কান্দি বাসস্ট্যান্ডে বন্ধ রেলের টিকিট কাউন্টার 

Railway News: বন্ধ রেলের টিকিট কাউন্টার! চরম ভোগান্তি ট্রেন যাত্রীদের, কারণ জানলে অবাক হবেন

মুর্শিদাবাদ: দুর্গাপুজোর মরশুমে কোথাও বেড়াতে যেতে চাইছেন। ভরসা ভারতীয় রেল। কিন্তু সেই রেলের টিকিট কাউন্টার আজকে প্রায় তিন মাসের বেশি সময় ধরেই বন্ধ। আর টিকিট কাউন্টার বন্ধ থাকার জেরে সমস্যায় পড়েছেন কান্দি মহকুমার চারটি বিধানসভার সাধারণ মানুষ। মুর্শিদাবাদ জেলার কান্দি বাসস্ট্যান্ডে ২০১২ সালে তৈরি হয় রেলের টিকিট কাউন্টার। কিন্তু বর্তমানে লিঙ্ক সমস্যার জন্য বন্ধ আছে টিকিট কাউন্টার পরিষেবা।

আছে কম্পিউটার, আছে রেলের সিস্টেম। কিন্তু অকেজো হয়ে পড়ে আছে রেলের টিকিট কাউন্টার। কারণ, বিএসএনএলের ইন্টারনেট পরিষেবা অকেজো। আর তার জেরেই ২৭শে ফেব্রুয়ারি থেকে বন্ধ রেলের টিকিট কাউন্টার। পুর্ব রেলের অধিনস্থ কান্দি মহকুমার মানুষের কথা মাথায় রেখে তৎকালীন সময়ে রেল প্রতিমন্ত্রী থাকা কালীন কান্দি বাসট্যান্ডের ওপর রেলের টিকিট কাউন্টার পরিষেবা চালু করা হয়। ২০২০ সালে কোভিড মহামারির সময়ে বন্ধ ছিল বেশ কয়েক মাস টিকিট কাউন্টার।

আরও পড়ুন-   গরমে গোলাপ গাছ শুকিয়ে কাঠ হচ্ছে? এই ৬ জিনিস ‘ধন্বন্তরি’! গোড়ায় দিলেই থোকা থোকা ফুলে ভরবে গাছ, গ্যারান্টি!

পরবর্তীতে কর্মীর অভাবে কয়েক মাস বন্ধ থাকলেও কান্দি পৌরসভা এবং কান্দির বিধায়ক অপূর্ব সরকার উদ্যোগ গ্রহণ করলে আবার পুনরায় চালু হয় টিকিট কাউন্টার। কিন্তু ২৬শে ফেব্রুয়ারি হঠাৎই অকেজো হয়ে পড়ে পরিষেবা। বিএসএনএলের তার কেটে যাওয়ার কারণেই ২৭শে ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ আছে এই টিকিট কাউন্টার। বারবার BSNL বা রেলের উচ্চ পদস্থ আধিকারিকদের জানানো হলেও সুরাহা মেলেনি বলেই অভিযোগ।

আরও পড়ুন-   বলুন তো, পৃথিবীর কোন দেশে Jeans পরা নিষেধ? ৯০% মানুষই জানেন না সঠিক উত্তর, নাম শুনলে চমকে যাবেন গ্যারান্টি!

কান্দি রেলের মানচিত্রের সঙ্গে যুক্ত হয়নি। যার কারণে সালার, খাগড়াঘাট এমনকি সাঁইথিয়া ষ্টেশনে যেতে হয় মহকুমার বাসিন্দাদের ট্রেনে চাপার জন্য। এমনকি কান্দি মহকুমার বহু মানুষ পরিযায়ী শ্রমিকের সঙ্গে যুক্ত ।ভিন রাজ্যে কাজে গেলেও রেলের টিকিট কাটতে পারছেন না কাউন্টার থেকে। পুজোর মরশুমে টিকিট কাটতেও সমস্যায় পড়তে হচ্ছে যাত্রীদের।
তবে টিকিট কাউন্টার থাকলেও কবে তা চালু হবে এই প্রশ্ন এখন শহরবাসীর।

কৌশিক অধিকারী