Tag Archives: NDA

Rajya Sabha election: রাজ্যসভা নিয়ে চিন্তা দূর হল বিজেপি-র, সংখ্যাগরিষ্ঠতা ফিরে পেল এনডিএ

নয়াদিল্লি: রাজ্যসভায় সংখ্যাগরিষ্ঠতার ফিরে পেল এনডিএ। মঙ্গলবার প্রকাশিত হওয়া রাজ্যসভার শূন্যপদের ফলাফলের পর রাজ্যসভায় এনডিএ-এর আসন সংখ্যা দাঁড়াল ১১২।

রাজ্যসভার সাম্প্রতিক উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৯ আসনে জয়ী হয়েছে বিজেপি। ফলে রাজ্যসভায় বিজেপির আসন দাঁড়াল ৯৬। এনডিএ-এর সহযোগীরা জিতেছেন আরও দুই আসনে। পাশাপাশি, উপনির্বাচনে জয়ী হয়েছে বিজেপি সমর্থিত এক নির্দল প্রার্থী এবং বিজেপির সমর্থনে জিতে আসা ৬ সাংসদ।

আরও পড়ুন: বুধবার বিজেপির ডাকে ১২ ঘণ্টার বাংলা বনধ, ঘোষণা করলেন সুকান্ত মজুমদার

প্রসঙ্গত, ২৪৫ আসনের রাজ্যসভায় এখনও খালি জম্মু-কাশ্মীরের চারটি আসন এবং চার মনোনীত সাংসদের আসন। ফলে রাজ্যসভায় সাংসদ সংখ্যা এখন ২৩৭। ফলে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১১৯টি আসন।

রাজ্যসভার এই উপনির্বাচনে তেলেঙ্গানা থেকে জয়ী হয়েছে কংগ্রেসের অভিষেক মনু সিংভি। বিরোধীদের আসন যার ফলে গিয়ে দাঁড়িয়েছে ৮৫-তে। ফের সংসদে ফিরতে চলেছেন অভিষেক মনু সিংভি। তেলেঙ্গানা থেকে বিনা প্রতিদ্বন্দীতায় জয়ী হয়েছেন তিনি৷ পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলের সমর্থনে রাজ্যসভা সাংসদ হিসেবে তাঁর মেয়াদ শেষ হবার পর হিমাচল প্রদেশে রাজ্যসভা ভোটে দাঁড়িয়েছিলেন মনু সিংভি। কিন্তু ক্রস ভোটিংয়ের কারণে হিমাচলে হেরে যান তিনি।

কংগ্রেসের কে কেশব রাও রাজ্যসভার আসন ছেড়ে লোকসভায় জেতার পর সেই আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন অভিষেক মনু সিংভি। এ ছাড়াও ত্রিপুরা, ওড়িশা, মহারাষ্ট্র ,অসম, হরিয়ানা এবং বিহার থেকে বিজেপি তথা এনডিএ-র একাধিক সাংসদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন।

রাজস্থানে রণকৌশলের ভুলে রাজ্যসভার একটি আসন হারাল কংগ্রেস। রাজস্থান থেকে রাজ্যসভার সাংসদ থাকা সত্ত্বেও কেরল থেকে লোকসভা নির্বাচনে লড়াই করে জয়ী হন কংগ্রেসের কে সি বেণুগোপাল। বেণুগোপালের ছেড়ে যাওয়া আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা রবনীত সিং বিট্টু। যার ফলে সংখ্যার নিরিখে রাজ্যসভায় আরো সুসংহত হল এনডিএ।

By poll results 2024: এনডিএ-২, ইন্ডিয়া-১০! সাত রাজ্যে উপনির্বাচনে একপেশে দাপট বিরোধীদের, ধাক্কা বিজেপির

নয়াদিল্লি: লোকসভা নির্বাচনেই বিজেপির নেতৃত্বাধীন এনডিএ-কে প্রবল লড়াইয়ের মুখে ফেলে দিয়েছিল ইন্ডিয়া জোট৷ লোকসভা নির্বাচনের এক মাস পেরোতে না পেরোতেই ফের এনডিএ-কে বড় ধাক্কা দিল ইন্ডিয়া জোট৷ ৭ রাজ্যের ১৩টি বিধানসভার উপনির্বাচনের মধ্যে ১০টি আসনেই  জিতল বিরোধীরা৷ মাত্র দুটি আসনে জয় পেয়েছে বিজেপি৷ বিহারে বিজেপির সঙ্গে জোট বেঁধে লড়েও নির্দল প্রার্থীর কাছে হেরেছেন নীতীশের জেডিইউ প্রার্থী৷

যে রাজ্যগুলিতে উপনির্বাচন ছিল, তার মধ্যে পশ্চিমবঙ্গে চারটি আসনই দখল করেছে তৃণমূল৷ পশ্চিমবঙ্গেই নিজেদের দখলে থাকা তিনটি আসন হাতছাড়া হয়েছে বিজেপির৷

আরও পড়ুন: ফুল বদলের পর বদলে গেল ফল! মতুয়া অধ্যুষিত বাগদা, রানাঘাট দক্ষিণেও বড় জয় তৃণমূলের

পশ্চিমবঙ্গ বাদে যে রাজ্যগুলিতে উপনির্বাচন ছিল তার মধ্যে রয়েছে পঞ্জাব, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, বিহার, মধ্যপ্রদেশ এবং তামিলনাড়ু৷ এর মধ্যে পঞ্জাবের জলন্ধর পশ্চিম কেন্দ্রে জয় পেয়েছে আম আদমি পার্টি৷ হিমাচল প্রদেশের তিন আসনে উপনির্বাচনের ফল ঘোষণা হয়েছে আজ৷ তার মধ্যে একটিতে জিতেছে কংগ্রেস৷ বাকি দুই আসনের মধ্যে একটি করে আসনে জয় পেয়েছে বিজেপি এবং কংগ্রেস৷ হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখুর স্ত্রী কমলেশ ঠাকুর ডেহরা কেন্দ্র থেকে জয় পেয়েছেন৷

এর পাশাপাশি উত্তরাখণ্ডের দুটি বিধানসভা আসন বদ্রীনাথ এবং মংগলৌরে উপনির্বাচন হয়েছিল৷ দুটি আসনই দখল করেছে কংগ্রেস৷ মধ্যপ্রদেশের অমরওয়ার কেন্দ্রে জয় পেয়েছে বিজেপি৷ তামিলনাড়ুর বিকরাভান্ডি বিধানসভায় জয় পেয়েছে শাসক দল ডিএমকে৷ বিহারের রুপাওলি কেন্দ্রে জেডিইউ এবং আরজেডি প্রার্থীদের হারিয়ে জিতেছেন নির্দল প্রার্থী৷

Prashant Kishor: ভোটের ফলে শিক্ষা হয়েছে, ভুল স্বীকার করে মুখ খুললেন প্রশান্ত কিশোর!

নয়াদিল্লি: তিন বছর আগে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ফল প্রায় অক্ষরে অক্ষরে মিলিয়ে দিয়েছিলেন৷ ফলে এবার যখন লোকসভা নির্বাচনের ফলপ্রকাশের আগেই বিজেপি এবং এনডিএ-র একতরফা ফলের ভবিষ্যদ্বাণী করেন ভোট কুশলী প্রশান্ত কিশোর, তখন তা নিয়ে তুমুল আলোড়ন তৈরি হয়েছিল৷ শেষ পর্যন্ত অবশ্য প্রশান্ত কিশোরের সেই ভবিষ্যদ্বাণী ভুল প্রমাণিত হয়েছে৷ বিজেপি তো একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি, তিনশোর আগে থামতে হয়েছে এনডিএ-কেও৷

নিজের এই ভুল ভবিষ্যদ্বাণীর পর প্রথম বার মুখ খুললেন প্রশান্ত কিশোর৷ ভোট কুশলী স্বীকার করে নিলেন, সংখ্যা উল্লেখ করে ভোটের ফলের পূর্বাভাস দেওয়া ভুল হয়েছিল তাঁর৷ ভবিষ্যতে তিনি আর এই ভুল করবেন না বলেও জানিয়ে দিয়েছেন প্রশান্ত কিশোর৷

আরও পড়ুন: নিজের গড় বহরমপুরেই হেরেছেন, তার পরেও একটি কারণেই পাঠানের প্রশংসায় অধীর!

প্রশান্ত কিশোরের দাবি ছিল, বিজেপির আসন সংখ্যা অন্তত ২০১৯ সালের ৩০০ অথবা তার উপরে থাকবে৷ তামিলনাড়ু, পশ্চিমবঙ্গের মতো রাজ্যে বিজেপি অপ্রত্যাশিত ভাল ফল করবে বলেও দাবি করেছিলেন অভিজ্ঞ এই ভোট কুশলী৷ শেষ পর্যন্ত অবশ্য বিজেপির দখলে এসেছে ২৪০টি আসন৷ এর পরেই প্রশান্ত কিশোরের করা ভবিষ্যদ্বাণী নিয়ে সমাজমাধ্যমেও কটাক্ষ শুরু হয়৷

ভোটের ফল দেখে প্রশান্ত কিশোর অবশ্য দাবি করেছেন, পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র এবং উত্তর প্রদেশে বিজেপির আসন সংখ্যা কমে যাওয়াতেই তাঁর ভবিষ্যদ্বাণী মেলেনি৷ ইন্ডিয়া টুডে-কে দেওয়া একটি সাক্ষাৎকারে প্রশান্ত কিশোর বলেছেন, আমার মতো অনেক ভোট কুশলীই একই ভবিষ্যদ্বাণী করেছিলেন৷ এখন আমরা নিজেদের কথা গিলতে বাধ্য হচ্ছি৷

NDA Parliament Meet: পাশেই নীতীশ নায়ডু, সেন্ট্রাল হলে টিম NDA! সর্বসম্মতিক্রমে নেতা নির্বাচিত হলেন মোদি

নয়াদিল্লি: সংসদের সেন্ট্রাল হলে NDA-র সমস্ত জয়ী সাংসদদের নিয়ে বৈঠকে হাজির মোদি-শাহ-নাড্ডারা। মঞ্চে নরেন্দ্র মোদির একদম পাশেই দেখা যায় চন্দ্রবাবু নাইডু এবং নীতীশ কুমারকে। বেলা সাড়ে ১১টা থেকে এদিনের বৈঠক শুরু হয়। বৈঠক শেষে রাষ্ট্রপতির কাছে সরকার গঠনের আর্জি জানাবে NDA।

সংসদের সেন্ট্রাল হলের বৈঠকে নরেন্দ্র মোদির নাম লোকসভায় BJP-র সংসদীয় দলনেতা, NDA-এর দলনেতা এবং লোকসভার দলনেতা হিসেবে প্রস্তাব করেন রাজনাথ সিং। সেই প্রস্তাব সমর্থন করেন অমিত শাহ এবং অনুমোদন করেন নীতিন গড়করি। শরিক দলগুলির পক্ষ থেকে JD(S) প্রধান এইচ ডি কুমারস্বামী, TDP সুপ্রিমো চন্দ্রবাবু নাইডুও এই প্রস্তাব অনুমোদন করেন।

প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদির পরপর তৃতীয়বার শপথ গ্রহণ অনুষ্ঠানটি সম্ভবত ৯ জুন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা। বেশ কয়েকজন বিশ্ব নেতাদের উপস্থিতিতে হতে চলেছে শপথ গ্রহণ। যাদের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছে ইতিমধ্যেই। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী শুক্রবারই এসে পৌঁছবেন। বৃহস্পতিবারই প্রধান নির্বাচন কমিশনার ও তার দল রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে নবনির্বাচিত সদস্যদের তালিকা তাঁর কাছে জমা দেন।

Lok Sabha Election Results 2024: জোটের বৈঠক শেষে সাক্ষাৎ চন্দ্রবাবু এবং স্ট্যালিনের, নতুন কোনও সমীকরণের ইঙ্গিত?

নয়াদিল্লি: সোমবারই লোকসভা ভোটের ফল ঘোষণা হয়েছে। একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি কোনও দলই। তাই সরকার গড়ার জন্য শরিক দলগুলির সাহায্য নিতে হবে বিজেপি বা কংগ্রেসকে। সেই নিয়ে দিল্লিতে ছিল ইন্ডিয়া এবং এনডিএ জোটের বৈঠক। বৈঠকের পরে অন্ধ্রপ্রদেশের বিজয়ী দল টিডিপির নেতা চন্দ্রবাবু নাইডুর সঙ্গে সাক্ষাৎ করলেন ডিএমকে নেতা তথা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। এই সাক্ষাৎ ঘিরে জল্পনা ছড়িয়েছে।

আরও পড়ুন: সরকার গড়ার প্রচেষ্টা নয়, বিরোধীর আসনেই বসবে ইন্ডিয়া জোট

 ইন্ডিয়া জোটের শরিক তথা তামিলনাড়ুর শাসক দল ডিএমকে। অন্য দিকে এনডিএ জোটের শরিক তথা অন্ধ্রপ্রদেশের আগামী শাসক দল টিডিপি। যদিও ইন্ডিয়া জোটের বৈঠকের শেষে যায় যে ইন্ডিয়া জোট সরকার গড়ার কোনও চেষ্টাই করবে না, বরং বিরোধীদের ভূমিকা পালন করবে। পাশাপাশি চন্দ্রবাবু নাইডু এবং নীতীশ কুমারকে পাশে নিয়ে সরকার গড়ার কথা ঘোষণা করে বিজেপি। তাই সরকারকে গড়বে সেই নিয়ে আপাত জল্পনা শেষ হয়েছে বলেই মনে করা হয়েছিল। তার পরেও চন্দ্রবাবুর সঙ্গে স্ট্যালিনের সাক্ষাৎ নতুন জল্পনার ইঙ্গিত কি?

যদিও সেই জল্পনা উড়িয়ে নিজের এক্স হ্যান্ডল থেকে ছবি পোস্ট করেছেন স্ট্যালিন। সেই সঙ্গে লিখেছেন, “করুণানিধির দীর্ঘ দিনের বন্ধু চন্দ্রবাবু নাইডুর সঙ্গে দিল্লি বিমানবন্দরে দেখা হল। আমি তাঁকে শুভেচ্ছা জানিয়েছি, সেই সঙ্গে পাশাপাশি দুই রাজ্যের বন্ধন যাতে সুদৃঢ় হয় তার ইচ্ছাপ্রকাশ করেছি”। সেই সঙ্গে তিনি আরও লিখেছেন, “আমি আশাবাদী যে কেন্দ্রের সরকার গঠনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন এবং দক্ষিণের রাজ্যগুলির প্রতিনিধি হিসাবে আমাদের অধিকারের জন্য প্রশ্ন তুলবেন”।

অর্থাৎ স্ট্যালিন এই সাক্ষাৎকে সৌজন্য সাক্ষাৎই বলেছেন, কিন্তু বাস্তবে জোট রাজনীতি কোথায় দাঁড়ায় তার উত্তর সময়ই দেবে।

Lok Sabha Election Results 2024: বারাণসী, রায়বরেলি থেকে বাংলার কৃষ্ণনগর- মঙ্গলবার এই এক ডজন কেন্দ্রে নজর থাকবে গোটা দেশের

প্রায় দু মাস ধরে সাত দফায় চলেছে দেশের ৫৪২টি কেন্দ্রে ভোটগ্রহণ৷ আগামিকাল, মঙ্গলবার অপেক্ষার অবসান৷ দিল্লির মসনদে পরিবর্তন হবে নাকি তৃতীয় বার মোদি সরকারের প্রত্যাবর্তন সময়ের অপেক্ষা, তা জানতে আর কয়েক ঘণ্টার অপেক্ষা৷

পশ্চিমবঙ্গ নির্বাচন ফলাফল ২০২৪ , লোকসভা নির্বাচন ২০২৪ রেজাল্ট

নির্বাচন রেজাল্ট ২০২৪ , লোকসভা নির্বাচন ২০২৪ রেজাল্ট

নিউজ ১৮-এর বুথ ফেরত সমীক্ষাতে অবশ্য আগেই জানানো হয়েছে, তৃতীয় বারের জন্য ক্ষমতায় ফিরছে নরেন্দ্র মোদি সরকার৷ নিউজ ১৮-এর বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, বিজেপি একাই ৩০৫ থেকে ৩১৫টি আসন দখল করতে পারে৷ অন্যদিকে কংগ্রেস পেতে পারে ৬২ থেকে ৭২টি আসন৷ অন্যদিকে এনডিএ জোটের দখলে সবমিলিয়ে ৩৫৫ থেকে ৩৭০টি আসন আসতে পারে বলেও এই বুথ ফেরত সমীক্ষায় দাবি করা হয়েছে৷ সেখানে ইন্ডিয়া জোটকে ১২৫থেকে ১৪০টি আসনেই সন্তুষ্ঠ থাকতে হতে পারে৷

এবার দেখে নেওয়া যাক দেশ জুড়ে মঙ্গলবার সকাল থেকে কোন আসনগুলির দিকে নজর থাকবে আমজনতা থেকে শুরু করে রাজনৈতিক নেতা, বিশ্লেষকদের৷

বারাণসী
এই তালিকায় প্রথমেই আসবে উত্তর প্রদেশের বারাণসীর নাম৷ কারণ ওই কেন্দ্রের বিজেপি প্রার্থীর নাম নরেন্দ্র মোদি৷ এই কেন্দ্রে মোদির বিপক্ষে রয়েছেন মোট ছ জন প্রার্থী৷ যদিও এই কেন্দ্রে মোদি কত ব্যবধানে জিতবেন, সেটাই এখন চর্চার বিষয়৷ এবারেও জিতলে বারাণসী থেকে জয়ের হ্যাটট্রিক করবেন প্রধানমন্ত্রী৷

রায়বরেলি এবং ওয়ানাডে রাহুলের পরীক্ষা
বারাণসীর পরেই গোটা দেশের নজর সম্ভবত থাকবে উত্তর প্রদেশের রায়বরেলি এবং কেরলের ওয়ানাডের দিকে৷ কারণ এই দুই কেন্দ্রেই কংগ্রেস প্রার্থীর নাম রাহুল গান্ধি৷ ২০১৯-এ অমেঠীতে হারলেও রাহুলের মান রক্ষা করেছিল ওয়ানাড৷ এবারেও সেখানে প্রার্থী তিনি৷ অন্যদিকে মা সনিয়া গান্ধি অসুস্থতার কারণে প্রার্থী না হওয়া এবারে রায়বরেলিতে গান্ধিদের সম্মান রক্ষার ভার রাহুলের কাঁধে৷ ওয়ানাডে রাহুলের লড়াই বিজেপির কেরলের রাজ্য সভাপতি কে সুরেন্দ্রন এবং সিপিআই প্রার্থী অ্যানি রাজার বিরুদ্ধে৷ আবার রায়বরেলিতে রাহুলের প্রধান প্রতিপক্ষ বিজেপির দীনেশ প্রতাপ সিং৷

গান্ধিনগর
গুজরাতের গান্ধিনগর কেন্দ্র থেকে ২০১৯ সালে সাড়ে পাঁচ লক্ষ ভোটে জয়ী হয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ এবারও এই কেন্দ্র থেকে প্রার্থী তিনি৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর জয়ের ব্যবধান বাড়ে নাকি কংগ্রেসের সোনাল পটেল তাঁর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারেন, সেটাই দেখার৷

উত্তর প্রদেশের কনৌজে অখিলেশের পরীক্ষা
প্রথমে লোকসভা ভোটে লড়বেন না বলে সিদ্ধান্ত নিলেও শেষ মুহূর্তে উত্তর প্রদেশের কনৌজ থেকে প্রার্থী হন সমাজবাদী পার্টির প্রধান এবং উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব৷ এই কেন্দ্রে তাঁর লড়াই বর্তমান সাংসদ বিজেপির সুব্রত পাঠকের বিরুদ্ধে৷ কনৌজ কেন্দ্রটি বরাবরই সমাজবাদী পার্টির গড় বলে পরিচিত ছিল৷ অখিলেশের বাবা মুলায়ম সিং যাদবও দীর্ঘদিন এই কেন্দ্রেরই সাংসদ ছিলেন৷ ২০১৯-এ কনৌজ থেকে জিততে ব্যর্থ হন অখিলেশের স্ত্রী ডিম্পল যাদব৷

আরও পড়ুন: মঙ্গলবার হিসেব উল্টে যাবে, অপেক্ষা করতে বললেন আত্মবিশ্বাসী সনিয়া

অমেঠিতে স্মৃতি ইরানির পরীক্ষা
২০১৯-এ উত্তর প্রদেশের অমেঠিতে রাহুল গান্ধিকে হারিয়ে পরাজিত করে চমকে দিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি৷ এবার সেই অমেঠিতেই তাঁর প্রতিপক্ষ কংগ্রেসের কে এল শর্মা৷ কে এল শর্মা গান্ধি পরিবারের ঘনিষ্ঠ বলেই কংগ্রেসের অন্দরমহলে পরিচিত৷ স্মৃতি ইরানির বিরুদ্ধে তিনি কতটা প্রতিরোধ গড়ে তোলেন, অমেঠিতে সেটাই দেখার৷

তিরুঅনন্তপুরমে শশী থারুর বনাম রাজীব চন্দ্রশেখরের লড়াই
কেরলের তিরুঅনন্তপুরম কেন্দ্রে এবার হাড্ডাহাড্ডি ত্রিমুখী লড়াই৷ এই কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী বর্তমান সাংসদ শশী থারুর৷ তাঁর বিরুদ্ধে বিজেপি প্রার্থী করেছিল কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখরকে৷ অন্যদিকে এই কেন্দ্র থেকে আবার পন্নিয়ান রবীন্দ্রনকে প্রার্থী করেছে সিপিআই৷

নাগপুরে নীতীন গড়কড়ির ভাগ্য নির্ধারণ
আর এক কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপির অন্যতম শীর্ষ নেতা নীতীন গড়কড়ি এবারেও মহারাষ্ট্রের নাগপুর থেকেই প্রার্থী হয়েছেন৷ ২০১৪ এবং ২০১৯-এই কেন্দ্র থেকেই বিপুল ব্যবধানে জয়ী হন তিনি৷

হিমাচলের মান্ডিতে কঙ্গনা রানাওয়াতের পরীক্ষা
হিমাচল প্রদেশের মান্ডি কেন্দ্র থেকে এবার বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতকে প্রার্থী করে চমক দিয়েছিল বিজেপি৷ এই কেন্দ্রটি বরাবরই কংগ্রেসের শক্ত ঘাঁটি৷ কঙ্গনা এবার এই কেন্দ্রটি কংগ্রেসের হাত থেকে ছিনিয়ে নিতে পারেন কি না, সেটাই দেখার৷

হায়দ্রাবাদ
নিজের গড় হায়দ্রাবাদ কেন্দ্র থেকে এবারও প্রার্থী হয়েছেন এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি৷ এই কেন্দ্র থেকে তাঁর মূল প্রতিপক্ষ বিজেপির মাধবী লতা৷ নিউজ ১৮-এর বুথ ফেরত সমীক্ষায় এই কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াই হলেও শেষ হাসি ওয়াইসি হাসবেন বলেই ইঙ্গিত দেওয়া হয়েছে৷

কৃষ্ণনগর থেকে মহুয়া মৈত্রের সংসদে ফেরার লড়াই
মেয়াদ শেষ হওয়ার আগেই সংসদ থেকে বহিষ্কৃত হতে হয়েছিল৷ কৃষ্ণনগর কেন্দ্র থেকে মহুয়া মৈত্র এবারেও জিতবেন কি না, তা নিয়ে তুমুল আগ্রহ রয়েছে রাজনৈতিক মহলে৷ কারণ এই কেন্দ্রে মহুয়ার বিরুদ্ধে কৃষ্ণনগরের রাজ পরিবারের সদস্য রানি মা হিসেবে খ্যাত অমৃতা রায়কে প্রার্থী করেছে বিজেপি৷

উত্তর পূর্ব দিল্লিতে কানহাইয়া- মনোজের লড়াই
উত্তর-পূর্ব দিল্লি কেন্দ্রে এবার কংগ্রেসের কানহাইয়া কুমার এবং বিজেপির মনোজ তিওয়ারির মধ্যে জোর লড়াই৷ মনোজ তিওয়ারি ওই কেন্দ্রেরই বর্তমান সাংসদ৷ দুই প্রার্থীই আদতে বিহারের হলেও রাজধানীর বুকে তাঁদের ভাগ্য পরীক্ষা৷

Lok Sabha election results: মঙ্গলবার হিসেব উল্টে যাবে, অপেক্ষা করতে বললেন আত্মবিশ্বাসী সনিয়া

নয়াদিল্লি: সব বুথ ফেরত সমীক্ষাই গেরুয়া ঝড়ের ইঙ্গিত দিয়েছে৷ তৃতীয় বারের জন্য নরেন্দ্র মোদি যে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরছেন, সেই দাবিই করা হয়েছে কমবেশি সব বুথ ফেরত সমীক্ষাতে৷ সেই ভবিষ্যদ্বাণী কতটা মেলে, তা অবশ্য চব্বিশ ঘণ্টার মধ্যেই জানা যাবে৷

নির্বাচন রেজাল্ট ২০২৪, লোকসভা নির্বাচন ২০২৪ রেজাল্ট

তবে প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধি অবশ্য এখনই হাল ছাড়ছেন না৷ বুথ ফেরত সমীক্ষা নিয়ে তাঁর মতামত জানতে চাইলে সনিয়ার সংক্ষিপ্ত জবাব, আমাদের তো অপেক্ষা করা ছাড়া উপায় নেই৷ তবে আমি খুবই আশাবাদী, বুথ ফেরত সমীক্ষায় যা দাবি করা হয়েছে, ফলাফল তার উল্টো হবে৷

আরও পড়ুন: রেজাল্ট বেরতে ২৪ ঘণ্টাও বাকি নেই! কে জিতছে? বিস্ফোরক মন্তব্য প্রশান্ত কিশোরের! বুঝিয়ে দিলেন ‘ভবিষ্যৎ’

শেষ দফার ভোটের শনিবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে জোট শরিকদের নিয়ে বৈঠকের পর দাবি করেন, ইন্ডিয়া জোট অন্তত ২৯৫টি আসনে জয়ী হবে৷

যদিও ওই দিনই প্রায় সব বুথ ফেরত সমীক্ষাতেই দাবি করা হয়েছে, সংখ্যাগরিষ্ঠতার থেকেও অনেক বেশি আসন পেয়ে একার জোরেই সরকার তৈরি করার জায়গায় থাকবে বিজেপি৷ এনডিএ জোট ৪০০ পারের লক্ষ্যপূরণ না করতে পারলেও তাদের আসন সংখ্যা ৩৫০ ছুঁয়ে ফেলবে বলেও একাধিক সমীক্ষায় দাবি করা হয়৷

অন্যদিকে বুথ ফেরত সমীক্ষার পূর্বাভাস অনুযায়ী, ইন্ডিয়া জোট খুব বেশি হলে দে়ড়শোর কাছাকাছি আসন পেতে পারে৷ বুথ ফেরত সমীক্ষার এই দাবি অবশ্য স্বভাবতই মানছেন না বিরোধী শিবিরের নেতারা৷ বুথ ফেরত সমীক্ষার নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা৷

Lok Sabha elections exit poll: এনডিএ-ইন্ডিয়া জোর লড়াই, কী হবে দক্ষিণের তিন বড় রাজ্যে? ইঙ্গিত ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস সমীক্ষায়

নয়াদিল্লি: দক্ষিণের তিনটি বড় রাজ্যে কেমন হতে চলেছে লোকসভা নির্বাচনের ফলাফল? ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার বুথ ফেরত সমীক্ষায় বিজেপির জন্য ভাল খবর থাকলেও দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটকেই এগিয়ে রাখা হল৷

পশ্চিমবঙ্গ নির্বাচন ফলাফল ২০২৪, লোকসভা নির্বাচন ২০২৪ রেজাল্ট

কর্ণাটক

কর্ণাটকে ক্ষমতায় রয়েছে কংগ্রেসের জোট সরকার৷ কর্ণাটকে লোকসভার মোট আসন সংখ্যা ২৮৷ ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার বুথ ফেরত সমীক্ষায় দাবি করা হচ্ছে, কর্ণাটকে দুর্দান্ত ফল করতে পারে বিজেপিই৷ এই সমীক্ষায় দাবি করা হচ্ছে, কর্ণাটকে বিজেপি পেতে পারে ২৩ থেকে ২৫টি আসন৷ ইন্ডিয়া জোট পেতে পারে ৩ থেকে ৫টি আসন৷

আরও পড়ুন: অন্তত ২৯৫+ আসনে জিতে ক্ষমতায় আসছে ইন্ডিয়া জোট: মল্লিকার্জুন খাড়গে

তামিলনাড়ু

ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, তামিলনাড়ুতে অবশ্য ডিএমকে-কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট ৩৩ থেকে ৩৭টি আসন পেতে পারে৷ তবে এই সমীক্ষাতেই দাবি করা হয়েছে, তামিলনাড়ুতে খাতা খুলতে পারে বিজেপি৷ ২ থেকে ৪টি আসন পেতে পারে এনডিএ জোট৷ এআইডিএমকে পেতে পারে ০-২টি আসন৷

নির্বাচন রেজাল্ট ২০২৪, লোকসভা নির্বাচন ২০২৪ রেজাল্ট

কেরল

ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার বুথ ফেরত সমীক্ষায় দাবি করা হচ্ছে, কেরলও খাতা খুলতে পারে বিজেপি৷ কেরলে এনডিএ ২ থেকে ৩টি আসন পেতে পারে৷ কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ পেতে পারে ১৭ থেকে ১৮টি আসন৷ তবে বাম গণতান্ত্রিক জোট সর্বাধিক একটি আসন পেতে পারে বলে দাবি করা হয়েছে৷