রেলগেটের কাজ

Murshidabad News: রেলগেটের কাজের জন্য বন্ধ থাকবে এই জাতীয় সড়ক! জেনে নিন বিকল্প পথ

মুর্শিদাবাদ: আপনি কি উত্তরবঙ্গ যাওয়ার কথা ভাবছেন সড়ক পথে? একদিনের ছুটিতে যেতে চাইছেন মুর্শিদাবাদ জেলার ওপর দিয়ে লং ড্রাইভে? বা বাসে করে যাওয়ার পরিকল্পনা গ্রহণ করেছেন উত্তরবঙ্গ যাওয়ার। তাহলে যাওয়ার আগে সাবধান হন। না হলে সমস্যায় পড়তে পারেন।

মুর্শিদাবাদ জেলার বেলডাঙা থানার অন্তর্গত ভাবতা রেলগেটের ১২ নম্বর জাতীয় সড়কের ওপর রেললাইন মেরামতের কাজ হবার কারণে যান চলাচল বন্ধ থাকবে। মুর্শিদাবাদ পুলিশ জেলার পক্ষ থেকে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেই নির্দেশ অনুযায়ী বেশ কিছুদিন ব্যহত থাকবে যান চলাচল।

আরও পড়ুন: ব্যাটে সূর্য, বলে রিয়ান! শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় দিয়েই গম্ভীর যুগের সুচনা করল ভারত

মুর্শিদাবাদ পুলিশ জেলার নির্দেশ অনুযায়ী, ২৭ জুলাই, ২৮ জুলাই এবং ৪ আগস্ট রাত্রি ১১টা থেকে সমস্ত যান চলাচল বন্ধ থাকবে। এবং এই নির্দেশ ৫ আগস্ট ভোর ৪টে পর্যন্ত অব্যাহত থাকবে। অর্থাৎ তিনদিন বন্ধ থাকবে জাতীয় সড়ক। রেল লাইনের মেরামতের কারণেই এই রাস্তা বন্ধ থাকবে বলে জানান হয়েছে। নির্দেশিকা তে এও জানানো হয়েছে, এই তিনটে দিনগুলিতে পণ্যবাহী গাড়িগুলি না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: অলিম্পিক্সে পদকের হাতছানি! মেয়েদের এয়ার পিস্তল বিভাগের ফাইনালে মনু ভাকের

ফরাক্কা থেকে কলকাতাগামী বাসগুলি ফতেপুর মোড় হয়ে বহরমপুর শহরের মধ্যদিয়ে ভাকুড়ি মোড় থেকে হরিহরপাড়া-আমতালা হলে বড়ুয়া মোড়ে উঠবে। এবং কৃষ্ণনগর থেকে ফরাক্কাগামী বাসগুলি বড়ুয়া মোড় থেকে আমতলা হরিহরপাড়া হয়ে ভাকুড়ি মোড়ে উঠবে। ফলে এই কিছু দিনের জন্য চাপ থাকবে বহরমপুর শহরে। সেই ক্ষেত্রে বহরমপুর ট্রাফিক সম্পূর্ণ প্রস্তুত বলে জানানো হয়েছে জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে।