Tag Archives: Road Block

Hawker Protest: পুনর্বাসনের জায়গা নিয়ে আপত্তি, প্রতিবাদে মেদিনীপুরে পথ অবরোধ হকারদের

পশ্চিম মেদিনীপুর: ফুটপাত দখল মুক্ত করতে রাজ্যজুড়ে শুরু হয়েছে বিশেষ অভিযান। তবে এই ঘটনাকে কেন্দ্র করে মেদিনীপুর শহরে প্রতিবাদের সম্মুখীন হতে হল প্রশাসনকে। ফুটপাত দখল মুক্ত করে সেখানকার হকারদের অন্যত্র পুনর্বাসন দেওয়া হলেও তা নিয়ে সন্তুষ্ট নন তাঁরা। প্রতিবাদে পথ অবরোধ করলেন মেদিনীপুরের হকাররা।

কারওর চায়ের দোকান, কারওর আবার খাবারের দোকান। মেদিনীপুর শহরের অলিতে গলিতে একাধিক ছোট ছোট দোকানে চলত বেচাকেনা। তবে সেই জায়গা দখলমুক্ত করতে চাইছে প্রশাসন। তাঁদের জন্য বিকল্প ব্যবস্থা তৈরি করার আশ্বাস দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। প্রশাসনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে পথে নামল হকাররা। মেদিনীপুর শহরের প্রাণকেন্দ্র কলেজ কলেজিয়েট ময়দান রোডের হকারদের রাস্তার পাশ থেকে তুলে অন্যত্র ডিআই অফিসের গলিতে পুনর্বাসন দেওয়ার কাজ মেদিনীপুর পুরসভার তরফে শুরু করা হয়।

আরও পড়ুন: শুধু উচ্ছেদ নয়, মালদহে পুনর্বাসন দেওয়া হবে হকারদের

এরপরই মেদিনীপুর শহরে শুরু হয় হকারদের বিক্ষোভ। মেদিনীপুর কলেজ রোড অবরোধ করেন ক্ষুব্ধ ও অনিচ্ছুক হকাররা। হকারদের দাবি, যেখানে তাঁদের পুনর্বাসনের সিদ্ধান্ত নিয়েছে পুরসভা, সেখানে কোনওভাবেই ব্যবসা করা সম্ভব নয়। তাঁরা চান মূল রাস্তার পাশেই তাঁদের পুনর্বাসনের ব্যবস্থা করুক পুর কর্তৃপক্ষ। এর‌ই প্রতিবাদে এদিন রাস্তায় বসে বিক্ষোভ দেখান হকাররা।

প্রসঙ্গত হকারদের নিয়ে মহকুমাশাসক দফতরে আলোচনা হয় মঙ্গলবার। এরপরই বুধবার হকারদের অন্যত্র সরানোর কাজ শুরু করা হয়। প্রশাসনের কর্মকর্তারা এলে বিক্ষোভ দেখান হকাররা। মুখ্যমন্ত্রীর নির্দেশ মত শহর যানজট মুক্ত রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

রঞ্জন চন্দ

Bad Smelling Drinking Water Supply: পানের জন্য দুর্গন্ধযুক্ত জল সরবরাহ হচ্ছে! ক্ষেপে গিয়ে রাস্তায় বসে পড়ল বসিরহাটের মানুষ

উত্তর ২৪ পরগনা: খাওয়ার অযোগ্য দুর্গন্ধ‌যুক্ত পানীয় জল সরবরাহের প্রতিবাদে রাস্তায় নেমে এল মানুষ। টাকি রোডের উপর প্রতিবাদে ভিড় করলেন সবাই। বেশ কিছুদিন ধরে বসিরহাট পুর এলাকার কয়েকটি ওয়ার্ডে দুর্গন্ধযুক্ত পানীয় জল সরবরাহ করা হচ্ছে বলে অভিযোগ। সেই জল পান করে বাচ্চা থেকে বড় অনেকেই পেটের অসুখকে আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে।

উত্তর ২৪ পরগনার বসিরহাট পুরসভার ১২ ও ১৩ নম্বর ওয়ার্ডের ঘড়িবাড়ি ত্রিমোহিনী, কালিবাড়ি সহ একাধিক এলাকায় পানীয় জলের সমস্যায় তীব্র আকার ধারণ করেছে। নাগরিকদের অভিযোগ, গোটা বিষয়টি পুর প্রশাসনকে জানিয়েও লাভ হয়নি। এদিন তাই বাধ্য হয়ে টাকি রোডের উপর ট্যায়ার জ্বালিয়ে বেঞ্চ পেতে পথ অবরোধ করেন বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

আর‌ও পড়ুন: এইভাবে বই পড়ার পুরনো অভ্যাস ফিরতে চলেছে

অবরোধকারীদের দাবি, বেশ কয়েকদিন ধরে সরবরাহ করা পানীয় জল থেকে দুর্গন্ধ বেরোচ্ছে। এই জল পান করে অনেকেই পেটের রোগে ভুগছেন। বারবার জানিয়ে কোন‌ও ফল না হওয়ায় বাধ্য হয়ে এলিন পথ অবরোধ করেন। পথ অবরোধের কথা জানতে পেরে ঘটনাস্থলে আসে বসিরহাট থানার পুলিশ। এই প্রসঙ্গে পুরপ্রধান অদিতি মিত্র রায়চৌধুরী বলেন, অমৃত প্রকল্পের পানীয় জলের পাইপ লাইন বসানোর কাজ চলছে। যার জন্য মাঝেমধ্যে সমস্যায় পড়তে হচ্ছে। পাইপ ফেটে যাওয়ার কারণে অনেক সময় দূষিত জল সরবরাহ হচ্ছে। তবে দ্রুত পরিস্থিতি ঠিক করার আশ্বাস দেন তিনি।

জুলফিকার মোল্যা

Vandalized Pump House: পানীয় জল না পেয়ে পাম্প হাউসে ভাঙচুর গ্রামবাসীদের

উত্তর ২৪ পরগনা: এই ভয়াবহ গরমে পাওয়া যাচ্ছে না পানীয় জল। ক্ষোভে পাম্প হাউস বন্ধ করে ভাঙচুর চালালেন গ্রামবাসীরা। এই ভয়াবহ গরমে দক্ষিণবঙ্গে বৃষ্টির দেখা নেই। এমন পরিস্থিতিতে মারাত্মক জল সঙ্কট দেখা দিয়েছে হিঙ্গলগঞ্জে।

গরমে জল না মেলায় পাম্প হাউসে ভাঙচুর করার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাট মহাকুমার হিঙ্গলগঞ্জের বিষপুর গ্রাম পঞ্চায়েতের বাইলানি এলাকায়। এলাকাবাসীদের অভিযোগ, এই বাইলানি এলাকার একটি অংশের গত কয়েকদিন ধরে পানীয় জল যাচ্ছে না। অথচ গ্রামের অন্য একটি অংশে পানীয় জল যাচ্ছে। বিষয়টি প্রশাসনের বিভিন্ন মহলে জানিয়েও কোন‌ও সুরাহা হয়নি হয়নি বলে দাবি। আর তাতেই ক্ষিপ্ত বাসিন্দারা এদিন পিএইচই দফতরের পাম্প হাউস বন্ধ করে দেন। এর পর ভাঙচুর করে পাম্প হাউসে। তারপর পথ অবরোধ করেন।

আর‌ও পড়ুন: মাছ চুরিতে বাধা দিতে গিয়ে ভেড়ি মালিকের এ কী পরিণতি হল!

দীর্ঘ সময় ধরে পাম্প বন্ধ থাকায় বিপাকে পড়েছেন গোটা এলাকার মানুষ। এই ভয়াবহ গরমে ঠিক করে পানীয় জল না পেলে পরিস্থিতি কতটা মারাত্মক হতে পারে তা সহজেই অনুমেয়। এই পরিস্থিতিতে দ্রুত নিস্তার চাইছেন স্থানীয় বাসিন্দারা।

জুলফিকার মোল্যা

Tea Labour Agitation: দু’মাস ধরে বেতন বন্ধ, বাধ্য হয়ে পথে চা শ্রমিকরা

আলিপুরদুয়ার: প্রায় দু’মাসেরও বেশি সময় ধরে মিলছে না বেতন। ফলে সংসার চালানো একপ্রকার অসম্ভব হয়ে উঠেছে। তার উপর শ্রমিকদের রেশন‌ও বন্ধ! এই অসহায় পরিস্থিতি থেকে মুক্তি পেতে একপ্রকার বাধ্য হয়ে রাজ‍্য সড়ক অবরোধ করলেন মধু চা বাগানের শ্রমিকরা।

জানা গিয়েছে, আলিপুরদুয়ারের এই চা বাগানের শ্রমিকদের রেশনের বদলে দেওয়া হচ্ছে নগদ টাকা। কিন্তু তাতে যা পাওয়া যাচ্ছে সেটা মোটেও পর্যাপ্ত নয়। এইসব অভিযোগ তুলে ধরে বৃহস্পতিবার সকালে রাজ্য সড়ক অবরোধ করে আন্দোলনে সামিল হন মধু চা বাগানের শ্রমিকরা। তাঁরা অভিযোগ করেন, গত দু’মাসের বেশি সময় ধরে বেতন পাচ্ছেন না। সেইসঙ্গে দীর্ঘদিন ধরে সঠিকভাবে রেশনও মিলছে না। এই পরিস্থিতিতে পরিবারের সদস্যদের নিয়ে কী খাবেন তার ঠিক নেই বলে জানান ক্ষুব্ধ শ্রমিকরা।

আর‌ও পড়ুন: সারারাত ফলহারিণী কালীপুজো, নামল ভক্তের ঢল

অবরোধকারী শ্রমিকদের সমর্থনে এগিয়ে আসে তৃণমূল ও বিজেপি দুই রাজনৈতিক দলের শ্রমিক সংগঠন। ঘটনাস্থলে হাজির হয় হাসিমারা ফাঁড়ির পুলিশ। তবুও নিজেদের অভিযোগের প্রতিকারের দাবিতে অনড় শ্রমিকরা অবরোধ তুলতে চাননি। ফলে রাস্তার দু’ধারে গাড়ির লম্বা লাইন পড়ে যায়। পরে অবশ্য কালচিনি ব্লক প্রশাসনের আধিকারিকদের আশ্বাসে অবরোধ তোলেন শ্রমিকরা। স্বাভাবিক হয় যান চলাচল। তবে তাঁদের সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন মধু চা বাগানের শ্রমিকরা।

অনন্যা দে

Road Block: পাঁচদিন ধরে গ্রামে বিদ্যুৎ নেই, জল না পেয়ে পথ অবরোধ

দক্ষিণ দিনাজপুর: এই প্রবল গরমে টানা পাঁচ দিন বিদ্যুৎ নেই গোটা গ্রামে। ফলে হাঁসফাঁস অবস্থা সকলের। বিশেষ করে শিশু ও বয়স্করা অসুস্থ হয়ে পড়ছেন। টান পড়ছে পানীয় জলে। আর সহ্য করতে না পেরে ক্ষোভে ফেটে পড়লেন গ্রামবাসীরা। দক্ষিণ দিনাজপুরের তপনের ঘটনা।

টানা পাঁচদিন ধরে লাগাতার বিদ্যুৎ বিভ্রাটে বিপাকে পড়েছেন এলাকার কয়েক হাজার বাসিন্দা। সমস্যার কথা বারবার জানালেও সমাধান মেলেনি। আর তাই এদিন তপন-নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার ৭ নম্বর রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের কাটাবাড়ি গ্রামের বাসিন্দারা। গ্রামবাসীদের অভিযোগ, কাটাবাড়ি গ্রামে অবস্থিত বিদ্যুতের ট্রান্সফরমারটি নষ্ট হয়ে গিয়েছে। ফলে গত পাঁচদিন ধরে বিদ্যুৎ নেই গ্রামে।

আর‌ও পড়ুন: পরপর ভেঙে পড়ল বাড়ি-মার্কেট, আতঙ্কে শহরবাসী

বিদ্যুতের অভাবে সাবমার্সিবল থেকে পানীয় জল সংগ্রহ করা যাচ্ছে না। পাশাপাশি দিনভর ভ্যাপসা গরমে নাজেহাল বাসিন্দারা। বিকেলের পরে লেখাপড়া একরকম বন্ধ পড়ুয়াদের। এই পরিস্থিতিতে কার্যত বাধ্য হয়ে বৃহস্পতিবার পথ অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। অবরোধের জেরে জাতীয় সড়কে গাড়ির লম্বা লাইন পড়ে যায়। পরে ঘটনাস্থলে এসে তপন থানার পুলিশ বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার আশ্বাস দলে পথ অবরোধ তুলে নেয় স্থানীয়রা। তারপর যান চলাচল আবার স্বাভাবিক হয়।

সুস্মিতা গোস্বামী

Road Accident: বাসের ধাক্কায় ৩০ ফুট দূরে ছিটকে পড়লেন সাইকেল আরোহী! ছুটে এসে এলাকার মানুষ যা করল…

পূর্ব মেদিনীপুর: তমলুকে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক সাইকেল আরোহীর। এরপরই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। তাঁরা পথ নিরাপত্তার দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। এর ফলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

এদিন দুর্ঘটনাটি ঘটে তমলুক থানার অন্তর্গত ডিমারি চৌরাস্তায় হলদিয়া-মেচেদা রাজ্য সড়কের উপর। প্রত্যক্ষদর্শীদের থেকে জানা গিয়েছে, ওই সাইকেল আরোহী রাস্তা পারাপারের জন্য রাজ্য সড়কের উপর কিছুটা উঠেছিলেন। সেই সময় দ্রুত গতির একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে ধাক্কা মারে। বাসের চাকার তলায় চলে যায় সাইকেলটি। কানাইলাল শাসমল নামে ওই সাইকেল আরোহী প্রায় ৩০ ফুট দূরে ছিটকে পড়েন। স্থানীয়রাই গুরুতর আহত সাইকেল আরোহীকে তুলে প্রথমে জানুবসান গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হলে সেখান থেকে কানাইলালবাবু-কে তাম্রলিপ্ত মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন: চলন্ত অটোর উপর ভেঙে পড়ল নির্মীয়মান দোকান! গুরুতর জখম ৫

মৃতের বাড়ি তমলুক থানার পাকুড়িয়া গ্রামে। এদিকে দুর্ঘটনার পরই বাসচালক বাস রেখে পালিয়ে যায়। হলদিয়া-ঝাড়গ্রাম রুটের একটি বেসরকারি বাস ছিল। এর পরই পথ অবরোধ করে এলাকাবাসী। স্থানীয় মানুষজন পথ সুরক্ষা ও পথ নিরাপত্তার দাবিতে হলদিয়া-মেচেদা রাজ্য সড়ক অবরোধ করেন। প্রায় দেড় ঘণ্টা ধরে চলে অবরোধ। তমলুক থানার পুলিশ এসে অবরোধ তুলে দেয় এবং যানজটমুক্ত করে। প্রসঙ্গত পূর্ব মেদিনীপুর জেলায় প্রতিনিয়ত পথদুর্ঘটনা ঘটেই চলেছে। যা নিয়ে মানুষের মধ্যে খুব ও আতঙ্ক বাড়ছে। প্রশাসন নানান পদক্ষেপ নিলেও পরিস্থিতি পুরোপুরি যে নিয়ন্ত্রণে এসেছে তা বলা যাবে না।

সৈকত শী