Natungram: বর্ধমানের এই গ্রামের শিল্পীদের সৃষ্টির ব্যাপক কদর বিদেশে

পূর্ব বর্ধমান জেলার নতুনগ্রামের বেশিরভাগ মানুষই জড়িত রয়েছেন শিল্পের সঙ্গে। পুরুষদের পাশাপাশি মহিলারাও যুক্ত শিল্পকর্মের সঙ্গে। বর্তমানে এই গ্রাম অনেকের কাছেই বেশ জনপ্রিয়।
পূর্ব বর্ধমান জেলার নতুনগ্রামের বেশিরভাগ মানুষই জড়িত রয়েছেন শিল্পের সঙ্গে। পুরুষদের পাশাপাশি মহিলারাও যুক্ত শিল্পকর্মের সঙ্গে। বর্তমানে এই গ্রাম অনেকের কাছেই বেশ জনপ্রিয়।
এই গ্রামে প্রবেশ করলেই দেখা মিলবে কাজে ব্যস্ত শিল্পীদের। বর্তমানে বিদেশি পর্যটকদেরও যাতায়াত বেড়েছে এই গ্রামে। এক কথায় বলতে গেলে শিল্পের সঙ্গে যুক্ত থেকে বেশ স্বাচ্ছন্দ্যেই জীবনযাপন করছেন নতুনগ্রামের শিল্পীরা। অনেকের কাছে এই গ্রাম শিল্পীগ্রাম, আবার অনেকে একে কাঠ পুতুলের গ্রাম নামেও চেনে।
এই গ্রামে প্রবেশ করলেই দেখা মিলবে কাজে ব্যস্ত শিল্পীদের। বর্তমানে বিদেশি পর্যটকদেরও যাতায়াত বেড়েছে এই গ্রামে। এক কথায় বলতে গেলে শিল্পের সঙ্গে যুক্ত থেকে বেশ স্বাচ্ছন্দ্যেই জীবনযাপন করছেন নতুনগ্রামের শিল্পীরা। অনেকের কাছে এই গ্রাম শিল্পীগ্রাম, আবার অনেকে একে কাঠ পুতুলের গ্রাম নামেও চেনে।
এখানকার সকল শিল্পী প্রথম দিকে শুধুমাত্র কাঠের পেঁচা এবং গৌর নিতাই-এর মূর্তি তৈরি করতেন। যদিও একসময় এই কাঠের পেঁচা, গৌর নিতাই মূর্তির চাহিদা ছিল তুঙ্গে। কিন্তু মাঝখানে চাহিদা কমেছিল। তবে বর্তমানে আবার হাল ফিরতে শুরু করেছে এখানকার শিল্পীদের।
এখানকার সকল শিল্পী প্রথম দিকে শুধুমাত্র কাঠের পেঁচা এবং গৌর নিতাই-এর মূর্তি তৈরি করতেন। যদিও একসময় এই কাঠের পেঁচা, গৌর নিতাই মূর্তির চাহিদা ছিল তুঙ্গে। কিন্তু মাঝখানে চাহিদা কমেছিল। তবে বর্তমানে আবার হাল ফিরতে শুরু করেছে এখানকার শিল্পীদের।
আধুনিকতার যুগে তাল মিলিয়ে নতুন নতুন কাঠের জিনিস তৈরি করছেন শিল্পীরা। আর বর্তমানে এই সকল আধুনিক জিনিসের চাহিদা তুঙ্গে।
আধুনিকতার যুগে তাল মিলিয়ে নতুন নতুন কাঠের জিনিস তৈরি করছেন শিল্পীরা। আর বর্তমানে এই সকল আধুনিক জিনিসের চাহিদা তুঙ্গে।
নতুনগ্রামের শিল্পী গৌরাঙ্গ ভাস্কর বলেন, 'আমরা এখন নিজেরা বুদ্ধি খাটিয়ে কাঠের আসবাবপত্র, ঘড়ি, টেবিল, চেয়ার, ফটো ফ্রেম, ঠাকুর রাখার দোলনা সহ আরও বিভিন্ন ধরনের জিনিস তৈরি করছি। শুধুমাত্র পেঁচা তৈরি করে আমাদের শিল্পীদের সংসার চালানো কঠিন হয়ে উঠেছিল। কিন্তু আধুনিক জিনিস তৈরি করে আমাদের আবার হাল ফিরেছে। আমরা শিল্পীরা এখন ভাল আছি।'
নতুনগ্রামের শিল্পী গৌরাঙ্গ ভাস্কর বলেন, ‘আমরা এখন নিজেরা বুদ্ধি খাটিয়ে কাঠের আসবাবপত্র, ঘড়ি, টেবিল, চেয়ার, ফটো ফ্রেম, ঠাকুর রাখার দোলনা সহ আরও বিভিন্ন ধরনের জিনিস তৈরি করছি। শুধুমাত্র পেঁচা তৈরি করে আমাদের শিল্পীদের সংসার চালানো কঠিন হয়ে উঠেছিল। কিন্তু আধুনিক জিনিস তৈরি করে আমাদের আবার হাল ফিরেছে। আমরা শিল্পীরা এখন ভাল আছি।’
বর্তমানে নতুনগ্রামের খ্যাতি দেশ ছাড়িয়ে বিদেশেও পৌঁছে গিয়েছে। এখানকার শিল্পীদের তৈরি জিনিস পাড়ি দিচ্ছে ভিন রাজ্যে সহ বিদেশেও। শিল্পীদের তৈরি ঘর সাজানোর বিভিন্ন কাঠের জিনিস নজর কাড়ছে বহু মানুষের।
বর্তমানে নতুনগ্রামের খ্যাতি দেশ ছাড়িয়ে বিদেশেও পৌঁছে গিয়েছে। এখানকার শিল্পীদের তৈরি জিনিস পাড়ি দিচ্ছে ভিন রাজ্যে সহ বিদেশেও। শিল্পীদের তৈরি ঘর সাজানোর বিভিন্ন কাঠের জিনিস নজর কাড়ছে বহু মানুষের।