কলা চাষ

Farming: নামমাত্র খরচেই বিপুল লাভ! এই চাষ করেই মালামাল কৃষক, দিন দিন আরও বাড়ছে চাহিদা

উত্তর দিনাজপুর: চাহিদা ও দাম ভাল পাওয়ায় দিন দিন বাড়ছে কলা চাষের প্রতি আগ্রহ। বাড়ির পাশের ফেলে রাখা জমি, পুকুরের পাড়, এমনকী ফসলি জমিতেও কৃষকেরা চাষ করছেন কলা। বাজারের চাহিদা থাকায় ও আর্থিকভাবে লাভবান হওয়ায় বাড়ছে কলা চাষ। ইতিমধ্যে অনেকে কলা চাষ করে হয়েছেন স্বাবলম্বী।

উত্তর দিনাজপুর জেলার একাধিক চাষী কলা চাষে সঙ্গে জড়িত। অন্যান্য ফসলের চেয়ে কলা চাষ করে বেশি লাভবান হওয়া যায়। কলাগাছের চারা রোপণের অল্পদিনের মধ্যেই বেড়ে ওঠে এবং দ্রুত ফল পাওয়া যায়। কলা চাষের ব্যাপারে কৃষিবিদ রাধিকারঞ্জন দেবভূতি জানান, প্রতি বিঘা জমিতে কলা চাষের জন্য ৩৫০-৪০০ কলার চারা রোপণ করা যায়। বিঘা প্রতি জমিতে খরচ হয় প্রায় ১৮-২০ হাজার টাকা। আর লাভ হয় প্রায় ৬০-৭০ হাজার টাকা।

আরও পড়ুন: ভাত রান্নার আগে করুন এই ছোট্ট কাজ! হাতের মুঠোয় ব্লাড সুগার, একলাফে বেড়ে যাবে পুষ্টিগুণ

বছরে একবার কলা চারা রোপণ করা হলে তা তিন বছর ভালোভাবে ফলন দিতে পারে যা অন্য কোনও ফসলের ক্ষেত্রে সম্ভব না। রাধিকা রঞ্জন দেবভূতি জানান, বৈশাখ থেকে আষাঢ় মাস পর্যন্ত কলার চারা লাগানোর উপযুক্ত সময়। এই কলা গাছ লাগানোর সময় চার থেকে ৫ ফিট দূরত্বে গর্ত করতে হবে।

দেড় ফিট চওড়া ও আড়াই ফিট গভীরতা করে কলা গাছটি লাগাতে হবে। কলা চারা লাগানোর আগে কম্পোস্ট সার দিয়ে কলার গাছটি ভর্তি করতে হবে। তারপর ১৫-১৬ দিন পর গলার চারা জমিতে বসাতে হবে। কলা গাছে থোর আসার একমাস আগে ইউরিয়া ও পটাশ সার দিলে কলা গাছে ভাল ফলন আসে।

আরও পড়ুন: বাজারে দেখেও কিনছেন না? টক, মিষ্টি ফলেই কুপোকাত ইউরিক‍ অ‍্যাসিডের সমস‍্যা! শরীরে অন্দরে জমে থাকা ময়লাও দূর হবে

বিঘা প্রতি দুই থেকে আড়াই হাজার টাকা খরচ হলেও এই কলার গাছ থেকে চার থেকে পাঁচ হাজার টাকা লাভ আসে। কলা ভীষণ লাভজনক ফসল কলার থোড় বা মোচা ও বাজারে ভাল দামে বিক্রি হয়। কলা চাষ লাভজনক হওয়ায় দিন দিন বাড়ছে কলার চাহিদা। কলা চাষে লাভ হওয়ায় চাষিরা দিন প্রতিদিন ঝুঁকছেন কলা চাষের প্রতি।

পিয়া গুপ্তা