জুনিয়র ওয়ার্ল্ডকাপ

Inspiration: মায়ের সাহচর্যই ভরসা, পুরুলিয়া থেকে বিশ্বকাপের মঞ্চে শৈশবে পিতৃহীন ষষ্ঠ শ্রেণীর ছাত্রী

শর্মিষ্ঠা বন্দ্যোপাধ্যায়, পুরুলিয়া : স্পোর্টস ও ফিজিক্যাল অ্যাক্টিভিটির দিক থেকেও অনেকখানি এগিয়ে গিয়েছে জঙ্গলমহলের এই লাল মাটির জেলা। এমনকি ক্যারাটেতেও পিছিয়ে নেই  পুরুলিয়া। ‌সম্প্রতি কাজাকিস্তানে অনুষ্ঠিত হতে চলেছে ফোর্থ জুনিয়র ওয়ার্ল্ড কাপ। আর সেখানেই কিউকোশিন ক্যারাটের ক্যাটাগরিতে অংশগ্রহণ করতে চলেছে পুরুলিয়ার ভূমিকন্যা শ্রেয়া তপাদার। ‌

মাত্র বারো বছর বয়সে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে শ্রেয়া। ‌বর্তমানে সে ষষ্ঠ শ্রেণির পড়ুয়া। ‌পরিবারে রয়েছে তার মা। ‌ ছেলেবেলাতেই বাবাকে হারিয়েছে শ্রেয়া। মনের জোর ও মায়ের সহযোগিতায় আজ এত বড় জায়গায় প্রতিযোগিতার জন্য প্রস্তুত হচ্ছে শ্রেয়া। ভারতের মধ্যে এই প্রথমবার জুনিয়ার ওয়ার্ল্ড কাপের কিউকোশিন ক্যারাটের ক্যাটাগরিতে ১২ বছর বয়সি কোনও মেয়ে অংশগ্রহণ করছে।‌ যা জুনিয়র ওয়ার্ল্ড কাপে রেকর্ড। ‌

এ বিষয়ে অংশগ্রহণকারী শ্রেয়া তপাদার বলে, পাঁচ বছর বয়স থেকে সে ক্যারাটে শিখছে। তার খুবই প্রিয় কিউকোশিন ক্যারাটে। এই প্রথমবার সে এত বড় সুযোগ পেয়েছে। তাতে তার খুব ভাল লাগছে। ‌ ছোটবেলা থেকেই মায়ের সমর্থন পেয়েছে সে। এই জুনিয়র ওয়ার্ল্ডকাপে সে পুরুলিয়ার নাম উজ্জ্বল করে আসতে চায় বলে জানিয়েছে।

আরও পড়ুন : চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট থেকে হন ইনস্টা-তারকা! প্রিয় ‘ভ্রমণ গোয়েন্দা’-র অকালমৃত্যুতে শোকাচ্ছন্ন অনুরাগীরা

এর আগে মাত্র ১২ বছর বয়সে কিউকোশিন ক্যারাটের ক্যাটাগরিতে জুনিয়র ওয়ার্ল্ডকাপে কেউ অংশগ্রহণ করেনি। তাই শ্রেয়া তপাদরের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করায় গর্বিত গোটা জঙ্গলমহল।