সংগৃহীত ছবি

Siliguri News: নতুন প্রজন্মের সিনেপ্রেমীদের জন্য বিরাট সুযোগ! ছবি দেখা-দেখানোর বিশেষ উৎসব

শিলিগুড়ি: নবীন প্রজন্মের স্বাধীনচেতা পরিচালকদের সামনে আনতে শিলিগুড়ি শর্ট অ্যান্ড ডক্যুমেন্টারি ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৪ । শিলিগুড়ি সিনে সোসাইটির উদ্যোগে, ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিস অফ ইন্ডিয়ার সহযোগিতায় আয়োজিত হবে সিনেমার এই বিশেষ উৎসব। আগামী ২,৩,৪ অক্টোবর চলবে ছবি প্রদর্শন। শিলিগুড়ির বিধান রোডের এক হোটেলে মোট ২৩টি সিনেমা দেখানো হবে। চলতি বছর শুধু ভারতেই নয়, অন্য দেশের শর্ট ফিল্ম এবং ডক্যুমেন্টারিও দেখানো হবে বলে জানা গিয়েছে। মোট ৪০টি সিনেমা পাঠানো হয়েছিল এই ফিল্ম ফেস্টিভ্যালে। সেগুলির মধ্যে থেকে ২৩ টি সিনেমাকে বেছে নেওয়া হয়েছে। ডক্যুমেন্টারি ফিল্ম ২০টি পাঠানো হয়েছিল সিলেক্ট করা হয়েছে ৮ টি । বাংলাদেশের সাম্প্রতিক ঘটনার জন্য বেশি সিনেমা আসেনি।

৫ অক্টোবর অনুষ্ঠান শেষ হবে। সেই দিন বিশেষ বক্তৃতা দেবেন ফেডারেশন অফ ফিল্ম সোসাইটির সম্পাদক অমিতাভ ঘোষ । একই দিনে পাঁচটি বিভাগে আর্থিক পুরস্কার তুলে দেওয়া হবে। সিনে সোসাইটির তরফে প্রদীপ নাগ বলছিলেন, “এটি ইন্দো-বাংলাদেশ ফিল্ম ফেস্টিভ্যাল। বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির কারণে খুব বেশি সিনেমা আসেনি। তবে মানুষের প্রতিভা তুলে ধরার জন্য আমাদের এই প্রচেষ্টা। আশা করছি, প্রত্যেকের ভাল লাগবে।”

তিনি আরও বলেন, “এমন অনেক পরিচালক আছেন, যাঁরা গয়না বিক্রি করে নিজের সমস্ত সঞ্চিত টাকা লাগিয়ে একটা সিনেমা তৈরি করেন। তবে সিনেমার তৈরি করলেও সেটা দেখানোর জায়গার অভাব থেকে যায়। তাদের জন্যই মূলত এই ফেস্টিভ্যালের আয়োজন। সিনেমাপ্রেমী মানুষদের জন্য এমন প্ল্যাটফর্ম সত্যি খুব অভাবনীয় বলে মনে করছেন সকলে।”

অনির্বাণ রায়