রায়ডাক নদী ভাঙন

River Erosion: বাঁধের অংশ তলিয়ে গিয়েছে নদীতে, আতঙ্কের প্রহর গুনছে গ্রামের মানুষ

কোচবিহার: টানা বৃষ্টির জেরে জেলার বেশিরভাগ নদীতেই ভাঙনে চিত্র ফুটে উঠেছে। তোর্ষা থেকে মানসাই নদীর ভাঙনে আতঙ্কিত বহু মানুষ। এরই মাঝে আবার রায়ডাক নদীর ভাঙন দেখা দেওয়ায় চিন্তায় ঘুম উড়েছে আরও অসংখ্য লোকজনের।

কোচবিহার জেলার তুফানগঞ্জ মহকুমার বারোকোদালি-১ অঞ্চলের লাঙল গ্রামে রায়ডাক নদীর ভাঙনের প্রকোপ দেখা দিয়েছে। এবারের বর্ষায় নদী ফুঁসে উঠতেই বাঁধে ভাঙন শুরু হয়েছে। ইতিমধ্যেই নদী বাঁধের একাংশ নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে হয়ত এলাকায় বাকি নদী বাঁধেও ফাটল দেখা দেবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন গ্রামবাসীরা। ফলে নদীর জল লোকালয়ে ঢুকে পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

আর‌ও পড়ুন: সালিশি সভায় ভয়ঙ্কর ঘটনা! তর্কাতর্কির মধ্যেই বেরিয়ে এল ধারাল অস্ত্র, তারপর…

এলাকার এক বাসিন্দা স্বপ্না দাস জানান, এক বছর আগে থেকে নদী বাঁধে ভাঙন শুরু হয়েছিল। তখন থেকেই ক্রমাগত ভাঙন হয়েই চলেছে। এবারে নদী বাঁধের অনেকটা অংশ তলিয়ে গিয়েছে। তাই এলাকার মানুষের চলাচলের রাস্তা নেই বললেই চলে। নদী ভাঙন রোধে বাঁশের খাঁচা দেওয়া হলেও লাভ হয়নি। বর্তমানে যেকোনও মুহূর্তে নদী লোকলয়ে প্রবেশ করতে পারে বলে সকলের আশঙ্কা। বাঁধের উপরে ছিল বিদ্যুতের তারের খুঁটি। সেই খুঁটি ইতিমধ্যেই নদী গর্ভে চলে গিয়েছে। ফলে এলাকায় বেশ কিছুদিন ধরে বিদ্যুৎ সরবরাহ নেই। জলের পাইপ লাইন বাঁধের ভেঙে যাওয়ার কারনে ক্ষতির সম্মুখীন হয়েছে। ফলে জল সরবরাহ‌ও বন্ধ হয়ে রয়েছে।

এই পরিস্থিতিতে এলাকার বাসিন্দারা আশঙ্কা প্রকাশ করে জানিয়েছেন, রাত হলে আর ঘুম হয় না। কখন যে কী হয় তা বোঝা দুষ্কর। ফলে পরিবার নিয়ে প্রাণ বাঁচাতে কার্যত সারারাত জেগেই কাটান তাঁরা।

সার্থক পণ্ডিত