পথ অবরোধ 

Road Block: লাগাতার বৃষ্টির মধ্যেই পথ অবরোধ করলেন গ্রামবাসীরা, কারণ জানলে চমকে উঠবেন

পূর্ব বর্ধমান: লাগাতার বৃষ্টির মধ্যেই পথে নেমে এলেন গ্রামবাসীরা। করলেন রাস্তা অবরোধ। কিন্তু কেন? জল যন্ত্রণা সহ্য করতে না পেরে রীতিমত রাস্তায় নেমে পথ অবরোধ করলেন গ্রামবাসীরা। প্রায় তিন ঘণ্টা ধরে গ্রামবাসীরা রাস্তা অবরোধ চালিয়ে যান।

জানা গিয়েছে, গ্রামে জল ঢোকার কারণে একাধিক কাঁচা বাড়ি ভেঙে পড়েছে পূর্ব বর্ধমান জেলার ভাতার ব্লকের মুরাতিপুর গ্রামে। দ্রুত গ্রামে জল নিকাশি ব্যবস্থার সুরাহা চেয়ে রাস্তায় নামতে কার্যতা বাধ্য হন গ্রামবাসীরা। তাঁরা জানিয়েছেন, অত্যধিক জল ঢোকার কারণে ভেঙে পড়েছে একাধিক বাড়ি। আর সেই কারণেই ভাতারের মুরাতিপুরে বাদশাহি সড়ক অবরোধ করেন গ্রামবাসীরা।

আর‌ও পড়ুন: ভাঙল ফেয়ার ওয়েদার ব্রিজ, বিপদ মাথায় নিয়ে যাতায়াত

এই প্রসঙ্গে কয়েকজন গ্রামবাসী বলেন, আমাদের মুরাতিপুর গ্রামে জলের জন্য অনেক বাড়ি ঘর ভেঙে গিয়েছে। নালা সংস্কার না করার জন্য এরকম পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমাদের দাবি অবিলম্বে এই নালা পরিস্কার করতেই হবে। ভাতারের মুরাতিপুরে বাদশাহী সড়ক প্রায় তিন ঘণ্টা ধরে অবরোধ করে রাখেন গ্রামবাসীরা। পথ অবরোধের জেরে ওই এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। বাইক, মোটরসাইকেল, ট্রাক চালকদের যানবাহন নিয়ে রাস্তায় জলের মধ্যে দাঁড়িয়ে থাকতে হয় দীর্ঘক্ষণ।

এই ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। যদিও পরবর্তীতে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। গ্রামবাসীরা সকলের কাছে অবিলম্বে নালা সংস্কারের দাবি জানান। পরবর্তীতে পুলিশ-প্রশাসনের কর্তারা এসে দ্রুত সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিলে অবরোধ তুলে নেন গ্রামবাসীরা।

বনোয়ারীলাল চৌধুরী