শ্যাওলা পড়া ইট 

Road Block: পুরনো শ্যাওলা ধরা ইট দিয়ে রাস্তা সংস্কার! প্রতিবাদে বাঁশ বেঁধে পথ অবরোধ

উত্তর দিনাজপুর: পুরোনো শ্যাওলা পড়া ইট দিয়ে খারাপ রাস্তা সংস্কারের কাজ শুরু হয়। খারাপ উপকরণ দিয়ে রাস্তা সংস্কারের কাজ করায় ক্ষুব্ধ এলাকাবাসীরা বাঁশ বেঁধে পথ অবরোধ করেন। ঘটনাটি কালিয়াগঞ্জের।

উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের বাঁশতলা থেকে শিমুলতলা পর্যন্ত রাস্তাটি একেবারে খারাপ হয়ে পড়ে। ছোট বড় গর্ত আর খানাখন্দে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল রাস্তাটি। দীর্ঘদিন ধরে এই রাস্তা সারানোর দাবি জানিয়ে আসছিলেন গ্রামবাসীরা। গুরুত্বপূর্ণ এই রাস্তা দিয়েই স্থানীয় বিডিও অফিস, হাসপাতাল ও স্কুলে যাতায়াত করতে হয় ছাত্রছাত্রীদের। বর্ষাকাল এলেই শহরের এই ব্যস্ততম রাস্তায় জল জমে যায়, ফলে সমস্যায় পড়তে হয় বাসিন্দাদের। অবশেষে প্রশাসনের পক্ষ থেকে সেই রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। কিন্তু দেখা যায় রাস্তা সংস্কারের জন্য পুরনো শ্যাওলা ধরা ইট ও রাবিশ দিয়ে রাস্তা সংস্কারের কাজ হচ্ছে। আর তাতেই ক্ষুব্ধ হয়ে ওঠেন এলাকার বাসিন্দারা।

আরও পড়ুনঃ টানা বৃষ্টিতে ফের জল যন্ত্রণার ছবি, পরিস্থিতি সামলাতে রাস্তায় নামলেন মেয়র

গ্রামবাসীরা রাস্তায় বাঁশ বেঁধে এদিন পথ অবরোধ করেন। ফলে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। পিচ দিয়ে ভালভাবে রাস্তা তৈরি করার দাবি জানিয়েছে এলাকার বাসিন্দারা। এই ব্যাপারে পুরপ্রধান রামনিবাস সাহা বলেন, সামনেই পুজো। তাই এত তাড়াতাড়ি রাস্তা সম্পূর্ণ নতুন করে করা সম্ভব নয়। তাই রাস্তা দিয়ে যাতে চলাচল করা যায় সেই কারণে ইট ও রাবিশ দিয়ে সংস্কার করার উদ্যোগ নিয়েছিল পুরসভা। কিন্তু এমন খারাপ উপকরণ দিয়ে রাস্তা তৈরির কাজ মেনে নিতে রাজি নন বাসিন্দারা।

পিয়া গুপ্তা