Tag Archives: Sonia Gandhi

Seikh Hasina: সনিয়াকে জড়িয়ে ধরলেন হাসিনা, রাহুল-প্রিয়াঙ্কাকেও আদর… কংগ্রেসর অভ্যর্থনায় মুগ্ধ বাংলাদেশের প্রধানমন্ত্রী

নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথগ্রহণ উপলক্ষে দিল্লিতে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার রাষ্ট্রপতি ভবনের সেই অনুষ্ঠান সেরে সনিয়া গান্ধির সঙ্গে সাক্ষাৎ করলেন হাসিনা। একে অপরকে জড়িয়ে ধরলেন দু-জনেই।

শনিবার ভারতে এসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। দিল্লির আইটিসি মৌর্য হোটেলে রয়েছেন তিনি। সোমবার দুপুরে সেখানেই তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন সনিয়া গান্ধি, রাহুল গান্ধি ও প্রিয়াঙ্কা গান্ধি। এরপর ঢাকার উদ্দেশে রওনা দেন তিনি।

রবিবার রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাড়াও আরও ৭১ জন মন্ত্রী শপথ নেন৷ তাঁদের মধ্যে ৩৪ জনই পুরনো মোদি মন্ত্রিসভার সদস্য ছিলেন৷ নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে হাজির ছিলেন শেখ হাসিনা।

বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিবর রহমানের পাশে দাঁড়িয়ে ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধি। ভারত–বাংলাদেশ সম্পর্ক এখনও অটুট রয়ে গিয়েছে। আরও একবার সেই সম্পর্কই ঝালাই করেনিলেন হাসিনা।

Lok Sabha election results: মঙ্গলবার হিসেব উল্টে যাবে, অপেক্ষা করতে বললেন আত্মবিশ্বাসী সনিয়া

নয়াদিল্লি: সব বুথ ফেরত সমীক্ষাই গেরুয়া ঝড়ের ইঙ্গিত দিয়েছে৷ তৃতীয় বারের জন্য নরেন্দ্র মোদি যে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরছেন, সেই দাবিই করা হয়েছে কমবেশি সব বুথ ফেরত সমীক্ষাতে৷ সেই ভবিষ্যদ্বাণী কতটা মেলে, তা অবশ্য চব্বিশ ঘণ্টার মধ্যেই জানা যাবে৷

নির্বাচন রেজাল্ট ২০২৪, লোকসভা নির্বাচন ২০২৪ রেজাল্ট

তবে প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধি অবশ্য এখনই হাল ছাড়ছেন না৷ বুথ ফেরত সমীক্ষা নিয়ে তাঁর মতামত জানতে চাইলে সনিয়ার সংক্ষিপ্ত জবাব, আমাদের তো অপেক্ষা করা ছাড়া উপায় নেই৷ তবে আমি খুবই আশাবাদী, বুথ ফেরত সমীক্ষায় যা দাবি করা হয়েছে, ফলাফল তার উল্টো হবে৷

আরও পড়ুন: রেজাল্ট বেরতে ২৪ ঘণ্টাও বাকি নেই! কে জিতছে? বিস্ফোরক মন্তব্য প্রশান্ত কিশোরের! বুঝিয়ে দিলেন ‘ভবিষ্যৎ’

শেষ দফার ভোটের শনিবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে জোট শরিকদের নিয়ে বৈঠকের পর দাবি করেন, ইন্ডিয়া জোট অন্তত ২৯৫টি আসনে জয়ী হবে৷

যদিও ওই দিনই প্রায় সব বুথ ফেরত সমীক্ষাতেই দাবি করা হয়েছে, সংখ্যাগরিষ্ঠতার থেকেও অনেক বেশি আসন পেয়ে একার জোরেই সরকার তৈরি করার জায়গায় থাকবে বিজেপি৷ এনডিএ জোট ৪০০ পারের লক্ষ্যপূরণ না করতে পারলেও তাদের আসন সংখ্যা ৩৫০ ছুঁয়ে ফেলবে বলেও একাধিক সমীক্ষায় দাবি করা হয়৷

অন্যদিকে বুথ ফেরত সমীক্ষার পূর্বাভাস অনুযায়ী, ইন্ডিয়া জোট খুব বেশি হলে দে়ড়শোর কাছাকাছি আসন পেতে পারে৷ বুথ ফেরত সমীক্ষার এই দাবি অবশ্য স্বভাবতই মানছেন না বিরোধী শিবিরের নেতারা৷ বুথ ফেরত সমীক্ষার নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা৷

India Meeting: শেষ দফা ভোটের দিনই বৈঠকে ‘ইন্ডিয়া’, দিল্লিতে মহাচমক! কী সিদ্ধান্ত আজ, তুঙ্গে জল্পনা

নয়াদিল্লি: দেশে চলছে সপ্তম তথা শেষ দফার লোকসভা নির্বাচন। এই নির্বাচনী আবহে ইন্ডিয়া জোটে তৃণমূলের অবস্থান বারবারই স্পষ্ট করেছেন সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, বাংলায় সিপিএম-কংগ্রেসের সঙ্গে জোট নেই, তবে দিল্লিতে জোট আছে। এই পরিস্থিতিতে শনিবার দিল্লিতে বসছে ইন্ডিয়া জোটের বৈঠক। কিন্তু সেই বৈঠকে কোনও প্রতিনিধি পাঠায়নি তৃণমূল। যদিও এই বৈঠকে যে তৃণমূলের কেউ উপস্থিত থাকবেন না, তা আগেই স্পষ্ট করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে শেষ দফা ভোটের আগেই মমতা জানিয়েছিলেন, ইন্ডিয়া জোটের বৈঠকে যাবেন না তিনি।

তিনি বলেছিলেন, “আমি জানিয়ে দিয়েছি ১ তারিখ যেতে পারব না। ওই দিন এখানে অনেকগুলো আসনে ভোট আছে। সব শেষ হতে রাত ১০ টা বেজে যাবে। আমি সব ছেড়ে কী করে যাব!” ভোটের পাশাপাশি রাজ্যে সদ্য ঘূর্ণিঝড়ের প্রভাব পড়েছে। সেই কারণেও রাজ্য ছেড়ে যেতে পারবেন না বলে জানিয়েছেন মমতা। শুধু তিনি নন, তৃণমূলের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন না সেখানে।

আরও পড়ুন: ভয়াবহ ঘটনা পুরুলিয়ায়! বড়সড় দুর্ঘটনার কবলে নীলাচল এক্সপ্রেসে, রক্তে ভাসল চারিদিক

মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলে এসেছেন, বাংলায় কোনও জোট নেই, তবে জাতীয় স্তরে তিনি বা তাঁর দল ইন্ডিয়া জোটের সদস্য। সেই জোটই ভোট শেষের দিন বৈঠক করতে চলেছে, অথচ তিনি গেলেন না। মমতার কথায়, ”আমি বলেই দিয়েছি ১ তারিখ আমি যেতে পারব না। ওইদিন এখানে অনেক আসনে ভোট আছে। পাঞ্জাব, উত্তরপ্রদেশেও তো ভোট। আর ভোটের পুরো প্রক্রিয়া শেষ হতে রাত ১০টা বেজে যায়। তাহলে আমি কীভাবে সব ছেড়ে চলে যাব?” এই পরিস্থিতিতে শুরু হচ্ছে ইন্ডিয়ার বৈঠক। এক্সিট পোলের দিনই এই বৈঠকে কী সিদ্ধান্ত নেওয়া হয়, সেটাই এখন দেখার।

এক নজরে দেখে নিন আজকের বৈঠকে কে কে উপস্থিত রয়েছেন —

কংগ্রেসের তরফে, মল্লিকার্জুন খাড়গে, সনিয়া গান্ধি, রাহুল গান্ধি, কেসি বেনুগোপাল, সমাজবাদী পার্টির তরফে অখিলেশ যাদব, এনসিপি-র তরফে শরদ পাওয়ার, এনসিপি জিতেন্দ্র আহওয়াদ, AAP-এর তরফে অরবিন্দ কেজরিওয়াল, ভগবান্ত মান ও সঞ্জয় সিং, রাঘব চাড্ডা, ডিএমকে-র তরফে টি.আর বালু, আরজেডি-র তরফে তেজস্বী যাদব ও সঞ্জয় যাদব, জেএমএম-এর তরফে চম্পাই সোরেন ও কল্পনা সোরেন, জম্মু-কাশ্মীর ন্যাশনাল কনফারেন্সের তরফে ফারুখ আবদুল্লা, সিপিআই-এর তরফে ডি রাজা, সিপিআইএম-এর তরফে সীতারাম ইয়েচুরি, শিবসেনা ইউবিটি-র তরফে অনিল দেশাই, সিপিআই (এমএল)-এর তরফে দীপঙ্কর ভট্টাচার্য প্রমুখ।

Rahul Gandhi Lok Sabha Election: ভোটের মাঝেই বিরাট চমক রাহুল গান্ধির! এমন আসনে লড়তে চললেন, হাওয়া ঘুরে গেল ওই দিকেই

নয়াদিল্লি:‌ অমেঠী নয়, শেষমেশ সনিয়া গান্ধির লোকসভা কেন্দ্র রায়বরেলি থেকে লোকসভা ভোটে লড়ছেন রাহুল গান্ধি। দীর্ঘ জল্পনার পর শুক্রবার সকালে কংগ্রেসের তরফে এই ঘোষণা করা হয়। শুক্রবারই রায়বরেলি থেকে মনোনয়ন জমা দেবেন রাহুল। কেরলের ওয়ানাডের পাশাপাশি মা সনিয়া গান্ধির কেন্দ্র রায়বরেলি থেকে এবার লড়তে দেখা যাবে পুত্র রাহুলকে। কংগ্রেস সূত্রে খবর, এবারের ভোটেও প্রিয়াঙ্কা গান্ধি লড়তে চাননি। তিনি লড়লে হয়ত সমীকরণ অন্য রকম হত। কিন্তু এবার রাহুলই রায়বরেলিতে কংগ্রেসের তুরুপের তাস।

প্রসঙ্গত, ২০১৯ সালে অমেঠীতে বিজেপির স্মৃতি ইরানির কাছে হেরে গিয়েছিলেন রাহুল গান্ধি। এবার অমেঠী থেকে প্রার্থী করা হয়েছে গান্ধি পরিবারের ঘনিষ্ঠ কিশোরীলাল শর্মাকে। আগামী ২০ মে পঞ্চম দফায় ভোট অমেঠী এবং রায়বরেলিতে। শুক্রবারই এই দুই কেন্দ্রের জন্য প্রার্থীদের মনোনয়ন পেশের শেষ দিন।

আরও পড়ুন: মাধ্যমিকে ফেল, নিজেদের জীবনই শেষ করে দিল দুই ছাত্রী! ঘটনা জানলে শিউরে উঠবেন

তাই প্রার্থী হিসাবে নাম ঘোষণার দিনই মনোনয়ন পেশ করতে চলেছেন রাহুল এবং কিশোরীলাল। অপরদিকে, অমেঠী থেকে এবারও প্রার্থী হয়েছেন বিজেপির স্মৃতি ইরানি। তিনি ইতিমধ্যে মনোনয়নও জমা দিয়েছেন। আর রায়বরেলিতে বিজেপি প্রার্থী করেছে উত্তরপ্রদেশের মন্ত্রী দীনেশ প্রতাপ সিংকে।

আরও পড়ুন: শুক্রে বড় চমক নরেন্দ্র মোদির! তিন সভার জায়গাতেই স্পষ্ট, লক্ষ্য ওই তিন আসন

এ প্রসঙ্গে জানিয়ে রাখা যাক, রায়বরেলিই উত্তরপ্রদেশের একমাত্র আসন যেখানে ২০১৯ সালের লোকসভা ভোটে জিতেছিল কংগ্রেস। সেখানে সনিয়া গান্ধি জয়ী হলেও এবার বয়স ও শারীরিক অসুস্থতার কারণেই লোকসভা ভোটে প্রার্থী হননি সনিয়া। তিনি এখন রাজ্যসভার সাংসদ। দীর্ঘদিন ধরে জল্পনা চলছিল, মায়ের ছেড়ে আসা আসনে প্রার্থী হতে পারেন প্রিয়াঙ্কা গান্ধি। কিন্তু প্রিয়াঙ্কা এবার লোকসভার লড়াইয়ে নামতে রাজি হননি। ফলে রাহুলই এবার মায়ের ছেড়ে আসা আসন থেকে লোকসভা ভোটে প্রার্থী হচ্ছেন।

‘ইতিহাস আপনার বিচার করবে!’ এ বার সরাসরি সনিয়াকে আক্রমণ কঙ্গনার

#মুম্বই: এ বার সরাসরি সনিয়া গান্ধিকে নিশানা করলেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত৷ কংগ্রেস সভানেত্রীকে উদ্দেশ্য করে ট্যুইটারে তিনি লিখলেন, ‘ইতিহাস আপনার নিস্তব্ধতা এবং উদাসীনতার বিচার করবে৷’ ইতিমধ্যে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকেও সনিয়া-সেনা বলে কটাক্ষ করেছেন কঙ্গনা৷ অভিনেত্রীর অভিযোগ,  হয়রানির জন্যই তাঁর অফিস ভাঙতে শুরু করেছে মহারাষ্ট্র সরকার৷ যেহেতু কংগ্রেসও মহারাষ্ট্রের জোট সরকারে রয়েছে, সেই কারণেই সনিয়াকে আক্রমণ করেছেন কঙ্গনা৷

ট্যুইটারে সনিয়াকে উদ্দেশ্য করে কঙ্গনা লিখেছেন, ‘সম্মানীয় কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধিজি, যে ভাবে আপনার সরকার আমার সঙ্গে ব্যবহার করছে, একজন মহিলা হিসেবে আপনি কি তাতে বিচলিত নন? বি আর আম্বেদকর সংবিধানে যে নীতিগুলি আমাদের দিয়েছেন, সে গুলি অনুসরণ করার জন্য কি আপনি আপনার সরকারকে অনুরোধ করতে পারেন না?’

আরও কড়া ভাষায় এর পর কঙ্গনা লিখেছেন, ‘আপনি পশ্চিমের দেশে বড় হলেও ভারতে বসবাস করেছেন৷ আপনি হয়তো মহিলাদের লড়াই সম্পর্কে ওয়াকিবহল৷ আপনার সরকার আইনশৃঙ্খলাকে বুড়ো আঙুল দেখিয়ে মহিলাদের এ ভাবে হয়রান করছে দেখার পরও আপনার নিস্তব্ধতা এবং উদাসীনতার বিচার ইতিহাস একদিন করবে৷ আশা করি, এ বিষয়ে আপনি হস্তক্ষেপ করবেন৷’

শুধু তাই নয়, দলের প্রতিষ্ঠাতা বাল ঠাকরের প্রসঙ্গ তুলে ফের একবার শিবসেনাকেও এ দিন বিঁধেছেন কঙ্গনা৷ ট্যুইটারে তিনি এ দিন লিখেছেন, ‘বাল ঠাকরের ভয় ছিল একদিন তাঁর তৈরি শিবসেনা কংগ্রেসের সঙ্গে হাত মেলাবে৷ তাঁর দলের এই অবস্থা দেখে আজ তিনি কী ভাবছেন, তা খুব জানতে ইচ্ছে করছে৷’ বৃহষ্পতিবারই শিবসেনাকে সনিয়া-সেনা বলে কটাক্ষ করেছিলেন কঙ্গনা৷

কঙ্গনার সঙ্গে মহারাষ্ট্র সরকার এবং শিবসেনার সংঘাত চরমে পৌঁছেছে৷ বুধবার বৃহন্মুম্বই পুরসভা কঙ্গনার অফিস ভাঙতে শুরু করে৷ পরে বম্বে হাইকোর্টের নির্দেশে সেই কাজ স্থগিত হয়ে যায়৷ অন্যদিকে মুম্বই পুলিশ কঙ্গনার মাদক যোগ নিয়ে তদন্তে নামছে৷ মহারাষ্ট্র সরকার পুলিশকে সেই ছাড়পত্র দিয়ে দিয়েছে বলে খবর৷