করে জিআরপি। দু’জনের কাছেই একটা করে ব্যাগ ছিল। সেগুলো তল্লাশি করতেই বেরিয়ে আসে ১০টি কচ্ছপ। এরপরই দু’জনকে গ্রেফতার করে রেল পুলিশ। ধৃত গুড্ডু কানজাদ এবং আকাশ কানজাদ আমেঠির বাসিন্দা।

দু’জনেই কচ্ছপ পাচারের কথা স্বীকার করে নিয়েছে। ফরেস্ট ইন্সপেক্টর কপিলদেব বলেন, “জিজ্ঞাসাবাদে দুই অভিযুক্ত জানিয়েছে, সুলতানপুরের এক ব্যক্তি এই কচ্ছপগুলো তাঁদের বিহারের ভাগলপুরে পৌঁছে দিতে বলেছিল। এই কাজের দুই যুবককে দেড় হাজার টাকা করে মোট ৩ হাজার টাকা দেওয়া হয়েছে।’’

আরও পড়ুন– সংখ্যাতত্ত্বে ২৯ সেপ্টেম্বর: দেখে নিন কেমন যাবে আজকের দিন; জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

প্রয়াগরাজের ডিএফও অরবিন্দ যাদব বলেন, “এগুলো ভারতীয় সফটশেল প্রজাতির। তফসিল ১-এর অন্তর্ভুক্ত। স্বচ্ছ জলে এবং জলাশয়ে পাওয়া যায়।’’ দুই যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, “কচ্ছপগুলিকে আদালতে প্রমাণ হিসাবে পেশ করার পর প্রয়াগরাজের স্বচ্ছ জলাশয়ে ছেড়ে দেওয়া হবে।’’

আটক দুই মদ পাচারকারী: প্রয়াগরাজ স্টেশন থেকে বৃহস্পতিবার দুই মদ পাচারকারীকেও গ্রেফতার করেছে রেল পুলিশ। বিকেলে ৩ নম্বর প্ল্যাটফর্মে টহল দেওয়ার সময় দুই সন্দেহভাজনকে আটক করা হয়। দু’জনের কাছেই ছিল ট্রলি ব্যাগ। জিআরপি-এর তল্লাশিতে বিপুল পরিমাণে মদের প্যাকেট ও বোতল উদ্ধার হয়েছে। এই ঘটনায় রাজেশ কুমার এবং বিজয় কুমার সিং নামে দুই যুবককে গ্রেফতার করেছে জিআরপি। দু’জনেই বিহারে মদ পাচারের উদ্দেশ্যে প্রয়াগরাজ স্টেশনে এসেছিল। পুলিশি জিজ্ঞাবাদে এ কথা স্বীকার করেছে দুই অভিযুক্ত।