কুকুরকে খাওয়াচ্ছেন অধ্যাপিকা

West Medinipur News: কলেজ ক্যাম্পাসে অধ্যাপিকা করলেন এই কাজ, জানলে অবাক হবেন 

পশ্চিম মেদিনীপুর : পথ কুকুরকে কেমো দেওয়ার ব্যবস্থা করে ক্যানসার মুক্ত করলেন কলেজের অধ্যাপিকা। মানুষ মানুষের জন্য। তবে শুধু মানুষের জন্য বাঁচা নয়, সমাজ, পরিবেশ এবং পরিবেশের অন্যান্য প্রাণীদের সমান চোখে দেখা উচিত সকলের। শুধু পড়াশোনায় ছাত্র-ছাত্রীদের শিক্ষা দেওয়া নয়, সমাজতত্ত্ব বিষয় নিয়ে তিনি যেমন ছাত্র-ছাত্রীদের নৈতিক শিক্ষা দেন, তেমনইকলেজ ক্যাম্পাসে এই অধ্যাপিকা যা করেছেন তা সমাজের কাছে দৃষ্টান্ত।সমাজেঅবলা পশুদের প্রতি প্রেম সকলের কাছে এক আলাদা পরিচয় মিলেছে তার। কলেজ ক্যাম্পাসে ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়া একটি পথ কুকুরকে সেবা শুশ্রূষার মধ্য দিয়ে সুস্থ করে তুলেছেন এক অধ্যাপিকা।

বেলদা কলেজের সমাজতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপিকা সহেলি চৌধুরীর উদ্যোগেই সুস্থ হয়েছে কুকুরটি।কলেজ ক্যাম্পাসেই ঘোরাঘুরি করে একাধিক পথকুকুর। নিয়ম করেই তাদের দেখা যায় ক্যাম্পাসে। নিয়মিত খেতেও দেন এই অধ্যাপিকা। কিন্তু বেশ কয়েকদিন ধরে একটি কুকুরকে তিনি অসুস্থ অবস্থায় দেখতে পান। ধরা পড়ে কুকুরটির শরীরের একটি টিউমার ক্যানসারে পরিণত হয়েছে।কলেজ ক্যাম্পাসে চিকিৎসা চলেকুকুরটির।সেটিকেকেমো দিয়ে সুস্থ করে তোলা হয়।

আরও পড়ুন : নিজেই নিজের মোটিভেশন, রাজ্য স্তরে সোনা জয় কৃতি মেয়ের

প্রসঙ্গত গত দশদিন আগে কলেজ চত্বরে থাকা একটি স্ত্রী কুকুরের শরীরের একটি অংশথেকে পুঁজ ও রক্ত পড়তে দেখেন অধ্যাপিকা। তারপরেই খোঁজ শুরু করেন কুক্কুরীটিকে চিকিৎসা করে সুস্থ করে তোলা কীভাবে সম্ভব। সমাজমাধ্যম থেকেমেদিনীপুরের এই পশুপ্রেমী সংস্থাটির খোঁজ ও ফোন নম্বর পান।কুকুরের ছবি ও ভিডিও তুলে পাঠাতেও হয় ওই ডগ লাভার্সদের। তারা এসে কুকুরটির চিকিৎসা শুরু করেন গত দশদিন আগে।

আরও পড়ুন : হ্যান্ডমেড রাখি তৈরি করে স্বনির্ভর হওয়ার বার্তা গৃহশিক্ষকের

তারা জানাচ্ছেন, প্রয়োজনীয় ওষুধের পাশাপাশি স্যালাইন দিতে হয়েছে। দুর্বল হয়ে পড়েছিল কুকুরটি। স্যালাইনের সঙ্গেই কেমো দেন চিকিৎসক।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F 

শুধু তাই নয় কলেজের উদ্যোগ ও কলেজের নিরাপত্তা কর্মী পঙ্কজ দত্ত ওষুধ ও খাবারখাওয়ানোর কাজ করেছেন। অবশেষে সুস্থ হয়ে ওঠে কুকুরটি।

রঞ্জন চন্দ