কী এই জিনিস?

Science: এই জিনিসটি কী বলতে পারবেন? জানেন না বিজ্ঞানীরাও! শুনে তাজ্জব হয়ে যাবেন, কীভাবে এল এটা?

বেশ কিছুদিন আগে ব্রিটিশ যুক্তরাজ্যে প্রত্নতাত্ত্বিক খননের কাজ চালানোর সময় পাওয়া গিয়েছিল একটি রহস্যময় নিদর্শন। প্রত্নতাত্ত্বিক বিশেষজ্ঞদের ধাঁধায় ফেলে দেওয়া রহস্যময় ওই বস্তু ৩৩টি ডোডেকেহিড্রনের একটি।
বেশ কিছুদিন আগে ব্রিটিশ যুক্তরাজ্যে প্রত্নতাত্ত্বিক খননের কাজ চালানোর সময় পাওয়া গিয়েছিল একটি রহস্যময় নিদর্শন। প্রত্নতাত্ত্বিক বিশেষজ্ঞদের ধাঁধায় ফেলে দেওয়া রহস্যময় ওই বস্তু ৩৩টি ডোডেকেহিড্রনের একটি।
জ্যামিতির ভাষায় ১২টি তলওয়ালা বস্তুকেই সাধারণত বলা হয় ডোডেকেহিড্রন। ২০২৩ সালে ইংল্যান্ডের লিংকন শহরের অদূরে নর্টন ডিজনিতে খননের সময় রহস্যময় এই বস্তুটির সন্ধান পাওয়া যায়।
জ্যামিতির ভাষায় ১২টি তলওয়ালা বস্তুকেই সাধারণত বলা হয় ডোডেকেহিড্রন। ২০২৩ সালে ইংল্যান্ডের লিংকন শহরের অদূরে নর্টন ডিজনিতে খননের সময় রহস্যময় এই বস্তুটির সন্ধান পাওয়া যায়।
যুক্তরাজ্যের মিডল্যান্ডস অঞ্চলে কোনও রোমান ডোডেকেহিড্রনের সন্ধান পাওয়ার ঘটনা সেটাই প্রথম। খননকার্য থেকে পাওয়া বস্তুটি মাত্র প্রায় তিন ইঞ্চি লম্বা ও ২৪৫ গ্রাম ওজনের। তবে এখনো পর্যন্ত এই রকম যে নিদর্শন পাওয়া গেছে তার মধ্যে এটি বৃহত্তম বলে মনে করেন গবেষকরা।
যুক্তরাজ্যের মিডল্যান্ডস অঞ্চলে কোনও রোমান ডোডেকেহিড্রনের সন্ধান পাওয়ার ঘটনা সেটাই প্রথম। খননকার্য থেকে পাওয়া বস্তুটি মাত্র প্রায় তিন ইঞ্চি লম্বা ও ২৪৫ গ্রাম ওজনের। তবে এখনো পর্যন্ত এই রকম যে নিদর্শন পাওয়া গেছে তার মধ্যে এটি বৃহত্তম বলে মনে করেন গবেষকরা।
এটি প্রায় এক হাজার ৭০০ বছর আগের বলে মনে করা হচ্ছে। কোনও কোনও বিশেষজ্ঞের ধারণা এসব বস্তু খুব সম্ভবত রোমান আচার-অনুষ্ঠান বা ধর্মের সঙ্গে যুক্ত ছিল। কিন্তু কোনও রোমান গ্রন্থে এরকম কিছু বস্তুর কোনও উল্লেখ নেই।
এটি প্রায় এক হাজার ৭০০ বছর আগের বলে মনে করা হচ্ছে। কোনও কোনও বিশেষজ্ঞের ধারণা এসব বস্তু খুব সম্ভবত রোমান আচার-অনুষ্ঠান বা ধর্মের সঙ্গে যুক্ত ছিল। কিন্তু কোনও রোমান গ্রন্থে এরকম কিছু বস্তুর কোনও উল্লেখ নেই।
ঠিক কী এবং কোন উদ্দেশ্যে এগুলো ব্যবহৃত হয়ে থাকতে পারে, সে ব্যাপারে কোনও সিদ্ধান্তের কাছাকাছিও পৌঁছাতে পারেননি গবেষকরা। এর সম্ভাব্য ব্যবহার নিয়ে জল্পনাকল্পনা বিভিন্ন দিকে মোড় নিয়েছে।
ঠিক কী এবং কোন উদ্দেশ্যে এগুলো ব্যবহৃত হয়ে থাকতে পারে, সে ব্যাপারে কোনও সিদ্ধান্তের কাছাকাছিও পৌঁছাতে পারেননি গবেষকরা। এর সম্ভাব্য ব্যবহার নিয়ে জল্পনাকল্পনা বিভিন্ন দিকে মোড় নিয়েছে।
কিন্তু জাদুটোনা, আচার-অনুষ্ঠান নাকি ধর্ম, কী ছিল সেই কাজ যা এগুলো দিয়ে সম্পন্ন করা হতো তা হয়তো আমরা ভবিষ্যতে কোনও গবেষণায় আমরা জানতে পারবো
কিন্তু জাদুটোনা, আচার-অনুষ্ঠান নাকি ধর্ম, কী ছিল সেই কাজ যা এগুলো দিয়ে সম্পন্ন করা হতো তা হয়তো আমরা ভবিষ্যতে কোনও গবেষণায় আমরা জানতে পারবো