গিটার হাতে নাটক দেখিয়ে প্রতিবাদ

RG Kar Doctor Murder Impact: গানে-নাটকে আরজি কর কাণ্ডে ‘জাস্টিস’ চাইলেন ওঁরা, দেখুন ভিডিও

বীরভূম: এই মুহূর্তে সাধারণ মানুষের কন্ঠে একটাই কথা শোনা যাচ্ছে, ‘আরজি কর কান্ডের সঠিক বিচার’। আরজি কর কাণ্ডের প্রতিবাদে লাগাতার বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি পালিত হচ্ছে। জারি রয়েছে বিক্ষোভ এবং মিছিল। বাড়ি ছেড়ে পথে নেমে এসেছে সাধারণ মানুষ। আসল দোষীদের শাস্তির দাবিতে রাত দখলের লড়াইয়ের জন্য পথে নেমেছেন শহর থেকে শুরু করে গ্রামগঞ্জের মহিলারা। রাত্রিতে মহিলাদের সুরক্ষা দিতে হবে, এই দাবি নিয়ে কখনও মশাল মিছিল, কখনও আবার মৌন মিছিল হচ্ছে। অনেকেই মোমবাতি নিয়েও মিছিল করছেন।

আরজিকর কাণ্ডের প্রভাব পড়েছে বীরভূম জেলাতেও। এখানকার মল্লারপুরে এক অন্য ধরনের প্রতিবাদ মিছিল দেখা গেল। মল্লারপুরের বাহিনা মোড়ে নাটক এবং গানের মধ্য দিয়ে প্রতিবাদে সরব হলেন এলাকার যুবক এবং যুবতীরা। কেউ হাতে গিটার নিয়ে প্রতিবাদ মূলক গান গাইলেন, আবার অন্যদিকে মহিলারা পথ নাটকের মধ্য দিয়ে প্রতিবাদ জানান। এই প্রতিবাদ মিছিলে প্রায় কয়েক হাজার মানুষ অংশ নিয়েছিলেন।

আরও পড়ুন: নিরাপত্তার বালাই নেই, জেলার এই হাসপাতালের অবস্থা জানলে শিউরে উঠবেন!

বাহিনা মোড়ের প্রতিবাদ মিছিলের মাধ্যমে বার্তা দেওয়া হয় সকল পুরুষ ধর্ষক হয় না। অন্যদিকে নাটকের মাধ্যমে দেখানো হয় কীভাবে নারীদের উপর অত্যাচার করা হয়। সংবাদ মাধ্যমে নাম প্রকাশে অনিচ্ছুক এক মহিলা জানান, স্বাধীন ভারতেও নারীরা আজ সুরক্ষিত নয়। সন্ধের পরে কার্যত ঘর থেকে বেরোতে ভয় পাচ্ছেন বাড়ির মহিলারা। বাড়ির মেয়ে যতক্ষন বাড়ি না ফিরছেন ততক্ষণ চিন্তায় থাকছেন বাড়ির সদস্যরা। তাই অবিলম্বে আসল দোষীদের গ্রেফতার করে নারীদের সুরক্ষিত করতে হবে। আর এমন শাস্তি দিতে হবে যেন আর কেউ এমন কাজ করার সাহস না পায়।

সৌভিক রায়