শুধুমাত্র পশ্চিমের জেলা নয়, উপকূল এবং পূবের দিকের জেলাগুলিতেও চরম তাপপ্রবাহ ছিল এদিন। সিভিয়ার হিট ওয়েভের তালিকায় দক্ষিণবঙ্গের কলকাতা, দমদম, উলুবেড়িয়া, মেদিনীপুর, কৃষ্ণনগর, বাঁকুড়া, শ্রীনিকেতন, সল্টলেক, ক্যানিং, মগরা, কলাইকুন্ডা, বর্ধমান, পানাগড়, আসানসোল, ব্যারাকপুর, সিউড়ি এবং ঝাড়গ্রাম।

IMD Severe Heatwave Alert: ‘সিভিয়ার হিটওয়েভ অ্যালার্ট’…! বইছে চরম ‘লু’, দক্ষিণবঙ্গের ৬ জেলায় লাল-কমলা সতর্কতা, সর্বোচ্চ তাপমাত্রা কোথায় কত? বিরাট আপডেট দিল আলিপুর

দক্ষিণবঙ্গের ৬ জেলার ৯ শহরে সিভিয়ার হিট ওয়েভ। অতি তীব্র তাপপ্রবাহ হাওড়া দক্ষিণ ২৪ পরগনা উত্তর ২৪ পরগনা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর জেলায়।
দক্ষিণবঙ্গের ৬ জেলার ৯ শহরে সিভিয়ার হিট ওয়েভ। অতি তীব্র তাপপ্রবাহ হাওড়া দক্ষিণ ২৪ পরগনা উত্তর ২৪ পরগনা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর জেলায়।
এই জেলাগুলির উলুবেরিয়া ডায়মন্ড হারবার মেদিনীপুর ক্যানিং কলাইকুন্ডা, বর্ধমান পানাগড় আসানসোল এবং ব্যারাকপুরে তাপপ্রবাহের মাত্রা তীব্র হয়েছে।
এই জেলাগুলির উলুবেরিয়া ডায়মন্ড হারবার মেদিনীপুর ক্যানিং কলাইকুন্ডা, বর্ধমান পানাগড় আসানসোল এবং ব্যারাকপুরে তাপপ্রবাহের মাত্রা তীব্র হয়েছে।
সবচেয়ে বেশি তাপমাত্রা এদিন ছিল কলাইকুন্ডাতে ৪৫.৮ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় ৯ ডিগ্রী সেলসিয়াস বেশি।
সবচেয়ে বেশি তাপমাত্রা এদিন ছিল কলাইকুন্ডাতে ৪৫.৮ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় ৯ ডিগ্রী সেলসিয়াস বেশি।
পানাগর এই দিন স্বাভাবিকের থেকে তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল যদিও এদিন পানাগরের সর্বোচ্চ তাপমাত্রার পারদ ওঠে ৪৪.৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।
পানাগর এই দিন স্বাভাবিকের থেকে তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল যদিও এদিন পানাগরের সর্বোচ্চ তাপমাত্রার পারদ ওঠে ৪৪.৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।
দীঘা , সাগর আইল্যান্ড এবং বসিরহাট ছাড়া দক্ষিণবঙ্গের সব এলাকাতেই তাপপ্রবাহ চরম তাপপ্রবাহ এবং প্রতি তীব্র তাপপ্রবাহ দহন জ্বালায় বাসিন্দারা
দীঘা , সাগর আইল্যান্ড এবং বসিরহাট ছাড়া দক্ষিণবঙ্গের সব এলাকাতেই তাপপ্রবাহ চরম তাপপ্রবাহ এবং প্রতি তীব্র তাপপ্রবাহ দহন জ্বালায় বাসিন্দারা
কলকাতাতেও এদিন ৪১.১ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা হয় যা স্বাভাবিকের তুলনায় ৫ ডিগ্রি সেলসিয়াস বেশি।
কলকাতাতেও এদিন ৪১.১ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা হয় যা স্বাভাবিকের তুলনায় ৫ ডিগ্রি সেলসিয়াস বেশি।
উত্তরবঙ্গের একমাত্র মালদাতে হিটওয়েভ ছিল বাকি আর কোথাও তাপপ্রবাহের মাপকাঠি পেরতে পারেনি সর্বোচ্চ তাপমাত্রা। তবে গরম ও অস্বস্তি অব্যাহত ছিল।
উত্তরবঙ্গের একমাত্র মালদাতে হিটওয়েভ ছিল বাকি আর কোথাও তাপপ্রবাহের মাপকাঠি পেরতে পারেনি সর্বোচ্চ তাপমাত্রা। তবে গরম ও অস্বস্তি অব্যাহত ছিল।
এক নজরে দেখে নেওয়া যাক আজ উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা। রইলশহরের নাম/ সর্বোচ্চ তাপমাত্রা/ স্বাভাবিকের তুলনায় বেশি/ তাপমাত্রার মাপকাঠি।
এক নজরে দেখে নেওয়া যাক আজ উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা। রইল শহরের নাম/ সর্বোচ্চ তাপমাত্রা/ স্বাভাবিকের তুলনায় বেশি/ তাপমাত্রার মাপকাঠি।
মালদা- ৪০.৬/ ০৫.৬/HW, দার্জিলিং- ২০.৮/০২.২, কোচবিহার- ৩৪.৩/০৩.৪, জলপাইগুড়ি- ৩৩.২/ ০১.৪, আলিপুরদুয়ার-৩৩.০/০২.১, কালিম্পং -২৫.৫/০০.৬, বাগডোগরা- ৩৪.৮/০৩.০
মালদা- ৪০.৬/ ০৫.৬/HW, দার্জিলিং- ২০.৮/০২.২, কোচবিহার- ৩৪.৩/০৩.৪, জলপাইগুড়ি- ৩৩.২/ ০১.৪, আলিপুরদুয়ার-৩৩.০/০২.১, কালিম্পং -২৫.৫/০০.৬, বাগডোগরা- ৩৪.৮/০৩.০
কলকাতা-৪১.১/ ০৫.৫/ HW, দম দম -৪১.১/ ০৫.৫/ HW, উলুবেরিয়া -৪১.৫ /০৮.০ /SHW, ডায়মন্ড হারবার- ৪১.০/০৬.৭/SHW, মেদিনীপুর -৪৩.৫/০৬.৭/ SHW, দিঘা-৩৬.৫/ ০৩.৭, কৃষ্ণনগর- ৪২.০/ ০৫.৭/ HW
কলকাতা-৪১.১/ ০৫.৫/ HW, দম দম -৪১.১/ ০৫.৫/ HW, উলুবেরিয়া -৪১.৫ /০৮.০ /SHW, ডায়মন্ড হারবার- ৪১.০/০৬.৭/SHW, মেদিনীপুর -৪৩.৫/০৬.৭/ SHW, দিঘা-৩৬.৫/ ০৩.৭, কৃষ্ণনগর- ৪২.০/ ০৫.৭/ HW
বাঁকুড়া-৪৩.২/ ০৫.৫/ HW, শ্রীনিকেতন - ৪২.০/ ০৫.৬/ HW, বহরমপুর -৪১.২ /০৪.৮/ HW, সল্টলেক- ৪১.৮/ ০৫.৮/ HW, ক্যানিং-৪২.০ /০৬.৫/ SHW, কন্টাই -৪১.০/০৫.৪/ HW, হলদিয়া -৩৮.৯/ ০৫.৩/ HW, মগরা-৪০.৫/০৫.৫/HW
বাঁকুড়া-৪৩.২/ ০৫.৫/ HW, শ্রীনিকেতন – ৪২.০/ ০৫.৬/ HW, বহরমপুর -৪১.২ /০৪.৮/ HW, সল্টলেক- ৪১.৮/ ০৫.৮/ HW, ক্যানিং-৪২.০ /০৬.৫/ SHW, কন্টাই -৪১.০/০৫.৪/ HW, হলদিয়া -৩৮.৯/ ০৫.৩/ HW, মগরা-৪০.৫/০৫.৫/HW
কলাইকুণ্ড- ৪৫.৮/০৯.০, বর্ধমান- ৪৩.০/০৭.৪/ SHW, পানাগড়- ৪৪.৬/০৯.০/ SHW, আসানসোল-৪২.৫/০৭.২/ SHW, পুরুলিয়া-৪২.৭/০৪.৫/HW, ব্যারাকপুর - ৪৩.২ /০৭.২/ SHW, সুরি- ৪২.০ / ০৫.৬ /HW, ঝাড়গ্রাম- ৪৩.০/০৬.২/ HW
কলাইকুণ্ড- ৪৫.৮/০৯.০, বর্ধমান- ৪৩.০/০৭.৪/ SHW, পানাগড়- ৪৪.৬/০৯.০/ SHW, আসানসোল-৪২.৫/০৭.২/ SHW, পুরুলিয়া-৪২.৭/০৪.৫/HW, ব্যারাকপুর – ৪৩.২ /০৭.২/ SHW, সুরি- ৪২.০ / ০৫.৬ /HW, ঝাড়গ্রাম- ৪৩.০/০৬.২/ HW