Tag Archives: severe heatwave

IMD Severe Heatwave Alert: ‘সিভিয়ার হিটওয়েভ অ্যালার্ট’…! বইছে চরম ‘লু’, দক্ষিণবঙ্গের ৬ জেলায় লাল-কমলা সতর্কতা, সর্বোচ্চ তাপমাত্রা কোথায় কত? বিরাট আপডেট দিল আলিপুর

দক্ষিণবঙ্গের ৬ জেলার ৯ শহরে সিভিয়ার হিট ওয়েভ। অতি তীব্র তাপপ্রবাহ হাওড়া দক্ষিণ ২৪ পরগনা উত্তর ২৪ পরগনা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর জেলায়।
দক্ষিণবঙ্গের ৬ জেলার ৯ শহরে সিভিয়ার হিট ওয়েভ। অতি তীব্র তাপপ্রবাহ হাওড়া দক্ষিণ ২৪ পরগনা উত্তর ২৪ পরগনা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর জেলায়।
এই জেলাগুলির উলুবেরিয়া ডায়মন্ড হারবার মেদিনীপুর ক্যানিং কলাইকুন্ডা, বর্ধমান পানাগড় আসানসোল এবং ব্যারাকপুরে তাপপ্রবাহের মাত্রা তীব্র হয়েছে।
এই জেলাগুলির উলুবেরিয়া ডায়মন্ড হারবার মেদিনীপুর ক্যানিং কলাইকুন্ডা, বর্ধমান পানাগড় আসানসোল এবং ব্যারাকপুরে তাপপ্রবাহের মাত্রা তীব্র হয়েছে।
সবচেয়ে বেশি তাপমাত্রা এদিন ছিল কলাইকুন্ডাতে ৪৫.৮ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় ৯ ডিগ্রী সেলসিয়াস বেশি।
সবচেয়ে বেশি তাপমাত্রা এদিন ছিল কলাইকুন্ডাতে ৪৫.৮ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় ৯ ডিগ্রী সেলসিয়াস বেশি।
পানাগর এই দিন স্বাভাবিকের থেকে তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল যদিও এদিন পানাগরের সর্বোচ্চ তাপমাত্রার পারদ ওঠে ৪৪.৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।
পানাগর এই দিন স্বাভাবিকের থেকে তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল যদিও এদিন পানাগরের সর্বোচ্চ তাপমাত্রার পারদ ওঠে ৪৪.৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।
দীঘা , সাগর আইল্যান্ড এবং বসিরহাট ছাড়া দক্ষিণবঙ্গের সব এলাকাতেই তাপপ্রবাহ চরম তাপপ্রবাহ এবং প্রতি তীব্র তাপপ্রবাহ দহন জ্বালায় বাসিন্দারা
দীঘা , সাগর আইল্যান্ড এবং বসিরহাট ছাড়া দক্ষিণবঙ্গের সব এলাকাতেই তাপপ্রবাহ চরম তাপপ্রবাহ এবং প্রতি তীব্র তাপপ্রবাহ দহন জ্বালায় বাসিন্দারা
কলকাতাতেও এদিন ৪১.১ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা হয় যা স্বাভাবিকের তুলনায় ৫ ডিগ্রি সেলসিয়াস বেশি।
কলকাতাতেও এদিন ৪১.১ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা হয় যা স্বাভাবিকের তুলনায় ৫ ডিগ্রি সেলসিয়াস বেশি।
উত্তরবঙ্গের একমাত্র মালদাতে হিটওয়েভ ছিল বাকি আর কোথাও তাপপ্রবাহের মাপকাঠি পেরতে পারেনি সর্বোচ্চ তাপমাত্রা। তবে গরম ও অস্বস্তি অব্যাহত ছিল।
উত্তরবঙ্গের একমাত্র মালদাতে হিটওয়েভ ছিল বাকি আর কোথাও তাপপ্রবাহের মাপকাঠি পেরতে পারেনি সর্বোচ্চ তাপমাত্রা। তবে গরম ও অস্বস্তি অব্যাহত ছিল।
এক নজরে দেখে নেওয়া যাক আজ উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা। রইলশহরের নাম/ সর্বোচ্চ তাপমাত্রা/ স্বাভাবিকের তুলনায় বেশি/ তাপমাত্রার মাপকাঠি।
এক নজরে দেখে নেওয়া যাক আজ উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা। রইল শহরের নাম/ সর্বোচ্চ তাপমাত্রা/ স্বাভাবিকের তুলনায় বেশি/ তাপমাত্রার মাপকাঠি।
মালদা- ৪০.৬/ ০৫.৬/HW, দার্জিলিং- ২০.৮/০২.২, কোচবিহার- ৩৪.৩/০৩.৪, জলপাইগুড়ি- ৩৩.২/ ০১.৪, আলিপুরদুয়ার-৩৩.০/০২.১, কালিম্পং -২৫.৫/০০.৬, বাগডোগরা- ৩৪.৮/০৩.০
মালদা- ৪০.৬/ ০৫.৬/HW, দার্জিলিং- ২০.৮/০২.২, কোচবিহার- ৩৪.৩/০৩.৪, জলপাইগুড়ি- ৩৩.২/ ০১.৪, আলিপুরদুয়ার-৩৩.০/০২.১, কালিম্পং -২৫.৫/০০.৬, বাগডোগরা- ৩৪.৮/০৩.০
কলকাতা-৪১.১/ ০৫.৫/ HW, দম দম -৪১.১/ ০৫.৫/ HW, উলুবেরিয়া -৪১.৫ /০৮.০ /SHW, ডায়মন্ড হারবার- ৪১.০/০৬.৭/SHW, মেদিনীপুর -৪৩.৫/০৬.৭/ SHW, দিঘা-৩৬.৫/ ০৩.৭, কৃষ্ণনগর- ৪২.০/ ০৫.৭/ HW
কলকাতা-৪১.১/ ০৫.৫/ HW, দম দম -৪১.১/ ০৫.৫/ HW, উলুবেরিয়া -৪১.৫ /০৮.০ /SHW, ডায়মন্ড হারবার- ৪১.০/০৬.৭/SHW, মেদিনীপুর -৪৩.৫/০৬.৭/ SHW, দিঘা-৩৬.৫/ ০৩.৭, কৃষ্ণনগর- ৪২.০/ ০৫.৭/ HW
বাঁকুড়া-৪৩.২/ ০৫.৫/ HW, শ্রীনিকেতন - ৪২.০/ ০৫.৬/ HW, বহরমপুর -৪১.২ /০৪.৮/ HW, সল্টলেক- ৪১.৮/ ০৫.৮/ HW, ক্যানিং-৪২.০ /০৬.৫/ SHW, কন্টাই -৪১.০/০৫.৪/ HW, হলদিয়া -৩৮.৯/ ০৫.৩/ HW, মগরা-৪০.৫/০৫.৫/HW
বাঁকুড়া-৪৩.২/ ০৫.৫/ HW, শ্রীনিকেতন – ৪২.০/ ০৫.৬/ HW, বহরমপুর -৪১.২ /০৪.৮/ HW, সল্টলেক- ৪১.৮/ ০৫.৮/ HW, ক্যানিং-৪২.০ /০৬.৫/ SHW, কন্টাই -৪১.০/০৫.৪/ HW, হলদিয়া -৩৮.৯/ ০৫.৩/ HW, মগরা-৪০.৫/০৫.৫/HW
কলাইকুণ্ড- ৪৫.৮/০৯.০, বর্ধমান- ৪৩.০/০৭.৪/ SHW, পানাগড়- ৪৪.৬/০৯.০/ SHW, আসানসোল-৪২.৫/০৭.২/ SHW, পুরুলিয়া-৪২.৭/০৪.৫/HW, ব্যারাকপুর - ৪৩.২ /০৭.২/ SHW, সুরি- ৪২.০ / ০৫.৬ /HW, ঝাড়গ্রাম- ৪৩.০/০৬.২/ HW
কলাইকুণ্ড- ৪৫.৮/০৯.০, বর্ধমান- ৪৩.০/০৭.৪/ SHW, পানাগড়- ৪৪.৬/০৯.০/ SHW, আসানসোল-৪২.৫/০৭.২/ SHW, পুরুলিয়া-৪২.৭/০৪.৫/HW, ব্যারাকপুর – ৪৩.২ /০৭.২/ SHW, সুরি- ৪২.০ / ০৫.৬ /HW, ঝাড়গ্রাম- ৪৩.০/০৬.২/ HW

ISRO on Himalaya Glacial Lakes: গরমে হিমালয়ের হিমবাহ দ্রুত গলে যাচ্ছে! ধরা পড়ল ইসরোর ক্যামেরায়, ভারতে বড়সড় বিপর্যয়ের ইঙ্গিত

গরমের জেরে প্রাণ ওষ্ঠাগত। ক্রমাগত চলছে তাপপ্রবাহ। লু বইছে বাংলার জেলার পর জেলায়। দেশের একাধিক প্রান্তেও প্রবল গরম। বিশ্ব উষ্ণায়নের জেরেই আবহাওয়া বিপুল ভাবে বদলে যাচ্ছে নিমেষে। এপ্রিল মাস থেকে এমন প্রচণ্ড তাপপ্রবাহ তারই ফলশ্রুতি।
গরমের জেরে প্রাণ ওষ্ঠাগত। ক্রমাগত চলছে তাপপ্রবাহ। লু বইছে বাংলার জেলার পর জেলায়। দেশের একাধিক প্রান্তেও প্রবল গরম। বিশ্ব উষ্ণায়নের জেরেই আবহাওয়া বিপুল ভাবে বদলে যাচ্ছে নিমেষে। এপ্রিল মাস থেকে এমন প্রচণ্ড তাপপ্রবাহ তারই ফলশ্রুতি।
হিমালয় অঞ্চলে দীর্ঘ সময়ের উপগ্রহ মানচিত্র খতিয়ে দেখা গিয়েছে, অন্তত ১০ হেক্টর আয়তনবিশিষ্ট ২৪৩১টি গ্লেসিয়াল লেক বা হিমবাহ গলা জল থেকে তৈরি হ্রদ তৈরি হয়েছে ২০১৬-১৭ সালে।
হিমালয় অঞ্চলে দীর্ঘ সময়ের উপগ্রহ মানচিত্র খতিয়ে দেখা গিয়েছে, অন্তত ১০ হেক্টর আয়তনবিশিষ্ট ২৪৩১টি গ্লেসিয়াল লেক বা হিমবাহ গলা জল থেকে তৈরি হ্রদ তৈরি হয়েছে ২০১৬-১৭ সালে।
১৯৮৪ থেকে ৬৭৬টি গ্লেসিয়াল লেকের আয়তন বেড়েছে অনেকেটা। এর মধ্যে ১৩০টিই ভারতে। এই ১৩০টির মধ্যে সিন্ধু নদী অববাহিকায় ৬৫টি, গঙ্গা নদী অববাহিকায় সাতটি এবং ব্রহ্মপুত্র নদী অববাহিকায় ৫৮টি হ্রদ রয়েছে বলে জানিয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো।
১৯৮৪ থেকে ৬৭৬টি গ্লেসিয়াল লেকের আয়তন বেড়েছে অনেকেটা। এর মধ্যে ১৩০টিই ভারতে। এই ১৩০টির মধ্যে সিন্ধু নদী অববাহিকায় ৬৫টি, গঙ্গা নদী অববাহিকায় সাতটি এবং ব্রহ্মপুত্র নদী অববাহিকায় ৫৮টি হ্রদ রয়েছে বলে জানিয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো।
যে ৬৭৬টি হ্রদের উল্লেখ করা হয়েছে এর মধ্যে ৬০১টি হ্রদের আয়তন অন্তত দ্বিগুণ বৃদ্ধি পয়েছে। দেড় থেকে দুই গুণ আয়তন বেড়েছে ১০টি হ্রদ। দেড় গুণ আয়তন বেড়েছে এমন হ্রদের সংখ্যা ৬৫।
যে ৬৭৬টি হ্রদের উল্লেখ করা হয়েছে এর মধ্যে ৬০১টি হ্রদের আয়তন অন্তত দ্বিগুণ বৃদ্ধি পয়েছে। দেড় থেকে দুই গুণ আয়তন বেড়েছে ১০টি হ্রদ। দেড় গুণ আয়তন বেড়েছে এমন হ্রদের সংখ্যা ৬৫।
বিশ্ব জলবায়ু সংস্থা জানিয়েছে, গত বছর বিশ্বে সবচেয়ে বেশি পরিবেশগত বিপর্যয়ের সাক্ষী এশিয়াবাসী। ভারতেও পরিস্থিতি শোচনীয়। গোটা ঘটনায় প্রবল আশঙ্কায় বিজ্ঞানারী। পরিস্থিতির অবনতি হচ্ছে ভারতেও। তার জেরেই দেশবাসী তীব্র গরম ও খরায় যেমন ভুগেছেন আবার বর্ষাকালে দেশের বহু জায়গায় প্রবল বন্যা দেখা গিয়েছে।
বিশ্ব জলবায়ু সংস্থা জানিয়েছে, গত বছর বিশ্বে সবচেয়ে বেশি পরিবেশগত বিপর্যয়ের সাক্ষী এশিয়াবাসী। ভারতেও পরিস্থিতি শোচনীয়। গোটা ঘটনায় প্রবল আশঙ্কায় বিজ্ঞানারী। পরিস্থিতির অবনতি হচ্ছে ভারতেও। তার জেরেই দেশবাসী তীব্র গরম ও খরায় যেমন ভুগেছেন আবার বর্ষাকালে দেশের বহু জায়গায় প্রবল বন্যা দেখা গিয়েছে।
ইসরো জানিয়েছে, হিমালয় অঞ্চলে শতাধিক হিমবাহ দ্রুত গলে যাচ্ছে। সেই বরফগলা জলে বাড়ছে হ্রদের আয়তন। যা বড়সড় বিপর্যয়ের ইঙ্গিত দিচ্ছে বলে দাবি বিজ্ঞানীদের।
ইসরো জানিয়েছে, হিমালয় অঞ্চলে শতাধিক হিমবাহ দ্রুত গলে যাচ্ছে। সেই বরফগলা জলে বাড়ছে হ্রদের আয়তন। যা বড়সড় বিপর্যয়ের ইঙ্গিত দিচ্ছে বলে দাবি বিজ্ঞানীদের।
উচ্চতার নিরিখে দেখা যাচ্ছে, চার থেকে পাঁচ হাজার মিটার উচ্চতায় রয়েছে ৩১৪টি এবং পাঁচ হাজার মিটার উচ্চতার উপরে রয়েছে ২৯৬টি হ্রদ।হিমাচল প্রদেশে ৪০৬৮ মিটার উচ্চতায় গেপং গাথ গ্লেসিয়াল লেকের আয়তন বেড়েছে ১৭৮%। ১৯৮৯ সালে এই হ্রদের আয়তন ছিল ৩৬.৪৯ হেক্টর। সেটিই ২০
উচ্চতার নিরিখে দেখা যাচ্ছে, চার থেকে পাঁচ হাজার মিটার উচ্চতায় রয়েছে ৩১৪টি এবং পাঁচ হাজার মিটার উচ্চতার উপরে রয়েছে ২৯৬টি হ্রদ।
হিমাচল প্রদেশে ৪০৬৮ মিটার উচ্চতায় গেপং গাথ গ্লেসিয়াল লেকের আয়তন বেড়েছে ১৭৮%। ১৯৮৯ সালে এই হ্রদের আয়তন ছিল ৩৬.৪৯ হেক্টর। সেটিই ২০
হিমাচল প্রদেশে ৪০৬৮ মিটার উচ্চতায় গেপং গাথ গ্লেসিয়াল লেকের আয়তন বেড়েছে ১৭৮%। ১৯৮৯ সালে এই হ্রদের আয়তন ছিল ৩৬.৪৯ হেক্টর। সেটিই ২০২২ সালে বেড়ে হয়েছে ১০১.৩০ হেক্টর। অর্থাৎ বছরে ১.৯৬ হেক্টর আয়তন বৃদ্ধি পেয়েছে।
হিমাচল প্রদেশে ৪০৬৮ মিটার উচ্চতায় গেপং গাথ গ্লেসিয়াল লেকের আয়তন বেড়েছে ১৭৮%। ১৯৮৯ সালে এই হ্রদের আয়তন ছিল ৩৬.৪৯ হেক্টর। সেটিই ২০২২ সালে বেড়ে হয়েছে ১০১.৩০ হেক্টর। অর্থাৎ বছরে ১.৯৬ হেক্টর আয়তন বৃদ্ধি পেয়েছে।
হিমালয় অঞ্চলে ১০ হেক্টরের (এক লক্ষ বর্গ মিটার) চেয়েও বড় হ্রদগুলির প্রতি চারটির মধ্যে একটির আয়তন ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।
হিমালয় অঞ্চলে ১০ হেক্টরের (এক লক্ষ বর্গ মিটার) চেয়েও বড় হ্রদগুলির প্রতি চারটির মধ্যে একটির আয়তন ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।
১৯৮৪ সাল থেকে এই প্রবণতা শুরু। সাম্প্রতিক কালে পরিস্থিতির ক্রমশ অবনতি হচ্ছে। এর ফলে হিমবাহ গলা জল হ্রদের দু'কুল ছাপিয়ে বন্যার ঝুঁকিও ক্রমশ বাড়ছে, আশঙ্কা বিজ্ঞানীদের।
১৯৮৪ সাল থেকে এই প্রবণতা শুরু। সাম্প্রতিক কালে পরিস্থিতির ক্রমশ অবনতি হচ্ছে। এর ফলে হিমবাহ গলা জল হ্রদের দু’কুল ছাপিয়ে বন্যার ঝুঁকিও ক্রমশ বাড়ছে, আশঙ্কা বিজ্ঞানীদের।

Weather: রবিবার থেকে দক্ষিণবঙ্গের ৬ জেলায় রেড অ্যালার্ট! চলবে তাপপ্রবাহ! বৃষ্টির দিনক্ষণও জানাল হাওয়া অফিস

শোভন দাস, পশ্চিম মেদিনীপুর: তীব্র দাবদাহের ফলে রবিবার থেকে লাল সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। যার মধ্যে রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া ও বীরভূম।
শোভন দাস, পশ্চিম মেদিনীপুর: তীব্র দাবদাহের ফলে রবিবার থেকে লাল সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। যার মধ্যে রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া ও বীরভূম।
এই জেলা গুলিতে একদিকে যেমন চলবে তাপপ্রবাহ, তেমনই এই জেলা গুলির তাপমাত্রাও থাকবে সর্বোচ্চ। ফলে এই সমস্ত জেলার মানুষদের যে নাজেহাল হতে হবে আগামী কয়েকদিন, তা বলাই বাহুল্য। রবিবার মেদিনীপুরের সর্বোচ্চ তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াসের থেকেও বেশি। সকাল থেকেই শুরু হয়েছে তাপপ্রবাহ।
এই জেলা গুলিতে একদিকে যেমন চলবে তাপপ্রবাহ, তেমনই এই জেলা গুলির তাপমাত্রাও থাকবে সর্বোচ্চ। ফলে এই সমস্ত জেলার মানুষদের যে নাজেহাল হতে হবে আগামী কয়েকদিন, তা বলাই বাহুল্য। রবিবার মেদিনীপুরের সর্বোচ্চ তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াসের থেকেও বেশি। সকাল থেকেই শুরু হয়েছে তাপপ্রবাহ।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সপ্তাহভরই চলবে তাপপ্রবাহ। রবিবার দক্ষিণবঙ্গের ছয় জেলায় চরম তাপপ্রবাহের সতর্কবার্তা। পানাগড়ে ৪৫ ডিগ্রি সেলসিয়াস পার তাপমাত্রা। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলায় চরম তাপপ্রবাহের (সিভিআর হিট ওয়েভ) সতর্কবার্তা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতে তাপপ্রবাহ।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সপ্তাহভরই চলবে তাপপ্রবাহ। রবিবার দক্ষিণবঙ্গের ছয় জেলায় চরম তাপপ্রবাহের সতর্কবার্তা। পানাগড়ে ৪৫ ডিগ্রি সেলসিয়াস পার তাপমাত্রা। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলায় চরম তাপপ্রবাহের (সিভিআর হিট ওয়েভ) সতর্কবার্তা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতে তাপপ্রবাহ।
দক্ষিণবঙ্গে শুক্রবার পর্যন্ত চলবে তাপপ্রবাহ। সাত জেলায় চরম তাপপ্রবাহের পরিস্থিতি। সিভিয়ার হিট ওয়েভ পরিস্থিতি সাত জেলায়। দক্ষিণবঙ্গ দাবদাহে জ্বলবে। চরম গরম ও অস্বস্তিকর আবহাওয়া। আবহাওয়া দফতরের সতর্কবার্তা, প্রয়োজন ছাড়া সকাল ১১ টা থেকে বিকেল ৪ টে পর্যন্ত রোদে না যেতে।
দক্ষিণবঙ্গে শুক্রবার পর্যন্ত চলবে তাপপ্রবাহ। সাত জেলায় চরম তাপপ্রবাহের পরিস্থিতি। সিভিয়ার হিট ওয়েভ পরিস্থিতি সাত জেলায়। দক্ষিণবঙ্গ দাবদাহে জ্বলবে। চরম গরম ও অস্বস্তিকর আবহাওয়া। আবহাওয়া দফতরের সতর্কবার্তা, প্রয়োজন ছাড়া সকাল ১১ টা থেকে বিকেল ৪ টে পর্যন্ত রোদে না যেতে।
চরম তাপপ্রবাহের সতর্কবার্তার মাঝেই বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। সোমবার ও মঙ্গলবার উপকূল ও ওড়িশা সংলগ্ন দুই তিন জেলায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।
চরম তাপপ্রবাহের সতর্কবার্তার মাঝেই বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। সোমবার ও মঙ্গলবার উপকূল ও ওড়িশা সংলগ্ন দুই তিন জেলায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।
কলকাতায় সপ্তাহ জুড়ে তাপপ্রবাহ চলবে। শুকনো গরম ও অস্বস্তি চরমে। সর্বোচ্চ তাপমাত্রা আরও বাড়তে পারে। দিনভর গরম বাতাস, লু বইবার সম্ভাবনা। আগামী কয়েকদিন চরমে উঠবে আবহাওয়া। আশঙ্কা আবহাওয়া বিজ্ঞানীদের।
কলকাতায় সপ্তাহ জুড়ে তাপপ্রবাহ চলবে। শুকনো গরম ও অস্বস্তি চরমে। সর্বোচ্চ তাপমাত্রা আরও বাড়তে পারে। দিনভর গরম বাতাস, লু বইবার সম্ভাবনা। আগামী কয়েকদিন চরমে উঠবে আবহাওয়া। আশঙ্কা আবহাওয়া বিজ্ঞানীদের।
কলকাতায় রবিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। শনিবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০.২ ডিগ্রি সেলসিয়াস।
কলকাতায় রবিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। শনিবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০.২ ডিগ্রি সেলসিয়াস।
যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৩৯ থেকে ৮৭ শতাংশ। আগামী ২৪ ঘন্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৯ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৩৯ থেকে ৮৭ শতাংশ। আগামী ২৪ ঘন্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৯ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

Heatwave Red Alert: দহনের রেড অ্যালার্ট! দক্ষিণবঙ্গের ৬ জেলায় অতি তীব্র তাপপ্রবাহ, ৯ জেলায় তীব্র তাপপ্রবাহ! জ্বলন কতদিন পর্যন্ত চলবে, জানুন

তপ্ত বৈশাখে দগ্ধ হওয়ার পালা আপাতত জারি থাকবে দক্ষিণবঙ্গে। ক্রমশ বাড়ছে ভয়ঙ্কর গরমের অসহনীয় কষ্ট।
তপ্ত বৈশাখে দগ্ধ হওয়ার পালা আপাতত জারি থাকবে দক্ষিণবঙ্গে। ক্রমশ বাড়ছে ভয়ঙ্কর গরমের অসহনীয় কষ্ট।

 

সাপ্তাহিক ছুটির দিন রবিবারও নিস্তার নেই তাপপ্রবাহ থেকে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, রবিবার তীব্র তাপপ্রবাহ চলবে দক্ষিণবঙ্গে।
সাপ্তাহিক ছুটির দিন রবিবারও নিস্তার নেই তাপপ্রবাহ থেকে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, রবিবার তীব্র তাপপ্রবাহ চলবে দক্ষিণবঙ্গে।

 

আবহবিদদের পূর্বাভাস, দক্ষিণবঙ্গের সব জেলায় চলবে তীব্র তাপপ্রবাহ। লাল সতর্কতা জারি করা হয়েছে ৬ জেলায়। সেই জেলাগুলিতে জারি করা হয়েছে অতি তীব্র তাপপ্রবাহ।
আবহবিদদের পূর্বাভাস, দক্ষিণবঙ্গের সব জেলায় চলবে তীব্র তাপপ্রবাহ। লাল সতর্কতা জারি করা হয়েছে ৬ জেলায়। সেই জেলাগুলিতে জারি করা হয়েছে অতি তীব্র তাপপ্রবাহ।

 

পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, বীরভূম এবং পশ্চিম বর্ধমান হল সেই ৬ জেলা। রবিবার পর্যন্ত জেলাগুলিতে অতি তীব্র তাপপ্রবাহ জারি থাকবে।
পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, বীরভূম এবং পশ্চিম বর্ধমান হল সেই ৬ জেলা। রবিবার পর্যন্ত জেলাগুলিতে অতি তীব্র তাপপ্রবাহ জারি থাকবে।

 

তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে কলকাতা, হুগলি, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, পুরুলিয়া এবং পূর্ব বর্ধমানে।
তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে কলকাতা, হুগলি, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, পুরুলিয়া এবং পূর্ব বর্ধমানে।

 

দক্ষিণবঙ্গ জুড়ে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে বুধবার পর্যন্ত। কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি ও নদিয়ায় তাপপ্রবাহের সতর্কতা থাকছে।
দক্ষিণবঙ্গ জুড়ে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে বুধবার পর্যন্ত। কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি ও নদিয়ায় তাপপ্রবাহের সতর্কতা থাকছে।

 

দক্ষিণবঙ্গের বাকি ৯ জেলায় চলবে তীব্র তাপপ্রবাহ। বুধবার দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা ছাড়িয়ে যেতে পারে ৪৫ ডিগ্রি সেলসিয়াস।
দক্ষিণবঙ্গের বাকি ৯ জেলায় চলবে তীব্র তাপপ্রবাহ। বুধবার দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা ছাড়িয়ে যেতে পারে ৪৫ ডিগ্রি সেলসিয়াস।

 

স্বাভাবিকের তুলনায় কোনও অঞ্চলের তাপমাত্রা ৬.৫ ডিগ্রি সেলসিয়াস বেশি হলে তাকে অতি তীব্র তাপপ্রবাহ বলে।
স্বাভাবিকের তুলনায় কোনও অঞ্চলের তাপমাত্রা ৬.৫ ডিগ্রি সেলসিয়াস বেশি হলে তাকে অতি তীব্র তাপপ্রবাহ বলে।

 

পাশাপাশি স্বাভাবিকের তুলনায় কোনও এলাকার তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াস বেশি হলে তাকে তীব্র তাপপ্রবাহ বলে।
পাশাপাশি স্বাভাবিকের তুলনায় কোনও এলাকার তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াস বেশি হলে তাকে তীব্র তাপপ্রবাহ বলে।