জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা

Nadia News: ফের জাতীয় সড়কের ভয়াবহ দুর্ঘটনা, ওভারব্রিজের দাবিতে বিক্ষোভ এলাকাবাসীর

নদিয়া: ভয়াবহ পথ দুর্ঘটনা নদিয়ার কৃষ্ণনগর দিগনগর বাজার এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কে। কৃষ্ণনগর দিগনগর বাজারে ১২ নম্বর জাতীয় সড়কে রাস্তা পারাপার হওয়া এক পথচারীকে বাঁচাতে লিচু বোঝাই ম্যাটাডোর সজোরে ব্রেক মেরে উল্টে পড়ল তারই গায়ে, ঘটনাস্থলেই মৃত্যু পথচারীর, এলাকাবাসীর বিক্ষোভ ওভারব্রিজের দাবিতে।

আরও পড়ুন: ঘূর্ণিঝড়ের দাপটে কাঁচায় ঝরে পড়েছে আম! বাজারে অমিল হতে পারে হিমসাগর

স্থানীয় সূত্রে জানা যায় ওই এলাকারই এক ব্যক্তি রাস্তা পার হচ্ছিলেন, কৃষ্ণনগরের দিক থেকে কলকাতা যাওয়ার উদ্দেশেএকটি লিচু বোঝাই গাড়ির চালক প্রথমে তাকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করলেও শেষমেষ সজোরে ব্রেক মারার জন্য উল্টে যায় এবং ওই পথচারীর উপরেই চাপা পড়ে ম্যাটাডোর গাড়িটি, পথচারী মারা যান সেখানেই। সূত্রের খবর অনুযায়ী জানা যায় মৃত ব্যক্তির নাম রবি দেবনাথ, পেশায় ভ্যানচালক, অত্যন্ত অভাবী পরিবারের স্ত্রী এক ছেলে এক মেয়ে সহ মোট চার জন সদস্য তার উপার্জনের উপরেই নির্ভরশীল ছিলেন।

আরও পড়ুন:  ৩ বছরে বন্ধ হয়নি একদিনও! রোদে, ঝড়বৃষ্টিতে রোজ ৫ টাকায় গরিব মানুষের পেট ভরায় মা ক্যান্টিন

ঘটনাস্থলে ছুটে আসেন কোতোয়ালি থানার পুলিশ এবং রোড ট্রাফিক সহ ন্যাশনাল হাইওয়ে কর্তৃপক্ষ।তিন মাসে তিন তিনটি পথ দুর্ঘটনায় মৃত্যুর কারণে এলাকাবাসীরা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে। তাদের দাবি অত্যন্ত ব্যস্ততম এই এলাকায় স্কুল, বাজার, ব্যাঙ্ক, পোস্ট অফিস থাকা সত্ত্বেও এখানে কোনও ওভারব্রিজ করা হয়নি।অন্যদিকে পরিবার এবং এলাকাবাসী দুর্ঘটনাস্থলে এসে বিক্ষোভের ফেটে পড়ে, সমগ্র এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

Mainak Debnath