Tag Archives: Drama

Bangla Video: একাগ্রতা বাড়াতে স্কুলে নাটকের মহড়া, এবার পড়াশুনার পাশাপাশি চলবে নাট্যচর্চাও

দক্ষিণ দিনাজপুর: বিদ্যালয় মানে সেখানে শুধুই পড়াশোনা? তবে তা নয়। পড়াশোনার বাইরে গিয়ে অন্যান্য বিষয়কে গুরুত্ব দেওয়া হয় বিভিন্ন স্কুলের নিজস্ব সিদ্ধান্ত অনুযায়ী। এমনই বালুরঘাট শহরের অন্যতম ললিত মোহন আদর্শ উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয়ের প্রাথমিক ও উচ্চ বিদ্যালয় মিলিয়ে মোট ৪০ জন ছাত্র নিয়ে নাট্য চর্চা ও নাটকের কর্মশালার আয়োজন করেছে স্কুল কর্তৃপক্ষ। তবে তা শুধুমাত্র আজ নয়, দীর্ঘ বেশ কয়েক বছর ধরেই বালুরঘাট ললিত মোহন আদর্শ উচ্চ বিদ্যালয় ছাত্রদের জন্য এই নাট্য কর্মশালার আয়োজন করছে। স্কুলে পঠনরত ছাত্রদের দাবি, শুধু পড়াশোনা করতে স্কুলে আসার ক্ষেত্রে অনেকের অনীহা থাকে। কিন্তু যখন থেকে স্কুলে নাটক, খেলাধুলা, নাচ ইত্যাদিকে অন্তর্ভুক্ত করা হয়েছে তারপর থেকে স্কুলে আসতে তাদের ভালই লাগে।

এই বিষয়ে নাট্যকর্মী তথা স্কুল শিক্ষক অমিত সাহা বলেন,  সুস্থ পরিবেশ ও সুস্থ সাংস্কৃতিক পরিমণ্ডল গড়ে তুলতে পারে একমাত্র থিয়েটার। আমাদের লক্ষ্য ছাত্র অবস্থা থেকেই শিশুদের মধ্যে থিয়েটারের প্রতি ভালবাসা জাগানো, যাতে ভবিষ্যতে তাঁরা যখন নাগরিক হয়ে উঠবেন তাদের হাত ধরেই সমাজের পরিবর্তন হবে।

আরও পড়ুনঃ খুশির খবর দিল ঝালদা পৌরসভা, কী খবর? জানুন..

প্রসঙ্গত, নাটকের শহর বলে পরিচিত বালুরঘাটে এখনও অনেক ছোট বড় নাট্য দল রয়েছে। নাটকের চর্চা নিয়মিত হয় এবং প্রায় প্রতিবছরই নতুন নতুন নাটক মঞ্চস্থ করে নাটকের দলগুলি। খুব স্বাভাবিকভাবেই নাটকের প্রতি সকলেরই একটা আলাদা টান রয়েছে বালুরঘাট শহরে। ললিত মোহন আদর্শ বিদ্যালয়ের ছাত্রদের জন্য এই নাট্যকর্মশালার আয়োজন করে স্কুলের সাংস্কৃতিক পরিমণ্ডল পরিবর্তন হতে শুরু করেছে বলে দাবি করছেন শিক্ষকরা। চলতি বছরের সেপ্টেম্বর মাসে বালুরঘাট শহরেই অনুষ্ঠিত হবে স্কুল ড্রামা ফেস্টিভাল। অংশগ্রহণ করবে বালুরঘাট শহরের নামকরা বিভিন্ন স্কুল গুলি। তাই এই নাট্য উৎসবে অংশগ্রহণ করার আগে মহড়া চলছে বিগত কয়দিন যাবত।

ছাত্রদের দাবি,  মোবাইল খেলে বা বন্ধুদের সঙ্গে আড্ডা মেরে সময় নষ্ট হয়। তার থেকে বড় নাটকের মহড়ায় অংশগ্রহণ করলে সেখানে সুপ্ত কলা গুলিকে ফুটিয়ে তোলা যায়। যে কারণে দিন দিন নাটকের প্রতি ছাত্রদের ভালবাসা বাড়ছে এবং অভিনয় করার ইচ্ছা প্রকাশ করছে অনেক ছাত্রই।

প্রথমদিকে ছাত্রদের মধ্যে কিছুটা জড়তা ভাব ছিল, কিন্তু লাগাতার নাট্যচর্চা এবং প্রশিক্ষণের মাধ্যমে ছোট থেকে বড় সব ধরনের ছাত্ররাই অভিনয়কে আয়ত্ত করতে শিখে গেছে। সাবলীল ভাবে কথা বলতে পারে তাঁরা, এটাও কম পাওনা নয় বলে জানাচ্ছেন দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা।

সুস্মিতা গোস্বামী

RG Kar Doctor Murder Impact: গানে-নাটকে আরজি কর কাণ্ডে ‘জাস্টিস’ চাইলেন ওঁরা, দেখুন ভিডিও

বীরভূম: এই মুহূর্তে সাধারণ মানুষের কন্ঠে একটাই কথা শোনা যাচ্ছে, ‘আরজি কর কান্ডের সঠিক বিচার’। আরজি কর কাণ্ডের প্রতিবাদে লাগাতার বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি পালিত হচ্ছে। জারি রয়েছে বিক্ষোভ এবং মিছিল। বাড়ি ছেড়ে পথে নেমে এসেছে সাধারণ মানুষ। আসল দোষীদের শাস্তির দাবিতে রাত দখলের লড়াইয়ের জন্য পথে নেমেছেন শহর থেকে শুরু করে গ্রামগঞ্জের মহিলারা। রাত্রিতে মহিলাদের সুরক্ষা দিতে হবে, এই দাবি নিয়ে কখনও মশাল মিছিল, কখনও আবার মৌন মিছিল হচ্ছে। অনেকেই মোমবাতি নিয়েও মিছিল করছেন।

আরজিকর কাণ্ডের প্রভাব পড়েছে বীরভূম জেলাতেও। এখানকার মল্লারপুরে এক অন্য ধরনের প্রতিবাদ মিছিল দেখা গেল। মল্লারপুরের বাহিনা মোড়ে নাটক এবং গানের মধ্য দিয়ে প্রতিবাদে সরব হলেন এলাকার যুবক এবং যুবতীরা। কেউ হাতে গিটার নিয়ে প্রতিবাদ মূলক গান গাইলেন, আবার অন্যদিকে মহিলারা পথ নাটকের মধ্য দিয়ে প্রতিবাদ জানান। এই প্রতিবাদ মিছিলে প্রায় কয়েক হাজার মানুষ অংশ নিয়েছিলেন।

আরও পড়ুন: নিরাপত্তার বালাই নেই, জেলার এই হাসপাতালের অবস্থা জানলে শিউরে উঠবেন!

বাহিনা মোড়ের প্রতিবাদ মিছিলের মাধ্যমে বার্তা দেওয়া হয় সকল পুরুষ ধর্ষক হয় না। অন্যদিকে নাটকের মাধ্যমে দেখানো হয় কীভাবে নারীদের উপর অত্যাচার করা হয়। সংবাদ মাধ্যমে নাম প্রকাশে অনিচ্ছুক এক মহিলা জানান, স্বাধীন ভারতেও নারীরা আজ সুরক্ষিত নয়। সন্ধের পরে কার্যত ঘর থেকে বেরোতে ভয় পাচ্ছেন বাড়ির মহিলারা। বাড়ির মেয়ে যতক্ষন বাড়ি না ফিরছেন ততক্ষণ চিন্তায় থাকছেন বাড়ির সদস্যরা। তাই অবিলম্বে আসল দোষীদের গ্রেফতার করে নারীদের সুরক্ষিত করতে হবে। আর এমন শাস্তি দিতে হবে যেন আর কেউ এমন কাজ করার সাহস না পায়।

সৌভিক রায়

Theater Group of Kashmir: কাশ্মীরের নাট্যদল চরণদাস চোর মঞ্চস্থ করল বাংলার আদিবাসী পাড়ায়

উত্তর ২৪ পরগনা: ৩৭৬ ধারা অবলুপ্তির পর কাশ্মীরের পরিস্থিতি বর্তমানে অনেকটাই বদলেছে। সন্ত্রাসের বাতাবরণ ছেড়ে এখন কাশ্মীরের আম নাগরিক স্বাভাবিক পথে জীবনযাপন করছে বলে সরকারের দাবি। সেই সুযোগে ভূস্বর্গে সংস্কৃতিক চর্চাও বেশ জনপ্রিয়তা লাভ করেছে। আর তাই কাশ্মীরের একটি নাট্য দলের নৈতিক শিক্ষামূলক নাটক মঞ্চস্থ হল পশ্চিমবঙ্গের প্রত্যন্ত এক আদিবাসী পাড়ায়।

নতুন প্রয়াস মঞ্চ জম্মু-কাশ্মীরের উপস্থাপনায় অশোকনগর বাইগাছি সর্দারপাড়া এলাকায় হেমাঙ্গ সংস্কৃতিক সংস্থার পক্ষ থেকে পিছিয়ে পড়া আদিবাসী মানুষদের আনন্দের পাশাপাশি নাটকের মাধ্যমে নৈতিক শিক্ষা দিতে দেখানো হল এই নাটক। সারাদিনের হাড়ভাঙা খাটুনি সেরে পুরুষ-মহিলারা সকলেই আসলেন এবং দেখলেন নাটক। হাবিব তানভিরের লেখা বিখ্যাত নাটক ‘চরণদাস চোর হ্যায়’ মঞ্চস্থ করেন কাশ্মীরের তরুণ-তরুণীরা।

আর‌ও পড়ুন: একই পুকুর দু’বার ভরাট! দ্বিতীয়বার খনন করে আগের অবস্থায় ফেরাল বৈদ্যবাটি পুরসভা

এই নাটকে দেখানো হয়, চরণ দাস নামে একজন সৎ চোরের অশান্ত জীবন চরিত্র। নীতি নিয়ে চলা একজন চোর যে পেশাদার দক্ষতায় দৃঢ়। তবে এ চোর মিথ্যেবাদী নয়, চুরির কথা সে সর্বসম্মুখে সৎ সাহস নিয়েই স্বীকার করতে পারে। আর এই চোরই তার গুরুর কাছে চারটি প্রতিজ্ঞা করে। আর সেই প্রতিজ্ঞা রক্ষা করতেই, রাজত্ব, ধন, সম্পত্তি, রাজকন্যা থেকে মৃত্যুদন্ড সব কিছুরই সম্মুখীন হতে হয় সৎ চোর চরণদাসকে। আর এই নিয়েই টানটান নাটক উপভোগ করলেন আদিবাসী পাড়ার সকল মানুষজন।

হিন্দি ভাষায় মঞ্চস্থ এই নাটক বুঝতে বিন্দুমাত্র অসুবিধা হয়নি। আসলে শিল্প যদি সঠিক মার্গে পৌঁছতে পারে তবে সেখানে ভাষা কোন‌ও বাধা হয় না। প্রায় শতাধিক মানুষ এই নাটক দেখেন।পরবর্তীতে কাশ্মীরের এই নাট্য দলটির প্রযোজনা নিয়ে বাংলাদেশে যাওয়ারও কথা। তবে প্রতিবেশী রাষ্ট্রটির বর্তমান পরিস্থিতির কারণে আপাতত সেই সফর স্থগিত থাকছে।

রুদ্রনারায়ণ রায়

Inter School Drama Competition: নাটক প্রতিযোগিতায় চমক শান্তিপুরের দুই স্কুলের

নদিয়া: কলকাতার বিখ্যাত নাট্য সংস্থা অনীক। তাদের আয়োজিত বিংশ বর্ষ সারা রাজ্য ব্যাপী আন্তঃবিদ্যালয় বাংলা ছোট নাটক প্রতিযোগিতায় অংশ নিল শান্তিপুরের দুটি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা।শান্তিপুর চক্রের কানাই বঙ্গ স্মৃতি প্রাথমিক বিদ্যালয়, সূত্রাগড় এমএন উচ্চ বিদ্যালয়। তবে এর আগেও শান্তিপুর মিউনিসিপাল উচ্চ বিদ্যালয় তন্তুবায় উচ্চ বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের মধ্যে নাট্যচর্চা দেখা গিয়েছে।

তবে জেলার বাইরে কলকাতার উপকন্ঠে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নাটকে অংশগ্রহণ হয়ত এই প্রথম। অনীক আয়োজিত বিংশ বর্ষ সারা রাজ্য ব্যাপী আন্তঃবিদ্যালয় বাংলা ছোট নাটক প্রতিযোগিতার পাঁচটি পর্যায়ের প্রথম পর্যায়ে বেলঘরিয়ার উদয়পুর হরদয়াল নাগ আদর্শ বিদ্যালয়ের অডিটোরিয়ামে গত ১৩ এবং ১৪ জুলাই অনুষ্ঠিত হয়। সেখানে শান্তিপুর চক্রের কানাই বঙ্গ স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা তাদের অভিনীত উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর কাহিনী অবলম্বনে ও নীলিমা বিশ্বাস, শান্তিপুর রঙ্গপীঠ নির্দেশিত নাটক ‘দুষ্টুর শাস্তি’ নাটক উপস্থাপিত হয়। প্রথম থেকে পঞ্চম শ্রেণির ১৫ জন ছাত্র-ছাত্রী এই নাটকে অংশগ্রহণ করে। অন্যদিকে শান্তিপুর এমএন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক অভিনেতা এবং নাট্যনির্দেশক কৌশিক চ্যাটার্জির তত্ত্বাবধানে প্রায় একমাস ধরে অনুশীলন করে ১৭ জন ছাত্র ‘পাঠশালা’ নামে একটি নাটক মঞ্চস্থ করে।

আর‌ও পড়ুন: বিপদসীমা ছুঁই ছুঁই মহানন্দা, বন্যা পরিস্থিতি মালদহে

এই বিষয়ে কানাই বঙ্গ স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রতিম সেন জানান, তাঁরা এই প্রথম ছাত্র-ছাত্রীদের নিয়ে শান্তিপুরের বাইরে নাটক মঞ্চস্থ করলেন। মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় গুলিতে নাট্যচর্চা দেখে গেলেও প্রাথমিক বিদ্যালয়ে তা খুব কমই লক্ষ্য করা যায়। তবে শান্তিপুর রঙ্গপীঠের ঐকান্তিক প্রচেষ্টা ও অদম্য ইচ্ছা ছাড়া এই নাটক উপস্থাপন করা বিদ্যালয়ের পক্ষে প্রায় অসম্ভব ছিল। সহযোগিতা করার জন্যও তিনি অভিভাবকদের ধন্যবাদ জানান।

মৈনাক দেবনাথ

Bengali Theatre: প্রদীপ প্রজ্জ্বলন নয়, গাছে জল দিয়ে শুরু অনুষ্ঠান! শহরতলীর নাট্যদলের হাত ধরে বদল

চিরাচরিত প্রদীপ প্রজ্জ্বলন নয়, বরং জলসিঞ্চনে শুরু হল অনুষ্ঠান। কলকাতা লাগোয়া শহরতলীর নাট্যদলের এই অভিনব ভাবনা নাড়া দিল উপস্থিত দর্শকদের মনকে। কলকাতার শিশির মঞ্চে নাটক শুরুর আগে দেখা গেল এই অভিনব ঘটনা।
চিরাচরিত প্রদীপ প্রজ্জ্বলন নয়, বরং জলসিঞ্চনে শুরু হল অনুষ্ঠান। কলকাতা লাগোয়া শহরতলীর নাট্যদলের এই অভিনব ভাবনা নাড়া দিল উপস্থিত দর্শকদের মনকে। কলকাতার শিশির মঞ্চে নাটক শুরুর আগে দেখা গেল এই অভিনব ঘটনা।
আগরপাড়া সানসাইন নাট্যদলের অনুষ্ঠান ছিল শিশির মঞ্চে। নাট্য দলটি দুটি নাটক মঞ্চস্থ করার পাশাপাশি একটি সম্বর্ধনা অনুষ্ঠান আয়োজন করেছিল। কিন্তু অনুষ্ঠানের শুরুতেই দর্শকমণ্ডলীকে অবাক করে দিয়ে মঞ্চে প্রদীপের পরিবর্তে দেখা গেল একটি চারা গাছ। উপস্থিত অতিথিরা সেই চারা গাছে জলসিঞ্চন করে শুরু করলেন অনুষ্ঠান।
আগরপাড়া সানসাইন নাট্যদলের অনুষ্ঠান ছিল শিশির মঞ্চে। নাট্য দলটি দুটি নাটক মঞ্চস্থ করার পাশাপাশি একটি সম্বর্ধনা অনুষ্ঠান আয়োজন করেছিল। কিন্তু অনুষ্ঠানের শুরুতেই দর্শকমণ্ডলীকে অবাক করে দিয়ে মঞ্চে প্রদীপের পরিবর্তে দেখা গেল একটি চারা গাছ। উপস্থিত অতিথিরা সেই চারা গাছে জলসিঞ্চন করে শুরু করলেন অনুষ্ঠান।
তীব্র দাবদাহে মানুষ হাঁসফাঁস করছে। শুধু দক্ষিণবঙ্গ নয়, গোটা রাজ্য, গোটা দেশ এমনকি গোটা বিশ্বজুড়ে তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে গিয়েছে। এই অবস্থায় সকলেই গাছের ছায়ার অভাব ভালমত উপলব্ধি করছেন। অনেকেই পরিস্থিতি বদলানোর উদ্যোগ নিচ্ছেন। কিন্তু শুধু তো গাছ রোপণ করেই এই প্রকৃতিকে রক্ষা করা যাবে না, তাকে লালন করতে হবে। সেই বার্তাই দিয়ে গেল আগরপাড়া সানসাইন নাট্যদল।
তীব্র দাবদাহে মানুষ হাঁসফাঁস করছে। শুধু দক্ষিণবঙ্গ নয়, গোটা রাজ্য, গোটা দেশ এমনকি গোটা বিশ্বজুড়ে তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে গিয়েছে। এই অবস্থায় সকলেই গাছের ছায়ার অভাব ভালমত উপলব্ধি করছেন। অনেকেই পরিস্থিতি বদলানোর উদ্যোগ নিচ্ছেন। কিন্তু শুধু তো গাছ রোপণ করেই এই প্রকৃতিকে রক্ষা করা যাবে না, তাকে লালন করতে হবে। সেই বার্তাই দিয়ে গেল আগরপাড়া সানসাইন নাট্যদল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব অভিনেতা প্রদীপ ভট্টাচার্য, গোবরডাঙা নকশা নাট্য দলের কর্ণধার আশিস দাস, নাট্যকার সৌমেন পাল ও প্রাবন্ধিক গোবিন্দ বিশ্বাস। উদ্বোধনী অনুষ্ঠানে বেহালায় বাদনের মধ্য দিয়ে সত্যজিৎ রায়'কে স্মরণ করেন বসুন্ধরা সিনহা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব অভিনেতা প্রদীপ ভট্টাচার্য, গোবরডাঙা নকশা নাট্য দলের কর্ণধার আশিস দাস, নাট্যকার সৌমেন পাল ও প্রাবন্ধিক গোবিন্দ বিশ্বাস। উদ্বোধনী অনুষ্ঠানে বেহালায় বাদনের মধ্য দিয়ে সত্যজিৎ রায়’কে স্মরণ করেন বসুন্ধরা সিনহা।
আবৃত্তিওয়ালার কচিকাঁচারা পরিবেশন করে রবি ঠাকুরের 'জুতো আবিষ্কার'। সঙ্গে ছিল আগরপাড়া সানসাইনের দুটি দমফাটা হাসির নাটক 'ফেসবুক কেলেঙ্কারি' ও  'স্কন্দমঙ্গল'। গ্রীষ্মের সন্ধেয় হাসির ফোয়ারায় ভরে উঠেছিল শিশির মঞ্চ। অনুষ্ঠানের নাম ছিল 'সানসাইন in the evening'.
আবৃত্তিওয়ালার কচিকাঁচারা পরিবেশন করে রবি ঠাকুরের ‘জুতো আবিষ্কার’। সঙ্গে ছিল আগরপাড়া সানসাইনের দুটি দমফাটা হাসির নাটক ‘ফেসবুক কেলেঙ্কারি’ ও ‘স্কন্দমঙ্গল’। গ্রীষ্মের সন্ধেয় হাসির ফোয়ারায় ভরে উঠেছিল শিশির মঞ্চ। অনুষ্ঠানের নাম ছিল ‘সানসাইন in the evening’.