বানেশ্বর শিব মন্দিরের শিব

Sawan 2024: শ্রাবণের প্রথম সোমবারেই শিবভক্তদের ভিড় বানেশ্বরে, সেজে উঠেছে গোটা মন্দির

কোচবিহার: জেলার ঐতিহ্যবাহী মন্দির হল বানেশ্বর শিব মন্দির। এই মন্দিরের প্রতিষ্ঠা নিয়ে আজও রহস্য আছে। সারা বছর এই মন্দিরে ভক্তদের ভিড় চোখে পড়ে। তবে শ্রাবণ মাস উপলক্ষে ভক্তদের ভিড় কিছুটা হলেও বেড়ে যায় এই মন্দিরে। ইতিমধ্যেই বহু ভক্ত শিবের মাথায় জল ঢালার জন্য পায়ে হেঁটে রওনা হয়েছেন বিভিন্ন এলাকা থেকে। সেই উপলক্ষে নতুন করে সাজিয়ে তোলা হয়েছে বাণেশ্বর শিব মন্দির।

এই দিন, অর্থাৎ ২২ জুলাই এবারের শ্রাবণ মাসের প্রথম সোমবার। এই পবিত্র দিন উপলক্ষে বানেশ্বর শিব মন্দিরে ধীরে ধীরে ভক্তদের ভিড় বাড়ছে। তপন কুমার নন্দী নামে এক প্রবীণ শিব ভক্ত জানান, এই মন্দিরে সারা বছরই ভক্তদের ভিড় লেগে থাকে। তবে শ্রাবণ মাস উপলক্ষে এই ভিড় অনেকটাই বেড়ে যায়। এই সময় মন্দিরকে বিশেষভাবে সাজিয়ে তোলা হয়। পুলিশি পাহারা কিছুটা হলেও বাড়িয়ে দেওয়া হয় ভক্তদের সুরক্ষার্থে। এই সময় দূর-দূরান্তের ভক্তরা পায়ে হেঁটে বানেশ্বর শিব মন্দিরে আসেন। গোটা শ্রাবণ মাস জুড়ে এই একই ছবি চোখে পড়ে।

আর‌ও পড়ুন: শিব ভক্তিতে হাতে তৈরি জিনিসের প্রদর্শনী! শ্রাবণ মাসে আরাধনার আরেক পথ

বানেশ্বর শিব মন্দির কবে স্থাপন করা হয়েছিল তা আজও রহস্য হয়ে থেকে গিয়েছে। দীর্ঘ সময় পরেও এই মন্দিরের জনপ্রিয়তা বিন্দুমাত্র কমেনি ভক্তদের মধ্যে। শ্রাবণ মাসে ভক্তরা বানেশ্বর শিব মন্দিরে শিবের মাথায় জল ঢালার জন্য পায়ে হেঁটে এসে উপস্থিত হন। এই সময় রীতিমত মেলার মত পরিস্থিতি দেখতে পাওয়া যায়।

সার্থক পণ্ডিত